-
আপনি কি অন্যদের কাছে সতেজতাদায়ক?২০০৭ প্রহরীদুর্গ | নভেম্বর ১৫
-
-
আপনি কি অন্যদের কাছে সতেজতাদায়ক?
লেবানন-সিরিয়া সীমান্তের একেবারে দক্ষিণ প্রান্তে অবস্থিত পর্বতমালায়, হর্মোণ পর্বতের বিশাল চূড়া সমুদ্রপৃষ্ঠ থেকে ২,৮১৪ মিটারের চেয়ে উঁচু। বছরের বেশির ভাগ সময়ই, হর্মোণের চূড়া বরফে ঢাকা থাকে আর রাতের উষ্ণ জলীয় বাষ্প ঘনীভূত হয়ে শিশির উৎপন্ন করে। পাহাড়ের ঢালে দেবদারু জাতীয় গাছের ও ফলের গাছের ওপর এবং পাহাড়ের পাদদেশে আঙুর খেতের ওপর শিশির ক্ষরে পড়ে। প্রাচীন ইস্রায়েলের দীর্ঘ শুষ্ক ঋতুতে, এইরকম সতেজতাদায়ক শিশির গাছপালার জন্য আর্দ্রতার মূল উৎস ছিল।
ঐশিকভাবে অনুপ্রাণিত এক গীতে, যিহোবার উপাসকদের মাঝে সতেজতাদায়ক একতাকে “হর্ম্মোণের শিশিরের” সঙ্গে তুলনা করা হয়েছে, “যাহা সিয়োন পর্ব্বতে ক্ষরিয়া পড়ে।” (গীতসংহিতা ১৩৩:১, ৩) ঠিক যেমন হর্মোণ পর্বত উদ্ভিদের জন্য সতেজতাদায়ক শিশির সরবরাহ করে থাকে, তেমনই আমরাও যাদের সঙ্গে আমাদের সাক্ষাৎ হয় তাদেরকে সতেজতা প্রদান করতে পারি। কীভাবে আমরা তা করতে পারি?
-
-
আপনি কি অন্যদের কাছে সতেজতাদায়ক?২০০৭ প্রহরীদুর্গ | নভেম্বর ১৫
-
-
[১৬ পৃষ্ঠার চিত্রগুলো]
হর্মোণ পর্বতের শিশির—গাছপালার জন্য আর্দ্রতার এক সতেজতাদায়ক উৎস
-