-
যিহোবা আসলে কেমন?চিরকাল জীবন উপভোগ করুন!—ঈশ্বরের কাছ থেকে শিখুন
-
-
২. যিহোবার কোন কোন গুণ রয়েছে?
এটা সত্যি যে, আমরা যিহোবাকে দেখতে পাই না, কিন্তু তিনি একজন বাস্তব ব্যক্তি এবং তাঁর অনেক গুণ রয়েছে। আমরা যত বেশি তাঁর সম্বন্ধে জানব, তত বেশি তাঁকে ভালোবাসতে পারব। বাইবেল বলে, “সদাপ্রভু [“যিহোবা,” NW] ন্যায়বিচার ভালবাসেন; তিনি আপন সাধুগণকে পরিত্যাগ করেন না।” (গীতসংহিতা ৩৭:২৮) এ ছাড়া, তিনি হলেন “অত্যন্ত স্নেহময় ও করুণাময়।” বিশেষভাবে, তিনি সেই ব্যক্তিদের প্রতি তাঁর স্নেহ ও করুণা দেখিয়ে থাকেন, যারা কষ্টের মধ্যে রয়েছে। (যাকোব ৫:১১) বাইবেল জানায়, “সদাপ্রভু ভগ্নচিত্তদের নিকটবর্ত্তী, তিনি চূর্ণমনাদের পরিত্রাণ করেন।” (গীতসংহিতা ৩৪:১৮) আপনি কি জানেন, যিহোবা আমাদের কাজের মাধ্যমে প্রভাবিত হন? আমরা যখন কোনো খারাপ কাজ করি, তখন যিহোবা দুঃখ পান। (গীতসংহিতা ৭৮:৪০, ৪১) কিন্তু, আমরা যখন কোনো ভালো কাজ করি, তখন তিনি অনেক আনন্দিত হন।—পড়ুন, হিতোপদেশ ২৭:১১.
-
-
কীভাবে আমরা দেখাতে পারি যে, আমরা যিহোবাকে ভালোবাসি?চিরকাল জীবন উপভোগ করুন!—ঈশ্বরের কাছ থেকে শিখুন
-
-
কীভাবে আমরা দেখাতে পারি যে, আমরা যিহোবাকে ভালোবাসি?
বাইবেল অধ্যয়ন শুরু করার পর থেকে যিহোবার প্রতি আপনার ভালোবাসা কি বৃদ্ধি পেয়েছে? আপনি কি এই ভালোবাসা আরও বৃদ্ধি করতে চান? যদি চান, তা হলে আপনি নিশ্চিত থাকতে পারেন, যিহোবা আপনাকে আরও বেশি ভালোবাসবেন এবং আপনার যত্ন নেবেন। কিন্তু প্রশ্ন হল, কীভাবে আপনি দেখাতে পারেন যে, আপনি যিহোবাকে ভালোবাসেন?
১. কীভাবে আমরা দেখাতে পারি, আমরা যিহোবাকে ভালোবাসি?
যিহোবার আজ্ঞাগুলো পালন করার মাধ্যমে আমরা দেখাতে পারি যে, আমরা তাঁকে ভালোবাসি। (পড়ুন, ১ যোহন ৫:৩.) যিহোবা তাঁর আজ্ঞা পালন করার জন্য কাউকে জোর করেন না। এর পরিবর্তে, তিনি এই বিষয়টা আমাদের প্রত্যেকের উপর ছেড়ে দিয়েছেন যে, আমরা তাঁর বাধ্য হব কি না। কেন? কারণ তিনি চান যেন “আমরা সমস্ত হৃদয় দিয়ে” তাঁর ‘বাধ্য হই।’ (রোমীয় ৬:১৭) এর অর্থ হল, আমরা যেন চাপে পড়ে কিংবা বাধ্য হতে হবে বলে নয়, বরং ভালোবেসে তাঁর আজ্ঞাগুলোর বাধ্য হই। কিন্তু, এর জন্য আমাদের জানতে হবে, যিহোবা কী পছন্দ করেন এবং কী পছন্দ করেন না। এই বইয়ের বিভাগ ৩ ও ৪-এ আমরা এই বিষয়ে শিখব। যিহোবা যে-বিষয়গুলো পছন্দ করেন, আমরা যখন সেগুলো করব এবং তিনি যে-বিষয়গুলো পছন্দ করেন না, সেগুলো এড়িয়ে চলব, তখন আমরা দেখাব যে, আমরা তাঁকে ভালোবাসি।
২. কেন কখনো কখনো যিহোবার প্রতি ভালোবাসা দেখানো কঠিন বলে মনে হতে পারে?
বাইবেল বলে, “ধার্ম্মিকের বিপদ অনেক।” (গীতসংহিতা ৩৪:১৯) এইরকম কিছু বিপদ বা সমস্যা কী? আমাদের প্রত্যেককে নিজেদের দুর্বলতাগুলোর সঙ্গে লড়াই করতে হয়। এ ছাড়া, আমাদের হয়তো আর্থিক সমস্যার মুখোমুখি হতে হয়, অবিচার ভোগ করতে হয় এবং অন্যান্য সমস্যারও মুখোমুখি হতে হয়। এইরকম পরিস্থিতিতে যিহোবার আজ্ঞা পালন করা কঠিন বলে মনে হতে পারে আর ভুল পথে যাওয়া আমাদের জন্য আরও সহজ বলে মনে হতে পারে। কিন্তু, তারপরও আমরা যখন যিহোবার আজ্ঞা পালন করি, তখন দেখাই যে, আমরা সবচেয়ে বেশি তাঁকে ভালোবাসি। সেইসঙ্গে আমরা এটা প্রমাণ দিই যে, আমরা যিহোবার প্রতি অনুগত রয়েছি। আর আমরা নিশ্চিত থাকতে পারি, যিহোবাও আমাদের প্রতি অনুগত থাকবেন। তিনি কখনো আমাদের একা ছেড়ে দেবেন না।—পড়ুন, গীতসংহিতা ৪:৩.
গভীরভাবে গবেষণা করুন
আপনি যখন যিহোবার বাধ্য হন, তখন কেন তিনি খুশি হন এবং কোন বিষয়টা আপনাকে অনুগত থাকতে সাহায্য করতে পারে? আসুন তা জানি।
৩. শয়তান আপনার উপর অভিযোগ এনেছে
বাইবেল আমাদের জানায়, শয়তান ঈশ্বরের একজন দাস ইয়োবের উপর অভিযোগ এনেছিল। শয়তান এই একই অভিযোগ সেই সমস্ত ব্যক্তির উপরও এনেছে, যারা যিহোবাকে সেবা করতে চায়। ইয়োব ১:১, ৬–২:১০ পদ পড়ুন এবং এরপর এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করুন:
শয়তান কী বলেছিল, ইয়োব কেন যিহোবার প্রতি বাধ্য ছিলেন?—ইয়োব ১:৯-১১ পদ দেখুন।
সমস্ত মানুষ এবং আপনার উপরও শয়তান কোন অভিযোগ এনেছে?—ইয়োব ২:৪ পদ দেখুন।
ইয়োব ২৭:৫খ পদ পড়ুন এবং এরপর এই প্রশ্নটা নিয়ে আলোচনা করুন:
কীভাবে ইয়োব দেখিয়েছিলেন যে, তিনি সত্যিই যিহোবাকে ভালোবাসেন?
৪. যিহোবার হৃদয়কে আনন্দিত করুন
হিতোপদেশ ২৭:১১ পদ পড়ুন এবং এরপর এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করুন:
আপনি যখন জ্ঞানবান হবেন অর্থাৎ বুদ্ধির সঙ্গে কাজ করবেন আর যিহোবার আজ্ঞা পালন করবেন, তখন তাঁর কেমন লাগবে এবং কেন?
৫. আপনি যিহোবার প্রতি অনুগত থাকতে পারেন
যিহোবার প্রতি প্রেম আমাদের তাঁর সম্বন্ধে অন্যদের জানাতে পরিচালিত করবে আর আমরা যদি তাঁর প্রতি অনুগত থাকি, তা হলে আমরা কঠিন পরিস্থিতির মধ্যেও তা করে চলব। ভিডিওটা দেখুন এবং এরপর এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করুন।
যিহোবা সম্বন্ধে অন্যদের জানানো আপনার কি কখনো কঠিন বলে মনে হয়েছে?
গ্রেসন কীভাবে তার ভয় কাটিয়ে উঠেছিলেন?
যিহোবা যে-বিষয়গুলো ভালোবাসেন, আমরা যখন সেগুলো ভালোবাসি এবং তিনি যে-বিষয়গুলো ঘৃণা করেন, আমরা যখন সেগুলো ঘৃণা করি, তখন তাঁর প্রতি অনুগত থাকা আরও সহজ হয়ে যায়। গীতসংহিতা ৯৭:১০ পদ পড়ুন এবং এরপর এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করুন:
আপনি এই পর্যন্ত যা-কিছু শিখেছেন সেই অনুযায়ী, যিহোবা কোন বিষয়গুলো ভালোবাসেন এবং কোন বিষয়গুলো ঘৃণা করেন?
কীভাবে আপনি যে-বিষয়গুলো ভালো, সেগুলো ভালোবাসতে এবং যেগুলো মন্দ, সেগুলো ঘৃণা করা শিখতে পারেন?
৬. যিহোবার আজ্ঞা পালন করার ফলে আমরা উপকৃত হই
যিহোবার আজ্ঞা পালন করলে আমরা উপকার লাভ করি। যিশাইয় ৪৮:১৭, ১৮ পদ পড়ুন এবং এরপর এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করুন:
আপনি কি মনে করেন যে, যিহোবা আমাদের যা করতে বলেন, আমরা যদি তা করি, তা হলে আমাদেরই উপকার হবে? কেন আপনি তা মনে করেন?
বাইবেল এবং সত্য ঈশ্বর যিহোবা সম্বন্ধে আপনি যা-কিছু শিখেছেন, সেখান থেকে এই পর্যন্ত কোন উপকার লাভ করেছেন?
কেউ কেউ বলে থাকে: “আমি যা-কিছুই করি না কেন, তাতে ঈশ্বরের কিছু যায় আসে না।”
আপনি কোন শাস্ত্রপদটা দেখিয়ে এটা বোঝাতে পারেন যে, আমাদের কাজ হয় যিহোবাকে খুশি করে নতুবা দুঃখিত করে?
সারাংশ
যিহোবার আজ্ঞা পালন করার এবং কঠিন পরিস্থিতির মধ্যেও তাঁর প্রতি অনুগত থাকার মাধ্যমে আপনি দেখান যে, তাঁকে আপনি ভালোবাসেন।
পুনরালোচনা
ইয়োবের কাছ থেকে আপনি কী শিখেছেন?
কীভাবে আপনি দেখাতে পারেন যে, আপনি যিহোবাকে ভালোবাসেন?
যিহোবার প্রতি অনুগত থাকার জন্য কোন বিষয়টা আপনাকে সাহায্য করতে পারে?
আরও জানুন
যিহোবা ও মণ্ডলীর প্রতি কীভাবে আপনি অনুগত থাকতে পারেন? আসুন তা জানি।
শয়তান মানুষের উপর কোন অভিযোগ এনেছে? আসুন সেই বিষয়ে আরও জানি।
“ইয়োব তার নীতিনিষ্ঠা বজায় রাখেন” (বাইবেল—এই বইয়ে কোন বার্তা রয়েছে? খণ্ড ৬)
কীভাবে ছোটো বাচ্চারাও দেখাতে পারে, তারা যিহোবাকে ভালোবাসে? আসুন তা দেখি।
কীভাবে অল্পবয়সিরা খারাপ কাজ করার চাপ আসা সত্ত্বেও, যিহোবার প্রতি অনুগত থাকতে পারে? আসুন তা দেখি।
-