-
প্রকৃতি কী শিক্ষা দেয়?২০০৬ সচেতন থাক! | অক্টোবর
-
-
টিকটিকির পায়ের নকশাকে নকল করা
স্থলচর প্রাণীদের কাছ থেকেও মানুষ অনেক কিছু শিখতে পারে। উদাহরণস্বরূপ, টিকটিকি নামে পরিচিত এই ছোট্ট সরীসৃপের দেওয়াল বেয়ে ওঠার ও ঘরের ছাদের দেওয়ালে উলটোভাবে ঝুলে থাকার ক্ষমতা রয়েছে। এমনকি বাইবেলের সময়েও এই প্রাণী তার এই বিস্ময়কর ক্ষমতার জন্য পরিচিত ছিল। (হিতোপদেশ ৩০:২৮) মহাকর্ষ শক্তিকে তুচ্ছ করার বিষয়ে টিকটিকির এই ক্ষমতার রহস্যটা কী?
টিকটিকির পা ক্ষুদ্র ক্ষুদ্র লোমগুলোর দ্বারা আবৃত থাকায় এরা এমনকি কাচের মতো মসৃণ তলের ওপরও লেগে থাকতে পারে। পা থেকে কোনোরকম আঠালো পদার্থ ক্ষরিত হয় না। বরং, সেগুলো অতি ক্ষুদ্র আণবিক শক্তিকে কাজে লাগায়। টিকটিকির পায়ের তলা ও দেওয়ালে বিদ্যমান অণুগুলো ভ্যানডার ওয়ালস নামে পরিচিত খুবই দুর্বল আকর্ষণ শক্তির কারণে একে অন্যের সঙ্গে লেগে থাকে। সাধারণত, মহাকর্ষ শক্তি এই শক্তিগুলোকে সহজেই দমন করে, যেকারণে মানুষ দেওয়ালে শুধু হাত রেখে সেটা বেয়ে উঠতে পারে না। কিন্তু, টিকটিকির পায়ের ক্ষুদ্র ক্ষুদ্র লোম দেওয়ালের সংস্পর্শে এসে সেই জায়গায় ছড়িয়ে পড়ে। টিকটিকির পায়ের তলায় অগণিত লোমে বিদ্যমান ভ্যানডার ওয়ালস শক্তিকে গুণ করলে এগুলো অতি ক্ষুদ্র টিকটিকির ওজনকে ধরে রাখার জন্য যথেষ্ট আকর্ষণ সৃষ্টি করে।
কীভাবে এই আবিষ্কারের সদ্ব্যবহার করা যেতে পারে? টিকটিকির পা-কে নকল করে তৈরি সিনথেটিক দ্রব্যগুলো ভেলক্রোর বিকল্প হিসেবে ব্যবহার করা যেতে পারে—ভেলক্রো হচ্ছে আরেকটা জিনিস, যেটাও প্রকৃতি থেকে নকল করা হয়েছে।a দি ইকনমিস্ট পত্রিকা একজন গবেষকের কথা উদ্ধৃতি করে, যিনি বলেছিলেন, “চিকিৎসায় যেখানে রাসায়নিক আঠা ব্যবহার করা যায় না,” সেই ক্ষেত্রে “টিকটিকির টেপ” ব্যবহার করা যেতে পারে।
-
-
প্রকৃতি কী শিক্ষা দেয়?২০০৬ সচেতন থাক! | অক্টোবর
-
-
যেখানে-সেখানে সহজেই ঘোরানো যায় এমন বিমান গাংচিলের ডানাকে নকল করে
-