-
সবসময় ঈশ্বরকে ভয় করুন এবং আশীর্বাদ লাভ করুনপ্রহরীদুর্গ (অধ্যয়ন)—২০২৩ | জুন
-
-
৬. এখন আমরা কোন দু-জন স্ত্রীলোকের বিষয়ে আলোচনা করব?
৬ আসুন, এখন আমরা হিতোপদেশ ৯ অধ্যায়ের উপর মনোযোগ দিই, যেখানে দু-জন স্ত্রীলোকের কথা বলা হয়েছে। একজন প্রজ্ঞাকে চিত্রিত করে, আরেকজন মূর্খতাকে চিত্রিত করে।c মনে রাখবেন, শয়তানের জগৎ অনৈতিক কাজ (বিয়ের বাইরে সেক্স) করার এবং নোংরা ছবি ও ভিডিওগুলো (পর্নোগ্রাফি) দেখার পিছনে পাগল হয়ে রয়েছে। (ইফি. ৪:১৯) তাই, এটা খুবই গুরুত্বপূর্ণ যেন আমরা সবসময় যিহোবাকে ভয় করি এবং মন্দ বিষয়গুলো থেকে দূরে থাকি। (হিতো. ১৬:৬) এই বিষয়গুলো মাথায় রেখে আমরা হিতোপদেশ ৯ অধ্যায় নিয়ে আলোচনা করব। এখান থেকে পুরুষ ও মহিলা প্রত্যেকেই উপকার লাভ করবে। এই অধ্যায়ে বলা দু-জন স্ত্রীলোকই অবোধ লোকদের অর্থাৎ যারা “বুদ্ধিবিহীন,” তাদের এই বলে ডাকছে: ‘আইস, আমার ভক্ষ্য দ্রব্য ভোজন করো।’ (হিতো. ৯:১, ৫, ৬, ১৩, ১৬, ১৭) কিন্তু, সেই দু-জনের নিমন্ত্রণ গ্রহণ করার যে-পরিণতি হবে, সেটার মধ্যে আকাশ-পাতাল পার্থক্য রয়েছে।
-
-
সবসময় ঈশ্বরকে ভয় করুন এবং আশীর্বাদ লাভ করুনপ্রহরীদুর্গ (অধ্যয়ন)—২০২৩ | জুন
-
-
৭. হিতোপদেশ ৯:১৩-১৮ পদ অনুযায়ী যারা ‘হীনবুদ্ধি স্ত্রীলোকের’ নিমন্ত্রণ গ্রহণ করে, তাদের পরিণতি কী হয়? (ছবিও দেখুন।)
৭ ‘হীনবুদ্ধি স্ত্রীলোকের’ নিমন্ত্রণের বিষয়ে মনোযোগ দিন। (পড়ুন, হিতোপদেশ ৯:১৩-১৮.) সে অবোধ লোকদের এই বলে নির্লজ্জভাবে ডাকে: ‘এই স্থানে আসো’ আর এই ভোজ উপভোগ করো। কিন্তু, এর পরিণতি কী হয়? এই অধ্যায়েরই শেষে বলা হয়েছে, “উহার নিমিন্ত্রত লোকেরা গভীর পাতালে থাকে।” আপনার হয়তো মনে আছে, এই বইয়েরই আগের অধ্যায়গুলোতে এমন একজন স্ত্রীলোকের কাছ থেকে সাবধান থাকতে বলা হয়েছে, যে “পরকীয়া” ও “বিজাতীয়া।” সেখানে বলা হয়েছে: “উহার বাটী মৃত্যুর দিকে অবনত।” (হিতো. ২:১১-১৯) হিতোপদেশ ৫:৩-১০ পদে আরেকজন “পরকীয়া স্ত্রীর” বিষয়ে সাবধান করা হয়েছে, যার “চরণ মৃত্যুর কাছে নামিয়া যায়।”
-
-
সবসময় ঈশ্বরকে ভয় করুন এবং আশীর্বাদ লাভ করুনপ্রহরীদুর্গ (অধ্যয়ন)—২০২৩ | জুন
-
-
৯-১০. কেন আমাদের অনৈতিক কাজ করা থেকে দূরে থাকা উচিত?
৯ যৌন অনৈতিকতায় লিপ্ত হওয়ার পরিণতি অনেক খারাপ হয়, তাই আমাদের এর থেকে অনেক দূরে থাকা উচিত। “হীনবুদ্ধি স্ত্রীলোক” বলে: “অপহৃত-জল মিষ্ট।” “অপহৃত-জল” বা চুরি করা জলের মানে কী? বাইবেলে বলা হয়েছে, স্বামী-স্ত্রীরা নিজেদের মধ্যে যে-যৌনসম্পর্ক উপভোগ করে, সেটা সতেজতাদায়ক জলের মতো। (হিতো. ৫:১৫-১৮) একজন পুরুষ ও নারী যদি আইনত বিয়ে করে থাকে, তা হলে তারা স্বাভাবিকভাবেই একে অন্যের সঙ্গে যৌনসম্পর্ক করে আনন্দ পেতে পারে। কিন্তু, চুরি করা জলের ক্ষেত্রে এমনটা হয় না। এটা যৌন অনৈতিকতাকে বোঝাতে পারে। এটা এমন এক কাজ, যেটা লুকিয়ে করা হয়, ঠিক যেমন লোকেরা প্রায়ই লুকিয়ে চুরি করে। চুরি করা জল বিশেষ করে সেই ব্যক্তিদের আরও মিষ্টি লাগতে পারে, যারা মনে করে, কেউ কখনো তাদের কাজের বিষয়ে টের পাবে না। আসলে, তারা নিজেদেরই ঠকাচ্ছে। যিহোবা সমস্ত কিছু দেখতে পান। সত্যি বলতে কী, এর স্বাদ মিষ্টি নয় বরং খুব তেতো হয়ে থাকে কারণ এমনটা করে একজন ব্যক্তি যিহোবার অনুমোদন হারিয়ে ফেলেন। (১ করি. ৬:৯, ১০) তবে, এর আরও অনেক খারাপ পরিণতি রয়েছে।
১০ যৌন অনৈতিকতায় লিপ্ত হওয়ার পর অনেকে লজ্জায় অন্যদের দিকে তাকাতে পারে না এবং নিজেদের অযোগ্য বলে মনে করে। এ ছাড়া, পরিবার ভেঙে যেতে পারে এবং একজন মহিলা না চাইতেও গর্ভবতী হয়ে যেতে পারেন। তাই, ভালো হবে যেন আমরা হীনবুদ্ধি স্ত্রীলোকের ‘গৃহে’ না যাই এবং তার ভোজ উপভোগ না করি। যে-লোকেরা অনৈতিক কাজ করে, তাদের সঙ্গে যিহোবার সম্পর্ক নষ্ট হয়ে যায়। এক অর্থে, তারা মারা যায়। শুধু তা-ই নয়, অনেক লোকের এমন ধরনের রোগ ধরা পড়ে, যেটার কারণে তারা বয়সের আগেই মারা যায়। (হিতো. ৭:২৩, ২৬) হিতোপদেশ ৯ অধ্যায়ের শেষে কতই-না সঠিক কথা লেখা রয়েছে: “[হীনবুদ্ধি স্ত্রীলোকের] নিমন্ত্রিত লোকেরা গভীর পাতালে থাকে।” (১৮ পদ।) তা হলে, হীনবুদ্ধি স্ত্রীলোকের নিমন্ত্রণ গ্রহণ করার এত খারাপ পরিণতি থাকা সত্ত্বেও কেন অনেক লোক তার গৃহে যায়?—হিতো. ৯:১৩-১৮.
-
-
সবসময় ঈশ্বরকে ভয় করুন এবং আশীর্বাদ লাভ করুনপ্রহরীদুর্গ (অধ্যয়ন)—২০২৩ | জুন
-
-
১৭-১৮. যে-লোকেরা প্রকৃত ‘প্রজ্ঞার’ নিমন্ত্রণ গ্রহণ করছে, তারা বর্তমানে কোন উপকার পাচ্ছে আর তাদের ভবিষ্যৎ কেমন হবে? (ছবিও দেখুন।)
১৭ এই দু-জন স্ত্রীলোকের উদাহরণের মাধ্যমে যিহোবা আমাদের বোঝাতে চান যে, এক সুন্দর ভবিষ্যৎ পাওয়ার জন্য আমাদের কী করতে হবে। যে-লোকেরা “কলহকারিণী” এবং ‘হীনবুদ্ধি স্ত্রীলোকের’ নিমন্ত্রণ গ্রহণ করে, তারা শুধু লুকিয়ে অনৈতিক কাজ করে আনন্দ পেতে চায়। তারা কেবল বর্তমান নিয়েই চিন্তা করে, ভবিষ্যতের বিষয়ে কোনো চিন্তাই করে না। আসলে, তারা এটা বুঝতেই পারে না, তাদের ভবিষ্যৎ “গভীর পাতালে” রয়েছে।—হিতো. ৯:১৩, ১৭, ১৮.
-