“তিনি আমাকে শান্ত জলের কাছে চালিত করেন”
বাইবেলে বলা দেশগুলোতে গরমের সময়ে রোজ মেষদের জল খাওয়া দরকার। তাই, একজন মেষপালকের দায়িত্বের একটা গুরুত্বপূর্ণ অংশ হল, তার পালের জন্য জলের ব্যবস্থা করা। কখনও কখনও, মেষপালকরা তাদের পালের জন্য জলের ব্যবস্থা করতে কোন কুয়া থেকে জল তুলে একটা বড় গামলায় রাখে, যাতে মেষগুলো সেখান থেকে জল খেতে পারে। (আদিপুস্তক ২৯:১-৩) তবে, বিশেষ করে বর্ষাকালে ছোট ছোট খাল এবং নদীর ধারের আশেপাশের এলাকাগুলো শান্ত “বিশ্রাম-জলের” উৎস হতো।—গীতসংহিতা ২৩:২.
একজন উত্তম মেষপালককে জানতে হয় যে, তার পালের জন্য কোথায় জল ও উপযুক্ত চারণভূমি পাওয়া যাবে। কোন একটা এলাকা সম্বন্ধে পুঙ্খানুপুঙ্খ ধারণা থাকা তার মেষগুলোর জীবন রক্ষাকে নিশ্চিত করে। দায়ূদ যিহূদার পাহাড়ি এলাকায় অনেক বছর মেষ চরিয়েছেন আর তিনি ঈশ্বরের নির্দেশনাকে সেই মেষপালকের সঙ্গে তুলনা করেছেন, যিনি তাঁর মেষকে উত্তম চারণভূমি এবং জীবনদায়ী জলের দিকে চালিত করেন। একটা অনুবাদ অনুসারে দায়ূদ বলেছিলেন, “তিনি আমাকে শান্ত জলের কাছে চালিত করেন।”—গীতসংহিতা ২৩:১-৩, নিউ ইন্টারন্যাশনাল ভারসান।
বেশ কিছু বছর পর, যিহোবা তাঁর ভাববাদী যিহিষ্কেলের মাধ্যমে একই দৃষ্টান্ত ব্যবহার করেছিলেন। তিনি বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকা লোকেদের সংগ্রহ করার বিষয়ে প্রতিজ্ঞা করেছিলেন, ঠিক যেমন একজন মেষপালক তার মেষদের সংগ্রহ করেন। তিনি তাদের নিশ্চয়তা দিয়েছিলেন, “আমি . . . তাহাদের নিজ ভূমিতে তাহাদিগকে আনিব; আর ইস্রায়েলের পর্ব্বত-সমূহের উপরে, জলপ্রবাহগুলির কাছে . . . তাহাদিগকে চরাইব।”—যিহিষ্কেল ৩৪:১৩.
যিহোবা আধ্যাত্মিক জল সরবরাহের বিষয়েও যথেষ্ট চিন্তা করেন। প্রকাশিত বাক্য “জীবন-জলের নদী” সম্বন্ধে বলে, যা ঈশ্বরের সিংহাসন থেকে প্রবাহিত হয়। (প্রকাশিত বাক্য ২২:১) সমস্ত লোককে এই নদী থেকে জল খাওয়ার আমন্ত্রণ জানানো হচ্ছে। “যে ইচ্ছা করে, সে বিনামূল্যেই জীবন-জল গ্রহণ করুক।”—প্রকাশিত বাক্য ২২:১৭.
এই রূপক জীবন জল ঈশ্বরের অনন্ত জীবনের আয়োজনকে চিত্রিত করে। যেকোন ব্যক্তি ‘একমাত্র সত্যময় ঈশ্বর এবং তিনি যাঁহাকে পাঠাইয়াছেন, তাঁহাকে, যীশু খ্রীষ্টকে জানিবার’ মাধ্যমে এই জল খাওয়া শুরু করতে পারেন।—যোহন ১৭:৩.