-
“তোমার হৃদয় রক্ষা কর”২০০০ প্রহরীদুর্গ | মে ১৫
-
-
শলোমন তার বাবার দেওয়া সুন্দর উপদেশের কথা মনে করে আরও বলেন: “পিতা আমাকে শিক্ষা দিতেন, বলিতেন, তোমার চিত্ত আমার কথা ধরিয়া রাখুক; আমার আজ্ঞা সকল পালন কর, জীবন পাইবে; প্রজ্ঞা উপার্জ্জন কর, সুবিবেচনা উপার্জ্জন কর, ভুলিও না; আমার মুখের কথা হইতে বিমুখ হইও না। প্রজ্ঞাকে ছাড়িও না, সে তোমাকে রক্ষা করিবে; তাহাকে প্রেম কর, সে তোমাকে সংরক্ষণ করিবে। প্রজ্ঞাই প্রধান বিষয়, তুমি প্রজ্ঞা উপার্জ্জন কর; সমস্ত উপার্জ্জন দিয়া সুবিবেচনা উপার্জ্জন কর।”—হিতোপদেশ ৪:৪-৭.
-
-
“তোমার হৃদয় রক্ষা কর”২০০০ প্রহরীদুর্গ | মে ১৫
-
-
সুবিবেচনা লাভ করাও খুব জরুরি। কারণ আমাদের যদি সুবিবেচনা না থাকে, তাহলে যে বিষয়টা আমরা বোঝার চেষ্টা করছি সেগুলো কীভাবে একটা আরেকটার সঙ্গে জড়িত তা কি আমরা বুঝতে পারব? আমাদের যদি সুবিবেচনা না-ই থাকে, তাহলে আমরা কোন একটা বিষয় কেন হল ও এর পেছনে কারণগুলো কী তা ধরতে পারব না এবং বিষয়টা বুঝতে পারব না। হ্যাঁ, দুইয়ে দুইয়ে চার মেলানোর অর্থাৎ আমাদের কাছে যে তথ্য আছে তার থেকে ঠিক সিদ্ধান্তে আসার জন্য আমাদের সুবিবেচনা থাকা দরকার।—দানিয়েল ৯:২২, ২৩.
-