“তুমি একজন চমৎকার মহিলা”
একজন মোয়াবীয় যুবতীর প্রতি এই প্রশংসাবাক্য বলা হয়েছিল। তার নাম ছিল রূৎ এবং তিনি বিধবা ও সেইসঙ্গে একজন ইস্রায়েলীয় স্ত্রীলোক নয়মীর পুত্রবধূ ছিলেন। রূৎ প্রায় ৩,০০০ বছর আগে, বিচারকর্ত্তৃগণের সময়ে বাস করতেন এবং তিনি তার চমৎকার কাজের জন্য সুনাম অর্জন করেছিলেন। (রূতের বিবরণ ৩:১১, NW) কীভাবে তিনি এই সুনাম অর্জন করতে পেরেছিলেন? তার উদাহরণ থেকে কারা উপকার পেতে পারে?
রূৎ “আলস্যের খাদ্য” খেতেন না বলে মাঠে ফসল কুড়ানি হিসেব দীর্ঘ সময় ধরে কঠোর পরিশ্রম করতেন আর তিনি এতটাই পরিশ্রম করতেন যে, এর জন্য সুনাম অর্জন করেছিলেন। এমনকি তার কাজের ভার কমানোর জন্য যখন তাকে প্রস্তাব দেওয়া হয়েছিল, তখনও তিনি পরিশ্রম করে চলেছিলেন এবং তা তিনি কেবল কর্তব্যের খাতিরেই করেননি। উল্লেখযোগ্য যে, তিনি বাইবেলে দেওয়া বর্ণনা অনুযায়ী একজন প্রশংসাযোগ্যা, দক্ষ এবং পরিশ্রমী স্ত্রী ছিলেন।—হিতোপদেশ ৩১:১০-৩১; রূতের বিবরণ ২:৭, ১৫-১৭.
রূতের আধ্যাত্মিক গুণগুলোই অর্থাৎ তার নম্রতা, আত্মত্যাগের মনোভাব এবং অনুগত প্রেম ছিল প্রধান বিষয়, যে-কারণে তিনি সবার সুনাম পেয়েছিলেন। তার বাবামা এবং নিজের দেশ ছেড়ে চলে এসে ও সেইসঙ্গে বিয়ে যে-নিরাপত্তা নিয়ে আসতে পারে, সেটার ক্ষীণ আশা নিয়ে তিনি নয়মীর সঙ্গে থেকে যান। একইসঙ্গে রূৎ তার শাশুড়ির ঈশ্বর, যিহোবাকে সেবা করার ইচ্ছা প্রকাশ করেন। তার যোগ্যতা সম্বন্ধে তুলে ধরতে গিয়ে বাইবেলের বিবরণ বলে যে, তিনি “[নয়মীর] সাত পুত্ত্র হইতেও উত্তমা” ছিলেন।—রূতের বিবরণ ১:১৬, ১৭; ২:১১, ১২; ৪:১৫.
যদিও রূতের চমৎকার কাজের জন্য তিনি মানুষের কাছে প্রশংসা পেয়েছিলেন কিন্তু যে-বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল, তা হল তার গুণাবলির জন্য ঈশ্বরের কাছ থেকে অনুগ্রহ পাওয়া এবং যীশু খ্রীষ্টের পূর্বপুরুষ হওয়ার সুযোগের জন্য তাঁর কাছ থেকে পুরস্কার পাওয়া। (মথি ১:৫; ১ পিতর ৩:৪) রূতের উদাহরণ শুধু খ্রীষ্টীয় স্ত্রীলোকদের জন্যই নয় কিন্তু যারা নিজেদের যিহোবার উপাসক বলে দাবি করেন, তাদের সবার জন্য কত উত্তম উদাহরণ!