-
টাকাপয়সার বিষয়ে বিজ্ঞ দৃষ্টিভঙ্গি কী?২০০৭ সচেতন থাক! | জুলাই
-
-
বাইবেলের দৃষ্টিভঙ্গি
টাকাপয়সার বিষয়ে বিজ্ঞ দৃষ্টিভঙ্গি কী?
‘ধন আশ্রয় বটে,’ বাইবেল বলে। (উপদেশক ৭:১২) যেহেতু ধন বা টাকাপয়সা দিয়ে খাদ্য, বস্ত্র ও বাসস্থান কেনা যায়, তাই টাকাপয়সা দারিদ্রের সঙ্গে সম্পর্কযুক্ত দুঃখকষ্টের বিরুদ্ধে এক আশ্রয় বা সুরক্ষা প্রদান করে। বস্তুতপক্ষে, বলতে গেলে টাকাপয়সা দিয়ে বস্তুগতভাবে যেকোনো জিনিসই কেনা যেতে পারে। এটা “সকলই যোগায়,” উপদেশক ১০:১৯ পদ বলে।
-
-
টাকাপয়সার বিষয়ে বিজ্ঞ দৃষ্টিভঙ্গি কী?২০০৭ সচেতন থাক! | জুলাই
-
-
টাকাপয়সার চেয়ে আরও উত্তম কিছু
টাকাপয়সা সুরক্ষা প্রদান করে এই কথা বলার সময়, রাজা শলোমন আরও বলেছিলেন যে, “প্রজ্ঞা আশ্রয়,” কারণ তা “আপন অধিকারীর জীবন রক্ষা করে।” (উপদেশক ৭:১২) তিনি কী বোঝাতে চেয়েছিলেন? শলোমন এখানে সেই প্রজ্ঞার বিষয়ে উল্লেখ করছিলেন, যেটার ভিত্তি হল শাস্ত্রের সঠিক জ্ঞান ও ঈশ্বরের প্রতি গঠনমূলক ভয়। টাকাপয়সার চেয়ে শ্রেষ্ঠ, এই ধরনের ঈশ্বরীয় প্রজ্ঞা একজন ব্যক্তিকে জীবনের অসংখ্য ফাঁদ ও এমনকি অকালমৃত্যুর হাত থেকে রক্ষা করতে পারে। এ ছাড়া একটা রাজমুকুটের মতো, প্রকৃত প্রজ্ঞা যারা এর অধিকারী তাদেরকে উচ্চীকৃত করে এবং তাদের জন্য সম্মান নিয়ে আসে। (হিতোপদেশ ২:১০-২২; ৪:৫-৯) আর এটা ঈশ্বরের অনুগ্রহ লাভ করতে সাহায্য করে বলে এটাকে “জীবনবৃক্ষ” বলা হয়েছে।—হিতোপদেশ ৩:১৮.
যারা আন্তরিকভাবে এই ধরনের প্রজ্ঞা চায় এবং যারা এটার অনুসন্ধান করতে ইচ্ছুক, তারা সহজে প্রাপ্তিসাধ্য এই প্রজ্ঞা খুঁজে পায়। “বৎস, তুমি যদি . . . সুবিবেচনাকে আহ্বান কর, যদি বুদ্ধির জন্য উচ্চৈঃস্বর কর; যদি রৌপ্যের ন্যায় তাহার অন্বেষণ কর, গুপ্ত ধনের ন্যায় তাহার অনুসন্ধান কর; তবে সদাপ্রভুর ভয় বুঝিতে পারিবে, ঈশ্বরবিষয়ক জ্ঞান প্রাপ্ত হইবে। কেননা সদাপ্রভুই প্রজ্ঞা দান করেন, তাঁহারই মুখ হইতে জ্ঞান ও বুদ্ধি নির্গত হয়।”—হিতোপদেশ ২:১-৬.
-