-
‘সরলতার পথে’ চলুন২০০১ প্রহরীদুর্গ | সেপ্টেম্বর ১৫
-
-
শলোমন ধার্মিকতার গুরুত্ব সম্বন্ধে তুলে ধরেন। তিনি বলেন: “ধনবানের ধনই তাহার দৃঢ় নগর, দরিদ্রদিগের দরিদ্রতাই তাহাদের সর্ব্বনাশ। ধার্ম্মিকের শ্রম জীবনজনক, দুর্জ্জনের উপস্বত্ব পাপজনক।”—হিতোপদেশ ১০:১৫, ১৬.
-
-
‘সরলতার পথে’ চলুন২০০১ প্রহরীদুর্গ | সেপ্টেম্বর ১৫
-
-
অন্যদিকে, একজন ধার্মিক ব্যক্তি তা সে ধনী হোন বা না হোন, তার সরল কাজ জীবনের পথে নিয়ে যায়। কীভাবে? তার যা আছে তাতেই তিনি সন্তুষ্ট থাকেন। ঈশ্বরের সঙ্গে তার সুন্দর সম্পর্কে, আর্থিক অবস্থাকে তিনি বাধা হতে দেন না। ধনী বা দরিদ্র যা-ই হোন না কেন, একজন ধার্মিক ব্যক্তির জীবনযাপন তার জন্য এখন সুখ নিয়ে আসে এবং ভবিষ্যতে অনন্ত জীবনের আশা এনে দেয়। (ইয়োব ৪২:১০-১৩) দুষ্ট লোক প্রচুর ধন অর্জন করলেও উপকার পায় না। ধনের সুরক্ষা দেওয়ার মূল্যের প্রতি উপলব্ধি না দেখিয়ে এবং ঈশ্বরের ইচ্ছার সঙ্গে মিল না রেখে চলে বরং সে তার ধনকে পাপের জন্য কাজে লাগায়।
-