-
তিনি বিচক্ষণতার সঙ্গে পদক্ষেপ নিয়েছিলেন২০১০ প্রহরীদুর্গ | জানুয়ারি ১
-
-
সেই পরিশ্রমী সৈন্যরা এই মেষপালকদের সঙ্গে কেমন ব্যবহার করেছিল? তারা চাইলে যখন-তখন মেষ চুরি করতে পারত কিন্তু তারা এইরকম কিছুই করেনি। এর পরিবর্তে, তারা নাবলের মেষপাল ও দাসদের রক্ষা করেছিল। (১ শমূয়েল ২৫:১৫, ১৬) মেষ ও মেষপালকরা অনেক বিপদের সম্মুখীন হয়েছিল। সেই সময়ে অনেক শিকারি ছিল। আর ইস্রায়েলের দক্ষিণ সীমান্ত কাছেই ছিল বলে বাইরের চোরডাকাতরা প্রায়ই আক্রমণ করত।b
-
-
তিনি বিচক্ষণতার সঙ্গে পদক্ষেপ নিয়েছিলেন২০১০ প্রহরীদুর্গ | জানুয়ারি ১
-
-
b দায়ূদ সম্ভবত মনে করেছিলেন যে, স্থানীয় জমিদার ও তাদের মেষপাল রক্ষা করা ছিল যিহোবা ঈশ্বরের প্রতি করা এক সেবা। সেই সময়ে, যিহোবার উদ্দেশ্য ছিল যে, অব্রাহাম, ইস্হাক ও যাকোবের বংশধররা সেই দেশে বাস করবে। তাই, সেই দেশকে বাইরের আক্রমণকারী ও ডাকাতদের হাত থেকে রক্ষা করা ছিল এক ধরনের পবিত্র সেবা।
-