-
অহংকারের পরিণতি অপমান২০০০ প্রহরীদুর্গ | আগস্ট ১
-
-
১৬. শৌল কীভাবে অধৈর্য দেখিয়েছিলেন?
১৬ কিন্তু পরে শৌল অহংকারী হয়ে উঠেছিলেন। পলেষ্টীয়দের সঙ্গে যুদ্ধের সময়ে শৌল গিল্গলে গিয়েছিলেন এবং আশা করা হয়েছিল যে ঈশ্বরের কাছে হোমবলি উৎসর্গ করার জন্য শমূয়েলের আসা পর্যন্ত তিনি অপেক্ষা করবেন। কিন্তু শমূয়েল ঠিক সময়ে আসতে পারেননি বলে অহংকারী শৌল নিজেই হোমবলি উৎসর্গ করেছিলেন। হোমবলি উৎসর্গ শেষ হওয়া মাত্র শমূয়েল সেখানে আসেন এবং তাকে বলেন: “তুমি কি করিলে?” শৌল উত্তর দিয়েছিলেন: “আমি দেখিলাম, লোকেরা আমার নিকট হইতে ছিন্নভিন্ন হইতেছে, এবং নিরূপিত দিনের মধ্যে আপনিও আইসেন নাই, . . . এই জন্য ইচ্ছা না থাকিলেও আমি হোমবলি উৎসর্গ করিলাম।”—১ শমূয়েল ১৩:৮-১২.
১৭. (ক) প্রথমে হয়তো শৌলের কাজকে কেন ঠিক বলে মনে হতে পারে? (খ) শৌলের অধৈর্য দেখে কেন যিহোবা শৌলকে তিরস্কার করেছিলেন?
১৭ প্রথমে হয়তো মনে হবে যে শৌল ঠিক কাজই করেছিলেন। কারণ সেই সময় ঈশ্বরের লোকেদের অবস্থা খুবই খারাপ ছিল এবং তারা “বিপদ্গ্রস্ত,” “উপদ্রুত” ও ভয়ের মধ্যে ছিল। (১ শমূয়েল ১৩:৬, ৭) এটা ঠিক যে জরুরি অবস্থায় নিজে থেকে কিছু করা ভুল নয়।d কিন্তু তবুও মনে রাখবেন যে যিহোবা মানুষের হৃদয় পড়তে জানেন এবং আমাদের মনের সমস্ত কথাই তিনি বোঝেন। (১ শমূয়েল ১৬:৭) যিহোবা নিশ্চয়ই শৌলের মধ্যে এমন কিছু দেখেছিলেন, যা বাইবেলে সরাসরি বলা নেই। যেমন, যিহোবা হয়তো দেখেছিলেন যে শৌল অহংকারের জন্যই অধৈর্য হয়ে পড়েছিলেন। শৌল হয়তো বিরক্ত হয়ে মনে মনে বলেছিলেন যে সমস্ত ইস্রায়েলের রাজা হয়ে আমি কেন বুড়ো ভাববাদীর জন্য অপেক্ষা করব যে কিনা ইচ্ছে করে দেরি করছে! তার মনে যাই থাকুক না কেন, শমূয়েলের দেরি দেখে তিনি ভেবেছিলেন যে এখন শমূয়েলের কথা তার না শুনলেও চলবে এবং তিনি নিজেই ব্যাপারটা সামলাতে পারেন। কিন্তু এর পরিণতি কী হয়েছিল? শমূয়েল শৌলের এই কাজের প্রশংসা করেননি। বরং তাকে এই বলে তিরস্কার করেছিলেন: “তোমার রাজত্ব স্থির থাকিবে না . . . কেননা সদাপ্রভু তোমাকে যাহা আজ্ঞা করিয়াছিলেন, তুমি তাহা পালন কর নাই।” (১ শমূয়েল ১৩:১৩, ১৪) আবারও অহংকারের পরিণতি হয়েছিল অপমান।
-
-
অহংকারের পরিণতি অপমান২০০০ প্রহরীদুর্গ | আগস্ট ১
-
-
d যেমন, পীনহস মহামারী থেকে হাজার হাজার ইস্রায়েলীয়দের প্রাণ বাঁচানোর জন্য ঝটপট কাজ করেছিলেন এবং দায়ূদ তার অভুক্ত সাথিদেরকে ‘ঈশ্বরের গৃহের’ দর্শন-রুটি খেতে বলেছিলেন। এই দুটো কাজের একটাকেও ঈশ্বর অহংকার বলেননি।—মথি ১২:২-৪; গণনাপুস্তক ২৫:৭-৯; ১ শমূয়েল ২১:১-৬.
-