-
আজকের নীতিহীন জগতেও আপনি ভাল চরিত্র বজায় রাখতে পারেন২০০০ প্রহরীদুর্গ | জুলাই ১৫
-
-
আজকের জগতে কলঙ্কহীন থাকতে হলে, আমাদের পরিণামদর্শিতার দরকার কারণ নীতিহীন লোকেরা খুবই চালাকি করে আমাদের অনৈতিকতার ফাঁদে ফেলতে পারে। শলোমন সাবধান করে বলেন: “পরকীয়া স্ত্রীর ওষ্ঠ হইতে মধু ক্ষরে, তাহার তালু তৈল অপেক্ষাও স্নিগ্ধ; কিন্তু তাহার শেষ ফল নাগদানার ন্যায় তিক্ত, দ্বিধার খড়্গের ন্যায় তীক্ষ্ণ।”—হিতোপদেশ ৫:৩, ৪.
-
-
আজকের নীতিহীন জগতেও আপনি ভাল চরিত্র বজায় রাখতে পারেন২০০০ প্রহরীদুর্গ | জুলাই ১৫
-
-
যারা অনৈতিক কাজ করে তাদের শেষ ফল সত্যিই খুব খারাপ হয়। তা যেন নাগদানার চেয়েও তেতো আর দ্বিধার খড়্গ মতো ধারালো যা খুবই ব্যথা দেয়। যে লোকেরা নিজেদের অনৈতিকতায় জড়ায় তারা বিবেকদংশনে ভোগে, তাদের খারাপ যৌন রোগ হয়, মেয়েরা গর্ভবতী হয়ে পড়ে আর এরকম আরও অনেক খারাপ ফল ভোগ করতে হয়। শুধু তাই নয় যে লোকেরা অন্যের সঙ্গে অবৈধ সম্পর্ক রাখে তাদের নির্দোষ সাথীরা কত দুঃখ পায়। শুধু একবার মাত্র খারাপ কাজ করে সে তার জীবনসাথীকে এমন আঘাত দেয় যে জীবনভোর সে ক্ষত সারতে চায় না। সত্যিই অনৈতিক কাজ খুব খারাপ ফল নিয়ে আসে।
-