-
ইয়োবের আনুগত্য পুরস্কৃত হয়১৯৯৮ প্রহরীদুর্গ | মে ১
-
-
কিন্তু ইয়োব তাদের অবমাননাকর অবস্থা দেখে আনন্দিত হননি। প্রকৃতপক্ষে, যিহোবা চেয়েছিলেন যেন তিনি তার দোষারোপকারীদের জন্য প্রার্থনা করেন। তিনি যেমন নির্দেশ দিয়েছিলেন ইয়োব ঠিক তাই করেছিলেন আর এর জন্য তিনি আশীর্বাদপ্রাপ্ত হয়েছিলেন। প্রথমত, যিহোবা তার ভয়ঙ্কর রোগ ভাল করেন। তারপর, ইয়োবের ভাই, বোন এবং পূর্বের সঙ্গীরা তাকে সান্ত্বনা দিতে আসেন, “আর প্রত্যেক জন এক এক খণ্ড কসীতা মুদ্রা (“এক খণ্ড মুদ্রা,” “NW”] ও এক একটি সুবর্ণের কুণ্ডল তাঁহাকে দিল।”a অধিকন্তু, ইয়োবের “চতুর্দ্দশ সহস্র মেষ, ছয় সহস্র উষ্ট্র, এক সহস্র যোড়া বলদ ও এক সহস্র গর্দ্দভী হইল।”b আর স্পষ্টতই ইয়োবের স্ত্রী তার সাথে পুনরায় মিলিত হন। কালক্রমে, ইয়োব সাত পুত্র এবং তিন কন্যা দ্বারা আশীর্বাদপ্রাপ্ত হন আর তিনি তার বংশধরদের চার পুরুষ পর্যন্ত বেঁচে ছিলেন।—ইয়োব ৪২:১০-১৭.
-
-
ইয়োবের আনুগত্য পুরস্কৃত হয়১৯৯৮ প্রহরীদুর্গ | মে ১
-
-
b সম্ভবত, বংশ উৎপাদনকারী হিসাবে এগুলির মূল্য নির্ধারণের জন্য গাধাগুলির লিঙ্গ উল্লেখ করা হয়েছে।
-