ইষ্রা
২ ব্যাবিলনের রাজা নবূখদ্নিৎসর যাদের বন্দি করে ব্যাবিলনে নিয়ে গিয়েছিলেন, তাদের মধ্য থেকে এই লোকেরা মুক্ত হয়ে জেরুসালেমে ও যিহূদায় তাদের নগরে ফিরে এসেছিল। সমস্ত প্রদেশ থেকে এই লোকেরা ২ সরুব্বাবিল, যেশূয়, নহিমিয়, সরায়, রিয়েলায়, মর্দখয়, বিল্শন, মিস্পর, বিগ্বয়, রহূম ও বানার সঙ্গে ফিরে এসেছিল।
ফিরে আসা ইজরায়েলীয়দের সংখ্যা এই: ৩ পরোশের ছেলেরা* ২,১৭২ জন; ৪ শফটিয়ের ছেলেরা ৩৭২ জন; ৫ আরহের ছেলেরা ৭৭৫ জন; ৬ পহৎ-মোয়াবের পরিবারের যেশূয় ও যোয়াবের ছেলেরা ২,৮১২ জন; ৭ এলমের ছেলেরা ১,২৫৪ জন; ৮ সত্তূর ছেলেরা ৯৪৫ জন; ৯ সক্কয়ের ছেলেরা ৭৬০ জন; ১০ বানির* ছেলেরা ৬৪২ জন; ১১ বেবয়ের ছেলেরা ৬২৩ জন; ১২ অস্গদের ছেলেরা ১,২২২ জন; ১৩ অদোনীকামের ছেলেরা ৬৬৬ জন; ১৪ বিগ্বয়ের ছেলেরা ২,০৫৬ জন; ১৫ আদীনের ছেলেরা ৪৫৪ জন; ১৬ হিষ্কিয়ের পরিবারের আটেরের ছেলেরা ৯৮ জন; ১৭ বেৎসয়ের ছেলেরা ৩২৩ জন; ১৮ যোরাহের* ছেলেরা ১১২ জন; ১৯ হশুমের ছেলেরা ২২৩ জন; ২০ গিব্বরের* ছেলেরা ৯৫ জন; ২১ বেথলেহেমের ছেলেরা ১২৩ জন; ২২ নটোফার লোকেরা ৫৬ জন; ২৩ অনাথোতের লোকেরা ১২৮ জন; ২৪ অস্মাবতের ছেলেরা ৪২ জন; ২৫ কিরিয়ৎ-যিয়ারীম, কফীরা ও বেরোতের ছেলেরা ৭৪৩ জন; ২৬ রামা ও গেবার ছেলেরা ৬২১ জন; ২৭ মিক্মসের লোকেরা ১২২ জন; ২৮ বৈথেল ও অয়ের লোকেরা ২২৩ জন; ২৯ নবোর ছেলেরা ৫২ জন; ৩০ মগ্বীশের ছেলেরা ১৫৬ জন; ৩১ এলম নামে অন্য একজন ব্যক্তির ছেলেরা ১,২৫৪ জন; ৩২ হারীমের ছেলেরা ৩২০ জন; ৩৩ লোদ, হাদীদ ও ওনোর ছেলেরা ৭২৫ জন; ৩৪ যিরীহোর ছেলেরা ৩৪৫ জন; ৩৫ এবং সনায়ার ছেলেরা ৩,৬৩০ জন।
৩৬ ফিরে আসা যাজকদের সংখ্যা এই: যেশূয়ের পরিবারের যিদয়িয়ের ছেলেরা ৯৭৩ জন; ৩৭ ইম্মেরের ছেলেরা ১,০৫২ জন; ৩৮ পশ্হূরের ছেলেরা ১,২৪৭ জন; ৩৯ এবং হারীমের ছেলেরা ১,০১৭ জন।
৪০ ফিরে আসা লেবীয়দের সংখ্যা এই: হোদবিয়ের ছেলেদের মধ্য থেকে যেশূয় ও কদ্মীয়েলের ছেলেরা ৭৪ জন। ৪১ গায়কদের মধ্যে আসফের ছেলেরা ১২৮ জন। ৪২ দারোয়ানদের মধ্যে শল্লুমের ছেলেরা, আটেরের ছেলেরা, টল্মোনের ছেলেরা, অক্কুবের ছেলেরা, হটীটার ছেলেরা এবং শোবয়ের ছেলেরা, মোট ১৩৯ জন।
৪৩ মন্দিরের দাসদের* মধ্য থেকে এই ব্যক্তিরা ফিরে এসেছিল: সীহের ছেলেরা, হসূফার ছেলেরা, টব্বায়োতের ছেলেরা, ৪৪ কেরোসের ছেলেরা, সীয়ের ছেলেরা, পাদোনের ছেলেরা, ৪৫ লবানার ছেলেরা, হগাবের ছেলেরা, অক্কুবের ছেলেরা, ৪৬ হাগবের ছেলেরা, শল্ময়ের ছেলেরা, হাননের ছেলেরা, ৪৭ গিদ্দেলের ছেলেরা, গহরের ছেলেরা, রায়ার ছেলেরা, ৪৮ রৎসীনের ছেলেরা, নকোদের ছেলেরা, গসমের ছেলেরা, ৪৯ উষের ছেলেরা, পাসেহের ছেলেরা, বেষয়ের ছেলেরা, ৫০ অস্নার ছেলেরা, মিয়ূনীমের ছেলেরা, নফূষীমের ছেলেরা, ৫১ বক্বূকের ছেলেরা, হকূফার ছেলেরা, হর্হূরের ছেলেরা, ৫২ বসলূতের ছেলেরা, মহীদার ছেলেরা, হর্শার ছেলেরা, ৫৩ বর্কোসের ছেলেরা, সীষরার ছেলেরা, তেমহের ছেলেরা, ৫৪ নৎসীহের ছেলেরা এবং হটীফার ছেলেরা।
৫৫ শলোমনের দাসদের এই ছেলেরা ফিরে এসেছিল: সোটয়ের ছেলেরা, সোফেরতের ছেলেরা, পরূদার ছেলেরা, ৫৬ যালার ছেলেরা, দর্কোনের ছেলেরা, গিদ্দেলের ছেলেরা, ৫৭ শফটিয়ের ছেলেরা, হটীলের ছেলেরা, পোখেরৎ-হৎসবায়ীমের ছেলেরা এবং আমীর ছেলেরা।
৫৮ মন্দিরের দাসদের* এবং শলোমনের দাসদের ছেলেদের মোট সংখ্যা ৩৯২।
৫৯ তেল্-মেলহ, তেল্হর্শা, করূব, অদ্দন ও ইম্মের থেকে ফিরে আসা কোনো কোনো ব্যক্তি এটা প্রমাণ করতে পারল না যে, তারা ইজরায়েলীয় এবং তাদের বাবার বংশ ইজরায়েল থেকে এসেছে। তারা হল: ৬০ দলায়ের ছেলেরা, টোবিয়ের ছেলেরা এবং নকোদের ছেলেরা, ৬৫২ জন। ৬১ আর যাজকদের ছেলেদের মধ্য থেকে হবায়ের ছেলেরা, হক্কোষের ছেলেরা এবং বর্সিল্লয়ের ছেলেরা। এ সেই বর্সিল্লয়, যে গিলিয়দীয় বর্সিল্লয়ের একটি মেয়েকে বিয়ে করেছিল এবং তার শ্বশুরের নাম গ্রহণ করেছিল। ৬২ এই লোকেরা তাদের বংশ পরিচয় প্রমাণ করার জন্য বিভিন্ন নথিতে তাদের পরিবারের নাম খুঁজল কিন্তু কিছু পেল না। তাই, তারা যাজকপদের জন্য অযোগ্য বলে বিবেচিত হল।* ৬৩ রাজ্যপাল* তাদের বললেন, যতদিন না এমন একজন যাজক নিযুক্ত হন, যিনি ঊরীম ও তুম্মীমের সাহায্যে এই বিষয়টার খোঁজ করতে পারবেন, ততদিন তারা সবচেয়ে পবিত্র বিষয়গুলো খেতে পারবে না।
৬৪ বন্দিত্ব থেকে ফিরে আসা পুরো মণ্ডলীর লোকদের মোট সংখ্যা ৪২,৩৬০। ৬৫ এর পাশাপাশি, তাদের সঙ্গে ফিরে আসা দাস-দাসীদের সংখ্যা ৭,৩৩৭ আর তাদের সঙ্গে ২০০ জন গায়ক-গায়িকাও ছিল। ৬৬ শুধু তা-ই নয়, তাদের কাছে ৭৩৬টা ঘোড়া, ২৪৫টা খচ্চর, ৬৭ ৪৩৫টা উট এবং ৬,৭২০টা গাধা ছিল।
৬৮ এই সমস্ত লোক জেরুসালেমে যিহোবার গৃহের জায়গায় গিয়ে পৌঁছোল। তাদের মধ্যে কোনো কোনো ব্যক্তি, যারা তাদের বাবার বংশের প্রধান ব্যক্তি ছিল, সত্য ঈশ্বরের গৃহের জন্য নিজের ইচ্ছায় উপহার দিল, যাতে গৃহটা সেই জায়গাতেই পুনর্নির্মাণ করা যেতে পারে। ৬৯ তারা তাদের সামর্থ্য অনুযায়ী সেই কাজের কোষাগারে ৬১,০০০ ড্রাকমা* সোনা, ৫,০০০ মিনা* রুপো এবং যাজকদের জন্য ১০০টা পোশাক দিল। ৭০ যাজকেরা, লেবীয়েরা, গায়কেরা, দারোয়ানেরা, মন্দিরের দাসেরা* এবং বাকি লোকেরা নিজের নিজের নগরে বাস করতে শুরু করল। এভাবে সমস্ত ইজরায়েলীয় নিজের নিজের নগরে বাস করতে লাগল।