-
আপনার কাজ কি অগ্নিকে প্রতিরোধ করতে পারবে?১৯৯৮ প্রহরীদুর্গ | নভেম্বর ১
-
-
৪. (ক) খ্রীষ্টীয় নির্মাণ কাজে পৌলের কোন্ ভূমিকা ছিল? (খ) কেন বলা যায় যে যীশু ও তাঁর শ্রোতারা উভয়েই উত্তম ভিত্তিমূলের গুরুত্ব সম্বন্ধে জানতেন?
৪ একটি অটল ও স্থায়ী অট্টালিকা নির্মাণ করার জন্য উত্তম ভিত্তিমূলের প্রয়োজন। তাই পৌল লিখেছিলেন: “ঈশ্বরের যে অনুগ্রহ আমাকে দত্ত হইয়াছে, তদনুসারে আমি জ্ঞানবান্ গাঁথকের ন্যায় ভিত্তিমূল স্থাপন করিয়াছি।” (১ করিন্থীয় ৩:১০) একইরকম দৃষ্টান্ত ব্যবহার করে, যীশু খ্রীষ্ট একটি গৃহের কথা বলেছিলেন যা ঝড়ের মধ্যেও রক্ষা পেয়েছিল কারণ এটির নির্মাতা এক দৃঢ় ভিত্তিমূল বেছে নিয়েছিলেন। (লূক ৬:৪৭-৪৯) যীশু ভিত্তিমূলের গুরুত্ব সম্বন্ধে জানতেন। যিহোবা এই পৃথিবীর ভিত্তি স্থাপন করার সময়, তিনি সেখানে উপস্থিত ছিলেন।a (হিতোপদেশ ৮:২৯-৩১) যীশুর শ্রোতারাও উত্তম ভিত্তিমূলের মূল্য সম্বন্ধে জানতেন। একমাত্র দৃঢ় ভিত্তিমূলের গৃহগুলিই আকস্মিক বন্যা এবং ভূমিকম্পে রক্ষা পেতো যা প্রায়ই প্যালেস্টাইনে আঘাত আনতো। তাহলে, পৌলের মনে কোন্ ভিত্তিমূলের কথা ছিল?
-
-
আপনার কাজ কি অগ্নিকে প্রতিরোধ করতে পারবে?১৯৯৮ প্রহরীদুর্গ | নভেম্বর ১
-
-
a ‘পৃথিবীর ভিত্তিমূল’ হয়ত প্রাকৃতিক শক্তিকে বোঝায় যা পৃথিবী এবং সমস্ত তারকারাজিকে যথাস্থানে ধরে রেখেছে। এছাড়াও, পৃথিবী এমন এক উপায়ে সংস্থাপিত হয়েছে যে এটি কখনও “বিচলিত” অথবা ধ্বংস হবে না।—গীতসংহিতা ১০৪:৫.
-