অন্যদের সাহায্য করার বিষয়ে পবিত্র শাস্ত্র আমাদের কী বলে?
বাইবেলের উত্তর
পবিত্র শাস্ত্র আমাদের উৎসাহিত করে, আমরা যেন অন্যদের সাহায্য করার জন্য প্রস্তুত থাকি। তবে, তা আমাদের আনন্দের সঙ্গে এবং সঠিক উদ্দেশ্য নিয়ে করতে হবে। এভাবে যে সাহায্য নেয় এবং যে সাহায্য করে, উভয়ই সুখী হয়। (হিতোপদেশ ১১:২৫; লূক ৬:৩৮) যিশু বলেছিলেন, “নেওয়ার চেয়ে বরং দেওয়ার মধ্যে আরও বেশি সুখ।”—প্রেরিত ২০:৩৫.
কোন ধরনের সাহায্যে যিহোবা খুশি হন?
আমরা যখন অন্যদের সাহায্য করার জন্য স্বেচ্ছায় কিছু দিই, তখন যিহোবা খুশি হন। পবিত্র শাস্ত্র বাইবেলে লেখা রয়েছে, “প্রত্যেকে মনে মনে যা ঠিক করে রেখেছে, সেই অনুযায়ী দান করুক, মনে দুঃখ নিয়ে কিংবা দিতে হবে বলে না দিক। কারণ ঈশ্বর সেই ব্যক্তিকেই ভালোবাসেন, যে খুশিমনে দান করে।”—২ করিন্থীয় ৯:৭.
আমরা যখন সঠিক উদ্দেশ্য নিয়ে প্রয়োজন রয়েছে এমন ব্যক্তিদের সাহায্য করি, তখন ঈশ্বর আমাদের “উপাসনা” গ্রহণ করেন। (যাকোব ১:২৭) ঈশ্বর এমন ব্যক্তিদের দেখে খুশি হন, যারা অন্যদের সাহায্য করে এবং উদারভাবে দান করে। তাঁর দৃষ্টিতে এমন ব্যক্তিরা তাঁকে ঋণ দেয়। (হিতোপদেশ ১৯:১৭) বাইবেল বলে, ঈশ্বর নিজে তাদের প্রতিদান দেবেন।—লূক ১৪:১২-১৪.
কোন ধরনের সাহায্যে যিহোবা খুশি হন না?
কোনো ব্যক্তি যখন নিজের স্বার্থের জন্য অন্যদের সাহায্য করে। যেমন:
লোকদের কাছ থেকে প্রশংসা পাওয়ার জন্য।—মথি ৬:২.
সাহায্যের পরিবর্তে কিছু পাওয়ার জন্য।—লূক ১৪:১২-১৪.
তাদের পাপ ঢাকার জন্য।—গীতসংহিতা ৪৯:৬, ৭.
আমাদের দানের কারণে যদি এমন অভ্যাস কিংবা কাজগুলো করা হয়, যেগুলো যিহোবা পছন্দ করেন না। উদাহরণ স্বরূপ, সেই ব্যক্তিকে টাকাপয়সা দেওয়া ঠিক হবে না, যে সেটা দিয়ে জুয়া খেলবে, ড্রাগ নেবে এবং অতিরিক্ত মদ খাবে। (১ করিন্থীয় ৬:৯, ১০; ২ করিন্থীয় ৭:১) একইভাবে, সেই লোকদেরও টাকাপয়সা দেওয়া ঠিক হবে না, যারা নিজেদের খরচ নিজেরা মেটাতে পারে অথচ তা করে না।—২ থিষলনীকীয় ৩:১০.
অন্যদের অতিরিক্ত দান করার ফলে যদি আমরা আমাদের পরিবারকে অবহেলা করি। বাইবেল শিক্ষা দেয়, পরিবারের মস্তকের তার পরিবারের প্রয়োজনীয় বিষয়গুলোর যত্ন নেওয়া উচিত। (১ তীমথিয় ৫:৮) তিনি যদি অন্যদের অতিরিক্ত সাহায্য ও দান করার কারণে নিজের পরিবারের ঠিকভাবে যত্ন না নেন এবং তাদের কষ্টের মধ্যে থাকতে হয়, তা হলে সেটা ঠিক হবে না। যিশু যখন পৃথিবীতে ছিলেন, তখন তিনি সেই লোকদের ধিক্কার দিয়েছিলেন, যারা তাদের বয়স্ক বাবা-মায়ের যত্ন নিত না কারণ তারা বলত যে, তাদের সমস্ত সম্পত্তি হল “ঈশ্বরের উদ্দেশে উৎসর্গীকৃত উপহার।”—মার্ক ৭:৯-১৩.