-
‘প্রজ্ঞা নম্রদিগের সহচরী’২০০০ প্রহরীদুর্গ | আগস্ট ১
-
-
১২. গিদিয়নকে ঈশ্বর যে কাজ দিয়েছিলেন তা কী করে তিনি বুদ্ধি খাটিয়ে করেছিলেন?
১২ গিদিয়নকে যুদ্ধে পাঠানোর আগে যিহোবা তাকে পরীক্ষা করেছিলেন। কীভাবে? যিহোবা গিদিয়নকে তার বাবার বাল দেবের যজ্ঞবেদি ভেঙে ফেলতে ও আশেরা মূর্তি টুকরো টুকরো করতে বলেছিলেন। এই কাজ করার জন্য অনেক সাহসের দরকার ছিল কিন্তু গিদিয়ন নম্র হয়ে বুদ্ধি খাটিয়ে এই কাজটা করেছিলেন। দিনের বেলায় না করে রাতের অন্ধকারে তিনি কাজটা করেছিলেন, যাতে অযথা সমস্যায় পড়তে না হয়। শুধু তাই নয়, গিদিয়ন অনেক সাবধান হয়ে এই কাজটা করেছিলেন। তিনি তার সঙ্গে দশজন দাসকে নিয়েছিলেন। সম্ভবত কয়েকজনকে তিনি পাহারা দেওয়ার জন্য রেখেছিলেন এবং কয়েকজন তাকে যজ্ঞবেদি ও আশেরা মূর্তি ভেঙে ফেলতে সাহায্য করেছিল।b যাই হোক না কেন, যিহোবার আশীর্বাদে গিদিয়ন তার কাজ ঠিক মতো করেছিলেন এবং যিহোবা তাকে দিয়ে মিদিয়নীয়দের হাত থেকে ইস্রায়েলীয়দের উদ্ধার করেছিলেন।—বিচারকর্ত্তৃগণের বিবরণ ৬:২৫-২৭.
-
-
‘প্রজ্ঞা নম্রদিগের সহচরী’২০০০ প্রহরীদুর্গ | আগস্ট ১
-
-
b গিদিয়ন সাবধান হয়ে বুদ্ধি খাটিয়ে কাজটা করেছিলেন বলে তাকে কাপুরুষ বলা উচিত হবে না। কারণ ইব্রীয় ১১:৩২-৩৮ পদে যে বীরদের কথা বলা আছে, যারা ‘বলপ্রাপ্ত হয়েছিলেন’ ও ‘যুদ্ধে বিক্রান্ত হয়েছিলেন’ তাদের মধ্যে গিদিয়নের নামও আছে আর এর থেকে প্রমাণ পাওয়া যায় যে তিনি সাহসী ছিলেন।
-