পাঠ ৩৮
উপহার হিসেবে পাওয়া জীবনের প্রতি সম্মান দেখান
জীবন খুবই সুন্দর আর আনন্দে পরিপূর্ণ। আমাদের সামনে যেকোনো সমস্যাই আসুক না কেন, খুশি থাকার কোনো-না-কোনো কারণ আমাদের রয়েছে। তাই, কীভাবে আমরা দেখাতে পারি যে, আমরা এই সুন্দর জীবনের প্রতি সম্মান দেখাচ্ছি? আর এটা করার সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণটা কী? আসুন তা জানি।
১. কেন আমাদের জীবনের প্রতি সম্মান দেখানো উচিত?
জীবন হল আমাদের প্রেমময় পিতা যিহোবার কাছ থেকে পাওয়া এক উপহার। তাই, এটার প্রতি আমাদের সম্মান দেখানো উচিত। তাঁর কাছে “জীবনের উনুই আছে।” (গীতসংহিতা ৩৬:৯) “তিনিই লোকদের জীবন ও শ্বাস এবং সমস্ত কিছু দেন।” (প্রেরিত ১৭:২৫, ২৮) যিহোবা আমাদের সেই সমস্ত কিছু জুগিয়েছেন, যেগুলো আমাদের বেঁচে থাকার জন্য প্রয়োজন। শুধু তা-ই নয়, তিনি সমস্ত কিছু এমনভাবে সৃষ্টি করেছেন, যাতে আমরা বেঁচে থাকার সঙ্গেসঙ্গে এই সমস্ত কিছু উপভোগ করতে পারি।—পড়ুন, প্রেরিত ১৪:১৭.
২. কীভাবে আমরা জীবনের প্রতি সম্মান দেখাতে পারি?
আপনি যখন মায়ের গর্ভে ছিলেন, তখন থেকে যিহোবা আপনাকে জানেন এবং আপনার জন্য চিন্তা করেন। এই কথাটা যিহোবা দায়ূদকে জানিয়েছিলেন, তাই তিনি যিহোবা সম্বন্ধে লিখেছিলেন: “তোমার চক্ষু আমাকে পিণ্ডাকার” বা ভ্রুণ অবস্থায় “দেখিয়াছে।” (গীতসংহিতা ১৩৯:১৬) যিহোবার কাছে আপনার জীবন অনেক মূল্যবান। তা হলে চিন্তা করুন, যখন কোনো ব্যক্তি জেনে-শুনে কাউকে খুন করে অথবা আত্মহত্যা করে,a তখন যিহোবা কতটা কষ্ট পান। (পড়ুন, মথি ১০:২৯-৩১.) যিহোবা তখনও কষ্ট পান, যখন তিনি দেখেন যে, কেউ তার জীবন ঝুঁকির মুখে ফেলেছে অথবা অসতর্ক হয়ে অন্যদের জীবন ঝুঁকির মুখে ফেলেছে। (যাত্রাপুস্তক ২০:১৩) আমরা যখন নিজের ও অন্যদের সুরক্ষার বিষয়টা খেয়াল রাখি, তখন আমরা দেখাই যে, যিহোবার কাছ থেকে আমরা যে-অমূল্য উপহার পেয়েছি, সেই জীবনের প্রতি আমরা সম্মান দেখাচ্ছি।
গভীরভাবে গবেষণা করুন
কোন উপায়ে আমরা জীবনের প্রতি সম্মান দেখাতে পারি? আসুন তা দেখি।
৩. নিজের শরীরের যত্ন নিন
একজন খ্রিস্টান হিসেবে আমরা জীবনের প্রতিটা ক্ষেত্রে যিহোবাকে খুশি করতে চাই। আর সেইজন্য আমরা যিহোবার কাছে আমাদের জীবন উৎসর্গ করেছি। এটা অনেকটা এইরকম যে, আমরা আমাদের শরীর যিহোবার কাছে বলি হিসেবে উৎসর্গ করেছি। তাই, আমাদের এটার যত্ন নেওয়া উচিত। রোমীয় ১২:১, ২ পদ পড়ুন এবং এরপর এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করুন:
কোন বিষয়টা আপনাকে নিজের শরীরের ভালোভাবে যত্ন নিতে অনুপ্রাণিত করবে?
কোন উপায়ে আপনি তা করতে পারেন?
৪. সবসময় সুরক্ষার বিষয়ে খেয়াল রাখুন
বাইবেল আমাদের এমন বিষয়গুলো থেকে দূরে থাকতে বলে, যেগুলোর মাধ্যমে আমাদের নিজেদের অথবা অন্যদের ক্ষতি হতে পারে, এমনকি জীবনও যেতে পারে। কোন ক্ষেত্রগুলোতে আমরা সুরক্ষার বিষয়টা মাথায় রাখতে পারি, তা জানার জন্য ভিডিওটা দেখুন।
হিতোপদেশ ২২:৩ পদ পড়ুন এবং আলোচনা করুন যে, কীভাবে নীচে দেওয়া পরিস্থিতিগুলোতে আপনি নিজের এবং অন্যদের সুরক্ষার বিষয়টা খেয়াল রাখতে পারেন:
বাড়িতে থাকার সময়
কাজের জায়গায়
খেলার সময়
গাড়ি চালানোর সময় অথবা গাড়ি করে যাওয়ার সময়
৫. গর্ভে থাকা শিশুর জীবনকে মূল্যবান হিসেবে দেখুন
দায়ূদ কবিতার ভাষায় বলেছিলেন যে, মায়ের গর্ভে বড়ো হয়ে ওঠা শিশুর প্রত্যেকটা বিষয়ই যিহোবা জানেন। গীতসংহিতা ১৩৯:১৩-১৭ পদ পড়ুন এবং এরপর এই প্রশ্নটা নিয়ে আলোচনা করুন:
যিহোবার দৃষ্টিতে একটা জীবন কখন শুরু হয়, একজন মা যখন গর্ভবতী হন তখন, না কি একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে তখন?
প্রাচীন কালে যিহোবা ইজরায়েলীয়দের কিছু নিয়ম দিয়েছিলেন, যেগুলোর ফলে একজন মা এবং তার গর্ভে থাকা সন্তান সুরক্ষা লাভ করত। যাত্রাপুস্তক ২১:২২, ২৩ পদ পড়ুন এবং এরপর এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করুন:
কেউ যখন ভুলবশত মায়ের গর্ভে থাকা এক শিশুর জীবন নিয়ে নিত, তখন যিহোবার কেমন লাগত?
কেউ যদি জেনে-শুনে এটা করে, তা হলে যিহোবার কেমন লাগবে?b
যিহোবার চিন্তাভাবনা সম্বন্ধে আপনি কী মনে করেন?
একজন মহিলা জানেন যে, জীবন খুবই মূল্যবান। কিন্তু এমন একটা পরিস্থিতি আসে, যখন তার মনে হতে পারে যে, গর্ভপাত করানো ছাড়া তার কাছে আর কোনো উপায় নেই। যিশাইয় ৪১:১০ পদ পড়ুন এবং এরপর এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করুন:
একজন মহিলাকে যদি গর্ভপাত করানোর জন্য চাপ দেওয়া হয়, তা হলে তিনি কার কাছে সাহায্য চাইতে পারেন? কেন তার এটা করা উচিত?
কেউ কেউ বলে থাকে: “আপনি যদি বাচ্চাটা না চান, তা হলে এটা নষ্ট করে দিন।”
কোন বিষয়টা থেকে আপনি নিশ্চিত হয়েছেন যে, যিহোবা একজন মা এবং তার গর্ভে থাকা সন্তানের জীবনকে মূল্যবান হিসেবে দেখেন?
সারাংশ
বাইবেল জানায়, আমাদের জীবন হল যিহোবার কাছ থেকে পাওয়া এক মূল্যবান উপহার। তাই, আমাদের এই জীবনকে ভালোবাসা উচিত, এটার প্রতি সম্মান দেখানো উচিত এবং এটার যত্ন নেওয়া উচিত। আর একই ধরনের মনোভাব অন্যদের জীবনের প্রতিও আমাদের রাখা উচিত।
পুনরালোচনা
কেন যিহোবা মানুষের জীবনকে মূল্যবান হিসেবে দেখেন?
কোনো ব্যক্তি যখন জেনে-শুনে কাউকে খুন করে অথবা আত্মহত্যা করে, তখন যিহোবার কেমন লাগে?
আপনি কি জীবনকে যিহোবার কাছ থেকে পাওয়া এক মূল্যবান উপহার হিসেবে দেখেন? কেন?
আরও জানুন
কীভাবে আমরা যিহোবার কাছ থেকে পাওয়া এই মূল্যবান জীবনের জন্য তাঁকে ধন্যবাদ দিতে পারি?
ঈশ্বর কি এমন একজন মহিলাকে ক্ষমা করবেন, যিনি গর্ভপাত করিয়েছেন? এই প্রশ্নের উত্তর জানার জন্য প্রবন্ধটা পড়ুন।
“পবিত্র শাস্ত্র গর্ভপাতের বিষয়ে আমাদের কী জানায়?” (অনলাইন প্রবন্ধ)
জীবনের বিষয়ে যিহোবার দৃষ্টিভঙ্গি জানার ফলে কীভাবে আমরা এমন খেলাধূলা থেকে নিজেদের দূরে রাখতে পারব, যেগুলোর কারণে আমাদের জীবন ঝুঁকির মুখে পড়তে পারে? আসুন তা জানি।
“জীবনের ঝুঁকি নিয়ে খেলাধূলা করা কি ঠিক হবে?” (সচেতন থাক!, অক্টোবর ৮, ২০০০, ইংরেজি)
একজন ব্যক্তি যদি আত্মহত্যা করার কথা চিন্তা করেন, তা হলে বাইবেল কীভাবে তাকে সাহায্য করতে পারে? আসুন তা জানি।
a যাদের হৃদয় ভেঙে চুরমার হয়ে গিয়েছে, তাদের জন্য যিহোবা গভীরভাবে চিন্তা করেন। (গীতসংহিতা ৩৪:১৮) যিহোবা বোঝেন, কখনো কখনো একজন ব্যক্তি ভিতরে ভিতরে এতটাই কষ্টে ভেঙে পড়েন যে, তার হয়তো আত্মহত্যা করার কথা মাথায় আসে। যিহোবা এই ধরনের চিন্তাভাবনার সঙ্গে লড়াই করার জন্য লোকদের সাহায্য করতে পারেন। এই বিষয়ে জানার জন্য “আমি বাঁচতে চাই না—আত্মহত্যা করার চিন্তা এলে আমি কী করব? বাইবেলে কি কোনো পরামর্শ আছে?” শিরোনামের প্রবন্ধটা পড়ুন। এই পাঠের “আরও জানুন” অংশে এই প্রবন্ধটা দেওয়া রয়েছে।
b আগে যে-ব্যক্তি গর্ভপাত করিয়েছেন, তিনি হয়তো নিজেকে দোষী বলে মনে করতে পারেন। কিন্তু, যিহোবা তাকে ক্ষমা করার জন্য প্রস্তুত রয়েছেন। এই বিষয়ে আরও জানার জন্য “পবিত্র শাস্ত্র গর্ভপাতের বিষয়ে আমাদের কী জানায়?” শিরোনামের প্রবন্ধটা পড়ুন। এই পাঠের “আরও জানুন” অংশে এই প্রবন্ধটা দেওয়া রয়েছে।