তারা ‘সত্য ক্রয় করেছিলেন’!
“সত্য ক্রয় কর, বিক্রয় করিও না।” (হিতোপদেশ ২৩:২৩) জ্ঞানী রাজা শলোমন এইরকম পরামর্শই দিয়েছিলেন। যদিও এটি সাধারণভাবে যে কোন সত্যের ক্ষেত্রেই বলা যায় কিন্তু ঈশ্বরের বাক্য বাইবেলে প্রাপ্ত সত্য সম্বন্ধে এটি বিশেষভাবে প্রযোজ্য। এইধরনের সত্য অনন্ত জীবনে পরিচালিত করে! (যোহন ১৭:৩, ১৭) কিন্তু লক্ষ্য করুন, এইধরনের সত্য বিনামূল্যে আসে না। একজনকে অবশ্যই এটি “ক্রয়” করার জন্য ইচ্ছুক হতে হবে যার অর্থ হল এটি অর্জন করার জন্য ত্যাগস্বীকার করা অথবা কিছু ছাড়া। (মথি ১৩:৪৫, ৪৬ পদের সাথে তুলনা করুন।) সাধারণত লোকেরা তা করতে ইচ্ছুক হন না। কিন্তু অনেক দেশে, বৃদ্ধিরত সাহসী ব্যক্তিরা বাইবেলের সত্য ক্রয় করছেন—প্রায়ই তা বৃহৎ ব্যক্তিগত মূল্যের বিনিময়ে।
উদাহরণস্বরূপ, পশ্চিম আফ্রিকার একটি দেশ, ঘানার যিহোবার সাক্ষীদের কথা বিবেচনা করুন। ১৯৮৯ সালের জুন মাসের মধ্যে সেই দেশে ৩৪,০০০ জন ব্যক্তি বাইবেলের সত্য গ্রহণ ও তা সক্রিয়ভাবে অন্যদের সাথে বন্টন করেছিলেন। তারপর, জনসাধারণ্যে প্রচার কাজের উপর আইন সংক্রান্ত বাধানিষেধ আরোপ করা হয়েছিল। তথাপি, আইন সংক্রান্ত প্রতিবন্ধকতা সত্ত্বেও সৎহৃদয়বান ব্যক্তিরা ক্রমাগত “সত্য ক্রয়” করে চলেন। ১৯৯১ সালের ৩১শে অক্টোবরের মধ্যেই সেই কঠোর বাধানিষেধ প্রত্যাহার করা হয়েছিল আর ঐ বাধানিষেধ অপসারণের মাত্র সাড়ে তিন বছর পর, অর্থাৎ ১৯৯৫ সালের মাঝামাঝি সময়ের মধ্যে ঘানায় যিহোবার সক্রিয় সাক্ষীদের সংখ্যা বৃদ্ধি পেয়ে ৪৬,১০৪ জনে পৌঁছায়! আর এই বছর সেই সংখ্যা ৫২,৮০০ জনের বেশিতে পৌঁছেছে।
কী লোকেদের ঈশ্বরের বাক্যের সত্যের প্রতি আকৃষ্ট করেছে? “সত্য ক্রয়” করতে কিছু ব্যক্তিদের কোন্ ত্যাগস্বীকারগুলি করতে হয়েছিল? উত্তর পাওয়ার জন্য আসুন আমরা ঘানার তিনজন খ্রীষ্টানের অভিজ্ঞতাগুলি বিবেচনা করি।
বাইবেলের শিক্ষার দ্বারা আকৃষ্ট
প্রথমে আসুন আমরা ২০ বছর বয়সী এক যুবতীর বিষয়টি বিবেচনা করি। তার বাবা একজন পাস্টর ছিলেন, তবুও সে তার বাবার ধর্ম পরিত্যাগ করাকে বেছে নিয়েছিল। এর কারণ কী ছিল? সত্যের প্রতি তার প্রেম।
সে একবার বলেছিল: “সাক্ষীরা তাদের গৃহ থেকে গৃহে সাক্ষাতের সময় আমাদের বাড়ি আসতেন। তাদের সাথে কিছু বিষয় আলোচনার পর আমি বুঝতে পেরেছিলাম যে তারা যা শেখাচ্ছিলেন তা দৃঢ়ভাবে বাইবেল ভিত্তিক। আমি এইধরনের বিষয়গুলির উপর যেমন ত্রিত্ব, নরকাগ্নি, আত্মার অমরত্ব আর বিশেষভাবে দৈব-চিকিৎসার মাধ্যমে আরোগ্যলাভের উপর প্রশ্ন তুলেছিলাম। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করতাম যে এই মতবাদগুলি বাইবেলের। কিন্তু সাক্ষীরা আমায় দেখতে সাহায্য করেছিলেন যে বিষয়টি তা ছিল না।”—এই বিষয়গুলির উপর বাইবেলের দৃষ্টিভঙ্গি জানার জন্য, দয়া করে মার্ক ১৩:৩২; রোমীয় ৬:২৩; প্রেরিত ১০:৪০; এবং ১ করিন্থীয় ১৩:৮-১০ পদগুলি দেখুন।
এই যুবতীটি আরও বলেছিল: “তবুও, আমার পরিবার, বিশেষভাবে আমার বাবা প্রচণ্ড বিরোধিতা করছিলেন। তিনি মনে করেছিলেন যে আমি বিপথে পরিচালিত হচ্ছিলাম। কিন্তু, আমি জানতাম যে যিহোবার সাক্ষীদের কাছ থেকে আমি যা শিখছিলাম তা সত্য ছিল। আমি আমার বাবাকে বাইবেলের এই বিষয়গুলির সাথে পরিচিত করানোর চেষ্টা করেছিলাম কিন্তু তিনি শোনেননি। বস্তুতপক্ষে, বিরোধিতা আরও বেড়ে যাচ্ছিল।
“তবুও, আমি অটল ছিলাম। আমি জানতাম যে একমাত্র সত্য জ্ঞানই পরমদেশে অনন্ত জীবনে পরিচালিত করতে পারে আর আমি তা ধরে রাখতে দৃঢ়সংকল্প ছিলাম। আমি যে সমস্যাগুলি ভোগ করছিলাম, তা যখন স্থানীয় সাক্ষীরা শুনেছিলেন তারা প্রেমপূর্ণভাবে আমার সাহায্যে এসেছিলেন, আমাকে উৎসাহিত করেছিলেন এবং আমার নির্দিষ্ট কিছু প্রয়োজনীয়তাগুলি মিটিয়েছিলেন। এই বিষয়টি আমাকে যোহন ১৩:৩৫ পদে প্রাপ্ত যীশুর বাক্যগুলির সত্যতা উপলব্ধি করতে সাহায্য করেছিল, যা বলে: ‘তোমরা যদি আপনাদের মধ্যে পরস্পর প্রেম রাখ, তবে তাহাতেই সকলে জানিবে যে, তোমরা আমার শিষ্য।’ যিহোবার সাক্ষীরা যে সত্য ধর্ম পালন করেন সেই সম্বন্ধে আমার দৃঢ়প্রত্যয় আরও গভীরতর হয়েছিল। এরপর, আমার বাবামা যখন লক্ষ্য করেছিলেন যে আমি আরও ভালর দিকে জীবনকে পরিবর্তিত করেছিলাম, তারা তা পছন্দ করেছিলেন এবং আমার প্রতি তাদের মনোভাব এতই পরিবর্তিত হয়েছিল যে, আমার বাবা, আমার বড় ভাইয়ের সাথে বাইবেল অধ্যয়ন করার জন্য সাক্ষীদের অনুরোধ করেছিলেন!”
সত্যকে নিজের কাছে প্রমাণ করা
সাক্ষী পিতামাতাদের দ্বারা প্রতিপালিত কিছু অল্পবয়সীদের কাছেও ‘সত্য ক্রয় করা’ প্রতিদ্বন্দ্বিতাস্বরূপ হয়ে থাকে। কিছু যুবক-যুবতীদের বাইবেলের সত্যকে প্রাপ্য বলে ধরে নেওয়ার প্রবণতা রয়েছে। যদি তারা এই সত্যগুলি তাদের নিজের করতে ব্যর্থ হয়, তাহলে তাদের বিশ্বাস দুর্বল, বাহ্যিক হয়ে যায়। (মথি ১৩:২০, ২১ পদের সাথে তুলনা করুন।) ঘানার নেথেনিয়েল নামক এক ব্যক্তি, যার বয়স ৩০ এর কোঠায়, যুবকাবস্থায় তিনি কিভাবে ‘সত্য ক্রয় করেছিলেন’ সেই বিষয়ে বলেন।
“আমার একেবারে শিশুকাল থেকেই আমার বাবামা আমাকে বাইবেল শিখিয়েছিলেন,” তিনি স্মরণ করেন। “বড় হওয়ার সাথে সাথে আমি তাদের সাথে প্রচার কাজে যেতাম কিন্তু, তখনও আমি প্রকৃতপক্ষে একজন সাক্ষী হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করিনি। কালক্রমে, আমি উপলব্ধি করি যে আমার ব্যক্তিগতভাবে বিষয়গুলি পরীক্ষা করার প্রয়োজন আছে।
“প্রথমে, আমাকে নিশ্চিত হতে হয়েছিল যে আর কোন ধর্মীয় পবিত্র পুস্তক নয় কিন্তু একমাত্র বাইবেলই হল ঈশ্বরের বাক্য। ব্যক্তিগত অধ্যয়নের মাধ্যমে আমি শিখেছিলাম যে একমাত্র এই পবিত্র পুস্তকেই অসংখ্য স্পষ্ট ভবিষ্যদ্বাণী রয়েছে যেগুলি যথার্থভাবে পরিপূর্ণ হয়েছিল। এছাড়া আমি শিখেছিলাম যে বাইবেলে অনেক বৈজ্ঞানিক সত্য রয়েছে—যেমন পৃথিবী ‘অবস্তুর উপরে ঝুলিয়া আছে।’ (ইয়োব ২৬:৭) বৈজ্ঞানিকেরা আমাদের সৌরজগৎ সম্বন্ধে জানতে পারার হাজার হাজার বছর আগে এই বাক্যগুলি লেখা হয়েছিল। এই বিষয়গুলি লেখার জন্য একমাত্র ঈশ্বরই মানুষকে অনুপ্রাণিত করতে পারতেন!a
“এরপর, আমি কোন্ ধর্মীয় সংগঠনটি বাইবেলের সত্য শিক্ষা দেয় ও পালন করে তা খোঁজার চেষ্টা করেছিলাম। বেশির ভাগ ধর্মই নরকাগ্নি, ত্রিত্ব আর মৃত্যুর পরে আত্মার জীবিত থাকা সম্বন্ধে শিক্ষা দেয়। কিন্তু আমার কাছে এই মতবাদগুলির কোন অর্থ ছিল না। আমি যুক্তি দেখিয়েছিলাম: “এটি কি একজন নিষ্ঠুর বাবার কাজ হবে না, যিনি শাস্তি হিসাবে তার সন্তানের হাত ফুটন্ত জলের পাত্রে ডুবিয়ে রাখবেন? তাহলে, কী করে একজন প্রেমময় ঈশ্বর তার সন্তানদের অগ্নিময় নরকে নিক্ষেপ করতে ও যন্ত্রণা ভোগ করাতে পারেন? কিন্তু যিহোবার সাক্ষীরা রোমীয় ৬:২৩ পদের মত বাইবেল পদগুলির সাথে মিল রেখে শিক্ষা দেন, যেখানে বলে: ‘পাপের বেতন মৃত্যু,’—অগ্নিময় নরক নয়। এটি আমার কাছে যুক্তিযুক্ত মনে হয়েছিল।
“আমি এও লক্ষ্য করেছিলাম যিহোবার সাক্ষীরা চান যে, সকল সদস্যেরা বাইবেলের মান অনুযায়ী চলবে আর তাই যারা অনুতাপহীনভাবে পাপ করে চলে, তারা তাদের সমাজচ্যুত করেন। এই সমস্ত কিছু বিবেচনা করে, আমি এই উপসংহারে এসেছিলাম যে, যিহোবার সাক্ষীদের কাছে সত্য আছে আর আমি ব্যক্তিগতভাবে তাদের একজন হওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছিলাম। একজন সাক্ষী হিসাবে বাপ্তিস্মের যোগ্য হওয়ার জন্য আমি আপ্রাণ পরিশ্রম করেছিলাম।”—১ করিন্থীয় ৫:১১-১৩.
নেথেনিয়েলের অভিজ্ঞতাটি যথার্থভাবে দেখায় যে, এমনকি খ্রীষ্টীয় পিতামাতাদের দ্বারা প্রতিপালিত যুবক-যুবতীদেরও অবশ্যই “সত্য ক্রয়” করতে হবে। তাদের নিছক নিষ্ক্রিয়ভাবে মণ্ডলীর সভাগুলিতে উপস্থিত হওয়া উচিত নয়। প্রাচীন বিরয়াবাসীদের মত তাদের ‘এ সকল বাস্তবিকই এইরূপ কি না, তাহা জানিবার জন্য প্রতিদিন শাস্ত্র পরীক্ষা করা’ উচিত। (প্রেরিত ১৭:১১) এর জন্য সময় ও প্রচেষ্টার প্রয়োজন কিন্তু ফলস্বরূপ এটি অটল বিশ্বাস ও প্রত্যয় উৎপন্ন করে। ইফিষীয় ৩:১৭-১৯ পদের সাথে তুলনা করুন।
মিথ্যা ধর্মের দ্বারা বিভ্রান্তি
গডউইন নামে ঘানার একজন ব্যক্তি, প্রেসবিটারিয়ান গির্জা ও মেসোনিক সভাকক্ষের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করেছিলেন, যখন তার বয়স প্রায় ৭০ বছর ছিল। “গির্জার মধ্যে এমন কিছু চলছিল যা আমার কাছে আপত্তিকর মনে হয়েছিল,” গডউইন বলেন। “উদাহরণস্বরূপ, সেখানে প্রচণ্ড অন্তর্দ্বন্দ্ব ছিল এবং এখনও তা চলছে। কোন কোন সময় শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য পুলিশকে আসতে হত! আমি মনে করতাম যে, খ্রীষ্টের অনুগামীদের জন্য এটি করা যথার্থ ছিল না। এরপর, একজন সহপ্রেসবিটারিয়ান ও আমার মধ্যে কিছু সমস্যার সৃষ্টি হয়েছিল। একটি গণ আদালত মামলাটি শোনে এবং অপর ব্যক্তিটিকে দোষী সাব্যস্ত করে। কিন্তু গির্জার পরিচারক অন্যায়ভাবে সেই ব্যক্তিটির পক্ষ নেন ও সমস্ত মণ্ডলীর সামনে আমাকে অপমান করার চেষ্টা করেন! আমি এই বিষয়ে আমার মতামত স্পষ্টভাবে জানিয়ে দিয়ে গির্জা থেকে বেরিয়ে এসেছিলাম—আর কখনও ফিরে যাইনি।
“এরপর কিছু সময় কেটে যায় আর কয়েকজন যিহোবার সাক্ষী আমার বাড়িতে আসেন। প্রথম দিকে আমি শুধুমাত্র সাধারণভাবে তাদের কথা শুনেছিলাম, কারণ যারা ঈশ্বরের বিষয় কথা বলেন তাদের আমি ফিরিয়ে দিতে চাইনি। কিন্তু আমি লক্ষ্য করতে শুরু করেছিলাম যে, যদিও আমি অনেক দশক ধরে একজন প্রেসবিটারিয়ান ছিলাম, তবুও বাইবেলের অনেক কিছু বিষয় আমি জানতাম না। উদাহরণস্বরূপ, আমি কখনও জানতাম না যে বাইবেলে পরমদেশ পৃথিবীতে অনন্ত জীবনের আশা রয়েছে।b আর যখন আমি যিহোবার সাক্ষীদের সভাগুলিতে যোগ দিতে শুরু করি, তাদের আচরণ ও বিশেষভাবে তাদের মধ্যে যে যুবক-যুবতীরা ছিল তাদের পোশাক ও বেশভূষা আমাকে অত্যন্ত প্রভাবিত করেছিল। এরাই ছিলেন সেই লোক, যারা প্রকৃতপক্ষে বাইবেলের নীতিগুলি মেনে চলতেন!”
তবুও, ‘সত্য ক্রয়’ করার জন্য তার জীবনে কিছু কষ্টকর সমন্বয়সাধন করতে হয়েছিল। গডউইন স্মরণ করেন: “আমি মেসোনিক সভাকক্ষের একজন সদস্য ছিলাম। আর যদিও এটি ভ্রাতৃসমাজ হিসাবে পরিচিত ছিল যেটি এর সদস্যদের সাহায্য করত, আমি লক্ষ্য করেছিলাম যে এর বিভিন্ন আচার-অনুষ্ঠানের সাথে মাথার খুলি ও হাড়ের ব্যবহার আর আত্মার কাছে প্রার্থনা যুক্ত ছিল। আশা করা হত যে এই আত্মারা তাদের সাথে সম্পর্ক স্থাপনকারীদের আধ্যাত্মিক উন্নতির জন্য সাহায্য করত।
“আমার অধ্যয়ন আমাকে দেখতে সাহায্য করেছিল যে, যিহোবা ঈশ্বর প্রেতচর্চার সাথে যুক্ত যে কোন বিষয়কে ঘৃণা করেন কারণ তা একজনকে শয়তান ও তার মন্দ আত্মিক বাহিনীর অধীনে নিয়ে যায়।c সুতরাং, আমার কি এই অতীন্দ্রিয়বাদের সাথে জড়িত মেসোনিক সভাকক্ষের সদস্য হয়ে থাকা উচিত অথবা এর থেকে বেরিয়ে এসে যিহোবাকে খুশি করা উচিত? আমি পরেরটি বেছে নিয়েছিলাম। আমার কাছে ফ্রিম্যাসনের সভাকক্ষের সাথে যুক্ত যে সমস্ত বস্তু ছিল সেইগুলি আমি নষ্ট করেছিলাম, এমনকি সভাকক্ষের সভাগুলির জন্য ব্যবহৃত পোশাকটিও। আমি যীশুর এই প্রতিজ্ঞাটির সত্যতা অভিজ্ঞতা করেছিলাম, যখন তিনি বলেছিলেন, ‘সেই সত্য তোমাদিগকে স্বাধীন করিবে’! (যোহন ৮:৩২) এখন আমি আনন্দের সাথে আমার শেখা সত্যগুলি অপরের সাথে বন্টন করছি। এই বিষয়ে আমার কোন অনুশোচনা নেই।”
“সত্য ক্রয়” করতে গিয়ে হাজার হাজার সৎহৃদয়বান ব্যক্তিরা এইধরনের প্রচুর ত্যাগস্বীকার করেছেন। এখানে আলোচিত তিনজন খ্রীষ্টানের মত যে পরিবর্তনগুলি তারা করেছেন তার জন্য তাদেরও কোন অনুশোচনা নেই। বাইবেলের সত্য তাদের “ভাবীকালের জন্য উত্তম ভিত্তিমূলস্বরূপ নিধি” প্রদান করেছে, “যেন, যাহা প্রকৃতরূপে জীবন, তাহাই ধরিয়া রাখিতে পারে।” (১ তীমথিয় ৬:১৯) সেই “প্রকৃতরূপে জীবন” আর এর সাথে সংযুক্ত সমস্ত আশীর্বাদগুলি অনন্তকালের জন্য আপনারও হতে পারে, যদি আপনি “সত্য ক্রয়” করেন।
[পাদটীকাগুলো]
a আরও তথ্যের জন্য ওয়াচটাওয়ার বাইবেল অ্যান্ড ট্র্যাক্ট সোসাইটি দ্বারা প্রকাশিত, বাইবেল—ঈশ্বরের বাক্য অথবা মানুষের? (ইংরাজি) নামক বইটি দেখুন।
b উদাহরণস্বরূপ, গীতসংহিতা ৩৭:৯-১১, ২৯ পদ দেখুন।
c দ্বিতীয় বিবরণ ১৮:১০-১২ এবং গালাতীয় ৫:১৯-২১ পদগুলি দেখুন।
[৯ পৃষ্ঠার চিত্র]
নেথেনিয়েল
[৯ পৃষ্ঠার চিত্র]
গডউইন