যিহোবার সংগঠন আপনার পরিচর্যাকে সমর্থন করে
“আমি আর এক দূতকে দেখিলাম, তিনি আকাশের মধ্যপথে উড়িতেছেন, তাঁহার কাছে অনন্তকালীন সুসমাচার আছে, যেন তিনি . . . সুসমাচার জানান।”—প্রকাশিত বাক্য ১৪:৬.
১. কিভাবে যিহোবার সাক্ষীরা পরীক্ষিত হয়েছেন এবং কেন তারা রক্ষা পেয়েছেন?
খ্রীষ্টীয় পরিচর্যাকে সমর্থন করার ক্ষেত্রে যিহোবার স্বর্গীয় সংগঠনের ভূমিকা উপলব্ধি করা কেন এত গুরুত্বপূর্ণ? যিহোবার স্বর্গীয় বাহিনীর সমর্থন ছাড়া যিহোবার সাক্ষীরা কি এক শত্রুভাবাপন্ন জগতের সর্বত্র ঈশ্বরের রাজ্যের সুসমাচার প্রচার সম্পাদন করতে পারতেন? সাক্ষীরা চরম জাতীয়তাবাদ, একনায়কতন্ত্র রাজনৈতিক ব্যবস্থা, বিশ্বযুদ্ধ এবং বিভিন্ন দুর্দশার মধ্য দিয়ে এক শতাব্দী ধরে এই প্রচার কাজ করেছেন। যিহোবার সাহায্য ছাড়া কি সাক্ষীরা কুসংস্কারের আন্তর্জাতিক প্রতিবন্ধকতা, পক্ষপাতিত্ব এবং প্রায়ই হিংসাত্মক তাড়না যা তাদের বিরুদ্ধে করা হয় তা থেকে রক্ষা পেতে পারতেন?—গীতসংহিতা ৩৪:৭.
জগদ্ব্যাপী বিরোধিতা সত্ত্বেও সংরক্ষিত থাকা
২. প্রথম শতাব্দী ও আজকের সত্য খ্রীষ্টানদের মধ্যে কোন্ সাদৃশ্য রয়েছে?
২ এই বিংশ শতাব্দীতে ধর্মীয় ও রাজনৈতিক উভয় শত্রুই যিহোবার কাজ প্রতিরোধ অথবা বন্ধ করার চেষ্টায় আইনগত ও অন্যান্যভাবে প্রতিটি সম্ভাব্য বাধা সৃষ্টি করেছে। খ্রীষ্টীয় ভাই ও বোনেরা তাড়িত, ভুলভাবে পরিচিত, মানহানিকর বিবৃতির এবং মিথ্যা অপবাদের স্বীকার হয়েছেন—অনেকে হত হয়েছেন—প্রায়ই মহতী বাবিলের পাদ্রিবর্গের প্ররোচনার কারণে। বলা যেতে পারে যে, এটি প্রাথমিক খ্রীষ্টানদের পরিস্থিতির মত ছিল, “এই দলের বিষয়ে আমরা জানি যে, সর্ব্বত্র লোকে ইহার বিরুদ্ধে কথা বলিয়া থাকে।” খ্রীষ্টের সময়ের যিহূদী পাদ্রিরা তাঁর পরিচর্যা বন্ধ করার জন্য সর্বাত্মকভাবে চেষ্টা করেছিলেন, তেমনি পাদ্রিশ্রেণী ও ধর্মভ্রষ্টেরা তাদের রাজনৈতিক অবৈধ প্রণয়ীর সঙ্গে যুক্ত হয়ে যিহোবার লোকেদের মহান শিক্ষামূলক সাক্ষ্য কাজ রোধ করার চেষ্টা করেছেন।—প্রেরিত ২৮:২২; মথি ২৬:৫৯, ৬৫-৬৭.
৩. হ্যানরিকা জুরের আনুগত্য থেকে আমরা কী শিখতে পারি?
৩ উদাহরণস্বরূপ ১৯৪৬ সালের ১লা মার্চ পোল্যান্ডে যা ঘটেছিল সেই বিষয়ে বিবেচনা করুন। কেল্মের একজন ১৫ বছর বয়সী সাক্ষী মেয়ে হ্যানরিকা জুর অন্য একজন সাক্ষী ভায়ের সাথে নিকটবর্তী গ্রামে আগ্রহী ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য গিয়েছিল। নারাডো সিউইয়ি ব্রইন (জাতীয় সশস্ত্র বাহিনী) নামক ক্যাথলিক সামরিক বাহিনীর সদস্যেরা তাদের বন্দী করেছিলেন। ভাইকে প্রচণ্ড মারা হয়েছিল কিন্তু তিনি প্রাণে বেঁচে গিয়েছিলেন। হ্যানরিকার সাথে তা হয়নি। অনেক ঘন্টা ধরে তার উপর নির্মম অত্যাচার করা হয় যখন তারা তাকে ক্যাথলিক ক্রুশের চিহ্ন করাতে বাধ্য করার চেষ্টা করেছিলেন। তার তাড়নাকারীদের একজন বলেছিলেন: “তুমি যা কিছু বিশ্বাস করতে চাও কর কিন্তু শুধু একবার ক্যাথলিকদের ক্রুশের চিহ্ন করে দেখাও। তা না হলে তোমার জন্য একটি বুলেট অপেক্ষা করছে!” তার আনুগত্য কি দুর্বল হয়ে পড়েছিল? না। সেই ধর্মীয় কাপুরুষেরা তাকে একটি নিকটবর্তী জঙ্গলে নিয়ে গিয়ে গুলি করে হত্যা করেছিলেন। তবুও, সে বিজয়ী ছিল! তারা তার আনুগত্য ভঙ্গ করতে ব্যর্থ হয়েছিলেন।a—রোমীয় ৮:৩৫-৩৯.
৪. রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনগুলি কিভাবে রাজ্য প্রচার কাজকে দমন করার চেষ্টা করেছে?
৪ একশো বছরেরও বেশি সময় ধরে যিহোবার আধুনিক দিনের দাসেদের সঙ্গে নির্মম এবং অসম্মানজনক আচরণ করা হচ্ছে। যেহেতু যিহোবার সাক্ষীরা শয়তানের মুখ্য ধর্মগুলির অংশ নন এবং হতেও চান না, তাই তাদের যে কোন পক্ষপাতপূর্ণ সমালোচক অথবা গোঁড়া বিরোধীদের উপযুক্ত শিকার হিসাবে দেখা হয়। রাজনৈতিক সংগঠনগুলির দ্বারা তারা ভয়ংকরভাবে আক্রান্ত হয়েছেন। অনেক সাক্ষীরা তাদের বিশ্বাসের জন্য শহীদ হয়েছেন। এমনকি তথাকথিত গণতন্ত্রও সুসমাচার প্রচারকে ব্যাহত করার চেষ্টা করেছে। ১৯১৭ সালে কানাডা ও যুক্তরাষ্ট্রে পাদ্রিশ্রেণী বাইবেল ছাত্রদের—সাক্ষীরা তখন যে নামে পরিচিত ছিলেন, বিরুদ্ধে গোপনে সরকার উচ্ছেদের অভিযোগ এনেছিলেন। ওয়াচ টাওয়ার সোসাইটির আধিকারিকদের অন্যায়ভাবে কারারুদ্ধ করা হয়েছিল আর অনেক সময় কেটে যাওয়ার পরে তারা অভিযোগগুলি থেকে মুক্তি পেয়েছিলেন।—প্রকাশিত বাক্য ১১:৭-৯; ১২:১৭.
৫. যিহোবার দাসেদের উৎসাহিত করার জন্য কোন্ বাক্যগুলি কাজ করেছে?
৫ খ্রীষ্টের ভাই এবং তাদের নিষ্ঠাবান সঙ্গীদের সাক্ষ্যদানের কাজ বন্ধ করার চেষ্টায় শয়তান তার ক্ষমতার প্রতিটি মাধ্যম ব্যবহার করেছে। তবুও, বহু অভিজ্ঞতা যেমন দেখায় যে হুমকি, ভীতি, শারীরিক নির্যাতন, কারাগার, কনসেনট্রেশন শিবির বা এমনি মৃত্যুও যিহোবার সাক্ষীদের নীরব করতে পারেনি। আর ইতিহাসব্যাপী এটিই ঘটে আসছে। বার বার ইলীশায়ের বাক্যগুলি এক উৎসাহ হিসাবে কাজ করেছে: “ভয় করিও না, উহাদের সঙ্গীদের অপেক্ষা আমাদের সঙ্গী অধিক।” একটি কারণ হল যে বিশ্বস্ত দূতেদের সংখ্যা দিয়াবলের বাহিনীর চেয়ে অধিক!—২ রাজাবলি ৬:১৬; প্রেরিত ৫:২৭-৩২, ৪১, ৪২.
যিহোবা উদ্যমী প্রচারকে আশীর্বাদ করেন
৬, ৭. (ক) সুসমাচার প্রচার করার জন্য কোন্ প্রাথমিক প্রচেষ্টাগুলি করা হয়েছিল? (খ) ১৯৪৩ সালের শুরুতে কোন্ উপকারজনক পরিবর্তন সাধিত হয়েছিল?
৬ বিংশ শতাব্দীতে, যিহোবার সাক্ষীরা শেষ আসার আগে মহান সাক্ষ্যদানের কাজ সম্প্রসারণ ও বৃদ্ধি করার জন্য উন্নত প্রযুক্তি ব্যবহার করেছেন। ১৯১৪ সালে, ওয়াচ টাওয়ার বাইবেল অ্যান্ড ট্র্যাক্ট সোসাইটির প্রথম সভাপতি পাস্টর রাসেল স্লাইড ও চলমান চিত্রগুলির সঙ্গে ধ্বনিগ্রাহী যন্ত্রের রেকর্ডের বাইবেল ভিত্তিক ধারাবিবরণী যুক্ত করে সেগুলির প্রাথমিক ব্যবহারকে উন্নীত করেছিলেন ও “দ্যা ফটো-ড্রামা অফ ক্রিয়েশন” নামে আট ঘন্টার একটি বাইবেল-ভিত্তিক চলচ্চিত্র তৈরি করেছিলেন। সেই সময়ে বহু দেশের দর্শকদের এটি বিস্মিত করেছিল। পরে, ১৯৩০ থেকে ১৯৪০ এর দশকে সাক্ষীরা সহজে বহনীয় ধ্বনিগ্রাহী যন্ত্র নিয়ে এবং সোসাইটির দ্বিতীয় সভাপতি জে. এফ. রাডারফোর্ডের প্রদত্ত বাইবেলসংক্রান্ত বক্তৃতাগুলির রেকর্ডিং ব্যবহার করে ঘরে ঘরে প্রচারের জন্য পরিচিত হয়েছিলেন।
৭ ১৯৪৩ সালে সোসাইটির তৃতীয় সভাপতি নেথেন এইচ. নরের পরিচালনাধীনে একটি নির্ভীক পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল যখন প্রতিটি মণ্ডলীতে পরিচর্যাকারীদের জন্য এক বিদ্যালয় স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ধ্বনিগ্রাহী যন্ত্রগুলি ব্যবহার না করে ঘরে ঘরে প্রচার ও শিক্ষা দেওয়ার জন্য সাক্ষীরা প্রশিক্ষিত হয়েছিলেন। তখন থেকে, মিশনারি, পূর্ণ সময়ের অগ্রগামী পরিচর্যাকারী, মণ্ডলীর প্রাচীন এবং ওয়াচ টাওয়ার সোসাইটির শাখাগুলির দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষদের প্রশিক্ষণের জন্য অন্যান্য বিদ্যালয়গুলি সংগঠিত হয়েছে। ফল কী হয়েছে?
৮. ১৯৪৩ সালে সাক্ষীরা কিভাবে মহৎ বিশ্বাস দেখিয়েছিলেন?
৮ ১৯৪৩ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যে ৫৪টি দেশে কেবল ১,২৯,০০০ জন সাক্ষী সক্রিয় ছিলেন। তবুও, তাদের এই বিষয়ে বিশ্বাস ও দৃঢ়সংকল্প ছিল যে মথি ২৪:১৪ পদ শেষ আসার আগে পরিপূর্ণ হবে। তারা দৃঢ়প্রত্যয়ী হয়েছিলেন যে এই কলুষিত বিধিব্যবস্থার শেষ নিয়ে আসবে এমন ধারাবাহিক ঘটনাগুলি ঘটার পূর্বে প্রথমে যিহোবা গুরুত্বপূর্ণ সতর্ক বার্তা ঘোষণা করাবেন। (মথি ২৪:২১; প্রকাশিত বাক্য ১৬:১৬; ১৯:১১-১৬, ১৯-২১; ২০:১-৩) তাদের প্রচেষ্টাগুলি কি পুরস্কৃত হয়েছে?
৯. কোন্ ঘটনাগুলি দেখায় যে সাক্ষ্যদান কাজ সমৃদ্ধিলাভ করেছে?
৯ এখন কমপক্ষে ১৩টি দেশ রয়েছে যার প্রত্যেকটিতে ১,০০,০০০ জনেরও বেশি সক্রিয় সাক্ষী আছেন। এই দেশগুলির বেশ কয়েকটিতে ক্যাথলিক গির্জার আধিপত্য রয়েছে। তবুও, পরিস্থিতির প্রতি লক্ষ্য করুন। ব্রাজিলে সুসমাচারের প্রায় ৪,৫০,০০০ জন প্রকাশক আছেন এবং ১৯৯৭ সালে খ্রীষ্টের মৃত্যুর স্মরণার্থক সভায় ১২,০০,০০০ জনেরও বেশি উপস্থিত ছিলেন। প্রায় ৫,০০,০০০ জন সাক্ষী এবং স্মরণার্থক উদ্যাপনে ১৬,০০,০০০ জনেরও বেশি উপস্থিতি সহ মেক্সিকো হল আরেকটি উদাহরণ। অন্য ক্যাথলিক দেশগুলি হল ইতালি (প্রায় ২,২৫,০০০ জন সাক্ষী), ফ্রান্স (প্রায় ১,২৫,০০০), স্পেন (প্রায় ১,০৫,০০০) ও আর্জেন্টিনা (১,১৫,০০০ জনেরও বেশি)। যুক্তরাষ্ট্র যেখানে প্রটেস্ট্যান্ট, ক্যাথলিক ও যিহূদী ধর্মের আধিপত্য রয়েছে, সেখানে প্রায় ৯,৭৫,০০০ জন সাক্ষী আছেন ও ২০,০০,০০০ জনেরও বেশি স্মরণার্থক সভায় উপস্থিত ছিলেন। নিশ্চিতভাবেই, বিরাট জনতা মিথ্যা ধর্মের বিশ্ব সাম্রাজ্য মহতী বাবিল ও এর রহস্যজনক শিক্ষাগুলি থেকে স্রোতের ন্যায় বের হয়ে আসছেন এবং ‘নূতন আকাশমণ্ডল ও নূতন পৃথিবী’ সম্বন্ধীয় ঈশ্বরের সহজ এবং নিশ্চিত প্রতিজ্ঞাগুলির প্রতি মনোযোগ দিচ্ছেন।—২ পিতর ৩:১৩; যিশাইয় ২:৩, ৪; ৬৫:১৭; প্রকাশিত বাক্য ১৮:৪, ৫; ২১:১-৪.
লোকেদের চাহিদাগুলির সঙ্গে মানিয়ে নেওয়া
১০. কিছু এলাকায় পরিস্থিতি কিভাবে পরিবর্তিত হয়েছে?
১০ খ্রীষ্ট যীশুর মাধ্যমে যারা যিহোবার প্রতি ফিরেছেন, তাদের অনেককে ঘরে ঘরে প্রচার কাজের মাধ্যমে পাওয়া গিয়েছিল। (যোহন ৩:১৬; প্রেরিত ২০:২০) কিন্তু অন্য পদ্ধতিগুলিও ব্যবহৃত হয়েছে। সময়ের পরিবর্তন হয়েছে এবং অর্থনৈতিক পরিস্থিতি এমন অবস্থায় পৌঁছেছে যে অনেক মহিলা এখন ঘরের বাইরে কাজ করেন। প্রায়ই সপ্তাহের দিনগুলিতে অল্পসংখ্যক লোকেদের ঘরে পাওয়া যেতে পারে। তাই, যিহোবার সাক্ষীরা পরিস্থিতির সঙ্গে নিজেদের মানিয়ে নিয়েছেন। যীশু এবং প্রাথমিক শিষ্যদের মত তারা যেখানে এবং যখন লোকেদের পাওয়া যায় তাদের কাছে যান।—মথি ৫:১, ২; ৯:৩৫; মার্ক ৬:৩৪; ১০:১; প্রেরিত ২:১৪; ১৭:১৬, ১৭.
১১. আজকে কোথায় যিহোবার সাক্ষীরা প্রচার করছেন এবং এর ফল কী হয়েছে?
১১ সাক্ষীরা নিজে থেকে এগিয়ে যান এবং বৃহৎ গাড়ি রাখার স্থান, বিপণি কেন্দ্র, কারখানা, দপ্তর এবং ব্যবসায়িক স্থান, বিদ্যালয়, থানা, পেট্রোল পাম্প, হোটেল ও রেস্তঁরা এবং রাস্তায় লোকেদের কাছে বিচক্ষণতার সঙ্গে প্রচার করেন। বাস্তবিকপক্ষে, যেখানেই লোকেদের পাওয়া যায় তারা সেখানেই প্রচার করেন। আর লোকেরা যখন ঘরে থাকেন, তখন সাক্ষীরা সেখানে ক্রমাগত তাদের সঙ্গে সাক্ষাৎ করেন। এই উপযুক্ত এবং ব্যবহারিক উপায়ে সাক্ষাৎ বাইবেল সাহিত্যের বন্টন বৃদ্ধি করেছে। মেষতুল্য ব্যক্তিদের পাওয়া যাচ্ছে। নতুন বাইবেল অধ্যয়ন শুরু হচ্ছে। পঞ্চান্ন লক্ষেরও বেশি স্বতঃস্ফূর্ত পরিচর্যাকারীদের দ্বারা উদ্যোগের সাথে মানব ইতিহাসের সর্বমহৎ শিক্ষামূলক কাজ এখন সম্পাদিত হচ্ছে! তাদের মধ্যে একজন হওয়ার সুযোগ কি আপনার আছে?—২ করিন্থীয় ২:১৪-১৭; ৩:৫, ৬.
কী যিহোবার সাক্ষীদের প্রণোদিত করে?
১২. (ক) কিভাবে যিহোবা তাঁর লোকেদের শিক্ষা দিচ্ছেন? (খ) এই শিক্ষার কোন্ প্রভাব রয়েছে?
১২ এই সমস্ত কিছুতে স্বর্গীয় সংগঠন কী ভূমিকা পালন করে? যিশাইয় ভবিষ্যদ্বাণী করেছিলেন: “তোমার সন্তানেরা সকলে সদাপ্রভুর কাছে শিক্ষা পাইবে, আর তোমার সন্তানদের পরম শান্তি হইবে।” (যিশাইয় ৫৪:১৩) যিহোবা পৃথিবীতে তাঁর দৃশ্য সংগঠনের মাধ্যমে—কিংডম হল, সম্মেলন ও অধিবেশনগুলিতে এই জগদ্ব্যাপী ঐক্যবদ্ধ ভ্রাতৃবর্গকে শিক্ষা দিচ্ছেন। ফলস্বরূপ একতা ও শান্তি এসেছে। যিহোবার শিক্ষা অনুপম বৈশিষ্ট্যসম্পন্ন লোক উৎপন্ন করেছে আর এই ঐক্যহীন এবং বিভক্ত জগতের যেখানেই তারা বাস করুন না কেন, তাদের প্রতিবেশীদের ঘৃণা নয় বরঞ্চ পরস্পরকে এবং প্রতিবেশীদের নিজের মত ভালবাসতে শিক্ষা দিয়েছে।—মথি ২২:৩৬-৪০.
১৩. কিভাবে আমরা নিশ্চিত হতে পারি যে প্রচার কাজে দূতেদের পরিচালনা জড়িত?
১৩ উদাসীনতা অথবা তাড়না সত্ত্বেও প্রচার চালিয়ে যাওয়ার জন্য প্রেমই যিহোবার সাক্ষীদের প্রণোদিত করে। (১ করিন্থীয় ১৩:১-৮) তারা জানেন যে তাদের জীবনরক্ষাকারী কাজ স্বর্গ থেকে পরিচালিত হচ্ছে, যেমন প্রকাশিত বাক্য ১৪:৬ পদ উল্লেখ করে। বার্তাটি কী যা দূতেদের পরিচালনাধীনে ঘোষিত হচ্ছে? “ঈশ্বরকে ভয় কর ও তাঁহাকে গৌরব প্রদান কর, কেননা তাঁহার বিচার-সময় উপস্থিত; যিনি স্বর্গ, পৃথিবী, সমুদ্র ও জলের উনুই সকল উৎপন্ন করিয়াছেন, তাঁহার ভজনা কর।” রাজ্যের সুসমাচার প্রচার যিহোবার নামকে মহিমান্বিত করে। সৃষ্টিকর্তা ঈশ্বরকে গৌরবান্বিত করার জন্য লোকেরা আমন্ত্রিত হচ্ছেন, সৃষ্ট প্রাণী ও অন্ধ বিবর্তনবাদকে নয়। আর প্রচার কাজ কেন এত জরুরি? কারণ বিচারের সময় উপস্থিত হয়েছে—মহতী বাবিল ও শয়তানের দৃশ্য বিধিব্যবস্থার অন্যান্য সমস্ত বিষয়গুলির বিরুদ্ধে বিচার।—প্রকাশিত বাক্য ১৪:৭; ১৮:৮-১০.
১৪. এই মহৎ শিক্ষা অভিযানে কারা জড়িত?
১৪ কোন উৎসর্গীকৃত খ্রীষ্টানই এই প্রচার কাজের দায়িত্ব থেকে মুক্ত নন। আধ্যাত্মিক প্রাচীনেরা মণ্ডলীতে প্রচারে নেতৃত্ব নেন। প্রশিক্ষিত অগ্রগামীরা এই কাজে সম্পূর্ণরূপে ব্যস্ত। রাজ্য বার্তার উদ্যোগী প্রকাশকেরা মাসে কেবল কয়েক ঘন্টা অথবা বেশি প্রচার যাই করতে সমর্থ হোন না কেন, পৃথিবীর প্রতিটি প্রান্তে এই বার্তা ছড়িয়ে দিচ্ছেন।—মথি ২৮:১৯, ২০; ইব্রীয় ১৩:৭, ১৭.
১৫. যিহোবার সাক্ষীদের প্রচারের প্রভাব সম্বন্ধে একটি নির্দেশক কী?
১৫ এই সমস্ত প্রচেষ্টা কি জগতের উপর কোন প্রভাব বিস্তার করেছে? এগুলি যে প্রভাব বিস্তার করেছে তার একটি সাধারণ প্রমাণ হল যিহোবার সাক্ষীরা অনেকবার দূরদর্শনের কার্যক্রম এবং সংবাদপত্রের বিভাগগুলিতে উপস্থাপিত হয়েছেন। এগুলি প্রায়ই প্রত্যেকের কাছে পৌঁছানোর জন্য আমাদের অধ্যবসায় ও দৃঢ়সংকল্পের কথা তুলে ধরে। হ্যাঁ, আমাদের উদ্যোগ ও অবিরত উপস্থিতি এক গভীর প্রভাব বিস্তার করে এমনকি যদিও অধিকাংশ লোকেরা বার্তা এবং বার্তাবাহকদের প্রত্যাখ্যান করেন!
সাক্ষ্যদান সম্পূর্ণ করার জন্য আমাদের উদ্যোগ
১৬. যে সীমিত সময় বাকি রয়েছে তাতে কোন্ মনোভাব এখন প্রদর্শন করা উচিত?
১৬ এই বিধিব্যবস্থার জন্য আর কতটা সময় বাকি রয়েছে তা আমরা জানি না আর আমাদের তা জানার প্রয়োজনও নেই যতক্ষণ পর্যন্ত যিহোবার পরিচর্যায় আমাদের উদ্দেশ্য বিশুদ্ধ থাকে। (মথি ২৪:৩৬; ১ করিন্থীয় ১৩:১-৩) কিন্তু আমরা জানি যে যিহোবার প্রেম, ক্ষমতা ও ন্যায়বিচার প্রদর্শিত হওয়ার জন্য “অগ্রে” সুসমাচার প্রচারিত হওয়া আবশ্যক। (মার্ক ১৩:১০) অতএব, এই দুষ্ট, অন্যায়কারী ও দৌরাত্ম্যপূর্ণ জগতের ধ্বংসের জন্য আমরা কত বছর ধরে আকুল অপেক্ষায় আছি তা বিবেচনা না করে, আমরা অবশ্যই আমাদের পরিস্থিতি অনুসারে আমাদের উৎসর্গীকরণের সাথে সামঞ্জস্যপূর্ণভাবে উদ্যোগের সঙ্গে জীবন যাপন করব। আমরা হয়ত বয়স্ক অথবা অসুস্থ হতে পারি কিন্তু এখনও আমরা আমাদের যুবক বয়স ও সুস্বাস্থ্যের দিনগুলিতে যেমন ছিল সেই একই উদ্যোগ নিয়ে যিহোবার সেবা করতে পারি। হয়ত আমরা আগে যেভাবে করতাম এখন আর ততটা সময় পরিচর্যায় ব্যয় করতে পারি না কিন্তু আমরা নিশ্চিতভাবেই যিহোবার প্রতি আমাদের স্তববলির গুণগত মান বজায় রাখতে পারি।—ইব্রীয় ১৩:১৫.
১৭. একটি উৎসাহজনক অভিজ্ঞতা বর্ণনা করুন যা হয়ত আমাদের সকলকে সাহায্য করতে পারে।
১৭ অতএব, যুবক অথবা বৃদ্ধ যাই হই না কেন আসুন আমরা উদ্যোগ দেখাই এবং আমাদের ইতিবাচক নতুন জগতের বার্তা সকলের কাছে বন্টন করি যাদের সঙ্গে আমাদের সাক্ষাৎ হয়। আসুন আমরা অস্ট্রেলিয়ার সাত বছর বয়সী লাজুক মেয়েটির মত হই যে তার মায়ের সঙ্গে দোকানে গিয়েছিল। সে কিংডম হলে শুনেছিল যে সকলের কাছে প্রচার করা কতটা গুরুত্বপূর্ণ, তাই সে দুটি বাইবেল বিষয়ক ব্রোশার তার ব্যাগে নিয়েছিল। তার মা যখন কাউন্টারে ব্যস্ত ছিলেন তখন ছোট্ট মেয়েটি অদৃশ্য হয়ে গিয়েছিল। মা যখন তাকে খুঁজছিলেন তখন সে একজন মহিলাকে একটি ব্রোশার অর্পণ করছিল! মা গিয়ে সেই মহিলার কাছে তার মেয়ে তাকে যদি কোন ভাবে বিরক্ত করে থাকে তার জন্য ক্ষমা চেয়েছিলেন। কিন্তু মহিলাটি সদয়ভাবে ব্রোশারটি নিয়েছিলেন। মেয়েকে একা পাওয়ার পর মা তাকে জিজ্ঞাসা করেছিলেন যে কোথা থেকে সে একজন অপরিচিতার কাছে যাওয়ার মত সাহস পেয়েছে। “আমি কেবল বলেছিলাম, এক, দুই, তিন! তারপর এগিয়ে গিয়েছিলাম!”
১৮. কিভাবে আমরা এক উৎকৃষ্ট মনোভাব দেখাতে পারি?
১৮ বিশেষভাবে সুসমাচার নিয়ে অপরিচিত অথবা আধিকারিকদের কাছে যাওয়ার জন্য আমাদের সকলের অস্ট্রেলিয়ার এই মেয়েটির মত মনোভাবের প্রয়োজন। আমাদের হয়ত প্রত্যাখ্যাত হওয়ার ভয় থাকতে পারে। আসুন যীশু যা বলেছিলেন আমরা তা ভুলে না যাই: “কিরূপে কি উত্তর দিবে, অথবা কি বলিবে, সে বিষয়ে ভাবিত হইও না; কেননা কি কি বলা উচিত, তাহা পবিত্র আত্মা সেই দণ্ডে তোমাদিগকে শিক্ষা দিবেন।”—লূক ১২:১১, ১২.
১৯. আপনার পরিচর্যা সম্বন্ধে আপনি কেমন বোধ করেন?
১৯ সুতরাং সুসমাচার নিয়ে সদয়ভাবে লোকেদের কাছে এগিয়ে যাওয়ার সময় ঈশ্বরের আত্মার সাহায্যের উপর আস্থা রাখুন। লক্ষ লক্ষ লোকেরা প্রায়ই তাদের আস্থা অযোগ্য পুরুষ ও মহিলাদের উপর রাখেন যাদের অস্তিত্ব ক্ষণস্থায়ী। আমরা যিহোবা এবং তাঁর স্বর্গীয় সংগঠন—খ্রীষ্ট যীশু, পবিত্র দূতবর্গ ও পুনরুত্থিত অভিষিক্ত খ্রীষ্টানবর্গ—যারা অনন্তকালের জন্য জীবিত তাদের উপর আস্থা রাখি! অতএব, স্মরণে রাখুন: “উহাদের সঙ্গীদের অপেক্ষা আমাদের সঙ্গী অধিক”!—২ রাজাবলি ৬:১৬.
[পাদটীকাগুলো]
a আরও উদাহরণের জন্য ১৯৯৪ সালের যিহোবার সাক্ষীদের বর্ষ পুস্তক (ইংরাজি) এর পৃষ্ঠা ২১৭-২০ দেখুন।
আপনি কিভাবে উত্তর দেবেন?
◻ যিহোবার লোকেদের সংরক্ষণে ঈশ্বরের স্বর্গীয় সংগঠন কোন্ ভূমিকা পালন করেছে?
◻ বিংশ শতাব্দীতে কোন্ রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনগুলি যিহোবার সাক্ষীদের আক্রমণ করেছে?
◻ কিভাবে যিহোবার সাক্ষীরা সময়ের প্রয়োজনের সঙ্গে তাদের পরিচর্যাকে মানিয়ে নিয়েছেন?
◻ কী আপনাকে প্রচার করতে প্রণোদিত করে?
[১৭ পৃষ্ঠার চিত্র]
হ্যানরিকা জুর
[Pictures on page 18]
জাপান
মার্টিনিক
যুক্তরাষ্ট্র
কেনিয়া
যুক্তরাষ্ট্র
যিহোবার সাক্ষীরা যেখানেই এবং যখনই লোকেদের পাওয়া যায় তাদের কাছে প্রচার করেন
[২০ পৃষ্ঠার চিত্র]
এই শতাব্দীর প্রথম দিকে, রাজ্যের বার্তা ছড়ানোর জন্য ধ্বনিগ্রাহী যন্ত্র ব্যবহৃত হয়েছিল