-
তিনি বিচক্ষণতার সঙ্গে পদক্ষেপ নিয়েছিলেন২০১০ প্রহরীদুর্গ | জানুয়ারি ১
-
-
এক অর্থে, ইতিমধ্যেই আমরা অবীগলকে এই গুরুতর ভুলকে সংশোধন করার উদ্দেশ্যে প্রথমে পদক্ষেপ নিতে দেখেছি। তার স্বামী নাবলের বিপরীতে, তিনি শুনতে ইচ্ছুক ছিলেন। সেই যুবক দাস, নাবল সম্বন্ধে বলেছিল: “তিনি এমন পাষণ্ড যে, তাঁহাকে কোন কথা কহিতে পারা যায় না।”c (১ শমূয়েল ২৫:১৭) দুঃখের বিষয় যে, নাবল নিজেকে এত বেশি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ভাবতেন যে, তিনি কারো কথা শুনতে ইচ্ছুক ছিলেন না। এই ধরনের ঔদ্ধত্য আমাদের দিনেও প্রায়ই দেখা যায়। কিন্তু সেই যুবক জানত যে, অবীগল ছিলেন ভিন্ন স্বভাবের আর কোনো সন্দেহ নেই যে, এই কারণেই সমস্যাটা নিয়ে সে অবীগলের কাছেই এসেছিল।
-
-
তিনি বিচক্ষণতার সঙ্গে পদক্ষেপ নিয়েছিলেন২০১০ প্রহরীদুর্গ | জানুয়ারি ১
-
-
c যুবক ব্যক্তি যে-অভিব্যক্তিটি ব্যবহার করেছিল, সেটির আক্ষরিক অর্থ হল, “বলিয়ালের (অপদার্থ) সন্তান।” নাবল সম্বন্ধে বর্ণনা করতে গিয়ে বাইবেলের অন্যান্য অনুবাদ তাকে এমন একজন ব্যক্তি হিসেবে তুলে ধরে যে, “তিনি কারও কথা শোনেন না” আর তাই এইরকম বলা যায়, “তার মন পরিবর্তন করানো অসম্ভব।”
-