-
আপনার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি কে?২০১১ প্রহরীদুর্গ | মে ১৫
-
-
৭, ৮. ইয়োবকে কোন পরীক্ষাগুলোর মোকাবিলা করতে হয়েছিল আর বিশ্বস্তভাবে ধৈর্য ধরার মাধ্যমে তিনি কোন বিষয়টা দেখিয়েছিলেন?
৭ যিহোবা শয়তানকে ইয়োবের ওপর একটার পর একটা বিপর্যয় আনার জন্য সুযোগ দিয়েছিলেন। (ইয়োব ১:১২-১৯) সেই পরিবর্তিত পরিস্থিতির প্রতি ইয়োব কেমন প্রতিক্রিয়া দেখিয়েছিলেন? আমাদের বলা হয়েছে যে, তিনি “পাপ করিলেন না, এবং ঈশ্বরের প্রতি অবিবেচনার দোষারোপ করিলেন না।” (ইয়োব ১:২২) কিন্তু, শয়তান তার পরও চুপ করে বসে থাকেনি। শয়তান আরও বলেছিল: “চর্ম্মের জন্য চর্ম্ম, আর প্রাণের জন্য লোক সর্ব্বস্ব দিবে।”a (ইয়োব ২:৪) শয়তান দাবি করেছিল যে, ইয়োব যদি ব্যক্তিগতভাবে কষ্ট ভোগ করেন, তাহলে তিনি এই সিদ্ধান্তে আসবেন যে, যিহোবা তার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি নন।
-
-
আপনার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি কে?২০১১ প্রহরীদুর্গ | মে ১৫
-
-
a কিছু বাইবেল পণ্ডিত মনে করে, “চর্ম্মের জন্য চর্ম্ম” অভিব্যক্তিটি হয়তো এই ইঙ্গিত করে যে, ইয়োব যতক্ষণ পর্যন্ত নিজের চর্ম অর্থাৎ জীবনকে রক্ষার করতে পারতেন, ততক্ষণ পর্যন্ত তা রক্ষা করার জন্য স্বার্থপরের মতো তার সন্তানদের ও পশুপালের চর্ম অর্থাৎ জীবন হারানোর বিষয়টা অনুমোদন করতে ইচ্ছুক ছিলেন। অন্যেরা মনে করে যে, এই অভিব্যক্তি এই বিষয়ের ওপর জোর দেয় যে, যদি জীবন রক্ষা করার জন্য চর্মের প্রয়োজন হয়, তাহলে একজন ব্যক্তি কিছুটা চর্ম হারাতে ইচ্ছুক হবেন। উদাহরণস্বরূপ, একজন ব্যক্তি হয়তো তার মাথার ওপর আসা আঘাতকে প্রতিরোধ করার জন্য হাত ওপরে তুলে ধরতে পারেন আর এভাবে নিজের চর্ম রক্ষা করার জন্য কিছুটা চর্ম হারাতে পারেন। এই বাক্যাংশের অর্থ যা-ই হোক না কেন, এটা সুস্পষ্টভাবেই ইঙ্গিত দিয়েছিল যে, ইয়োব যতক্ষণ পর্যন্ত তার জীবনকে রক্ষা করতে পারতেন, ততক্ষণ পর্যন্ত তা রক্ষা করার জন্য আনন্দের সঙ্গে সমস্তকিছু দিয়ে দেবেন।
-