পাঠ ২৫
কেন ঈশ্বর আমাদের সৃষ্টি করেছেন?
বাইবেল বলে, মানুষের জীবন “অল্পায়ু ও উদ্বেগে পরিপূর্ণ।” (ইয়োব ১৪:১) ঈশ্বর কি আমাদের জন্য এই ধরনের জীবন চান? যদি না চান, তা হলে তিনি কোন উদ্দেশ্য নিয়ে আমাদের সৃষ্টি করেছেন? তাঁর উদ্দেশ্য কি কখনো পরিপূর্ণ হবে? বাইবেলে এই প্রশ্নগুলোর উত্তর রয়েছে, যেগুলো জেনে আপনি খুশি হবেন।
১. যিহোবা আমাদের জন্য কোন ধরনের জীবন চান?
যিহোবা আমাদের জন্য যে-ধরনের জীবন চান, সেটার চেয়ে ভালো জীবন আর হতে পারে না। তিনি প্রথম মানব দম্পতি আদম ও হবাকে সৃষ্টি করার পর তাদের পরমদেশে রেখেছিলেন অর্থাৎ এমন একটা সুন্দর বাগানে রেখেছিলেন, যেটাকে এদন উদ্যান বলা হয়েছে। এরপর, “ঈশ্বর তাহাদিগকে আশীর্ব্বাদ করিলেন; ঈশ্বর কহিলেন, তোমরা প্রজাবন্ত ও বহুবংশ হও, এবং পৃথিবী পরিপূর্ণ ও বশীভূত কর।” (আদিপুস্তক ১:২৮) যিহোবা চেয়েছিলেন, আদম ও হবার যেন সন্তান হয় এবং তারা পুরো পৃথিবীকে পরমদেশের মতো সুন্দর করে তোলে আর জীবজন্তুর দেখাশোনা করে। তিনি চেয়েছিলেন, মানুষ যেন সবসময় সুস্থ থাকে এবং চিরকাল বেঁচে থেকে জীবন উপভোগ করে।
কিন্তু, যিহোবা শুরুতে যেমন চেয়েছিলেন, মানুষের জীবন আজ তেমন নয়।a তবে, এর অর্থ এই নয় যে, ঈশ্বরের উদ্দেশ্য বদলে গিয়েছে। (যিশাইয় ৪৬:১০, ১১) তিনি এখনও চান, যারা তাঁর আজ্ঞার বাধ্য হয়, তারা যেন কোনোরকম কষ্ট ছাড়াই চিরকাল বেঁচে থাকে।—পড়ুন, প্রকাশিত বাক্য ২১:৩, ৪.
২. কীভাবে আজ আমরা প্রকৃত সুখ এবং জীবনের উদ্দেশ্য খুঁজে পেতে পারি?
যিহোবা আমাদের এমনভাবে সৃষ্টি করেছেন যে, আমাদের মধ্যে ‘ঈশ্বরের কাছ থেকে নির্দেশনা লাভ করার জন্য আকাঙ্ক্ষা‘ রয়েছে, অর্থাৎ আমাদের মধ্যে ঈশ্বরকে জানার এবং তাঁকে উপাসনা করার ইচ্ছা রয়েছে। (পড়ুন, মথি ৫:৩-৬.) যিহোবা চান যেন আমরা তাঁর সঙ্গে ঘনিষ্ঠ বন্ধুত্ব গড়ে তুলি, ‘সমস্ত বিষয়ে তাঁর দেখানো পথে চলি, তাঁকে ভালোবাসি’ এবং ‘সমস্ত হৃদয়’ দিয়ে তাঁর সেবা করি। (দ্বিতীয় বিবরণ ১০:১২; যাকোব ২:২৩) আমরা যখন এগুলো করব, তখন আমাদের জীবনে যত সমস্যাই আসুক না কেন, আমরা প্রকৃত সুখ খুঁজে পাব। যিহোবার উপাসনা করার অর্থাৎ তাঁর ইচ্ছা অনুযায়ী জীবনযাপন করার মাধ্যমে আমরা জীবনের প্রকৃত উদ্দেশ্য খুঁজে পাব।
গভীরভাবে গবেষণা করুন
যিহোবা কত সুন্দর করে এবং প্রেমের সঙ্গে আমাদের জন্য পৃথিবী সৃষ্টি করেছেন, সেই সম্বন্ধে জানুন আর তাঁর বাক্য থেকে এটাও জানুন যে, কেন তিনি আমাদের সৃষ্টি করেছেন।
৩. যিহোবার উদ্দেশ্য হল, মানুষ যেন এক অপূর্ব জীবন উপভোগ করে
ভিডিওটা দেখুন এবং এরপর এই প্রশ্নটা নিয়ে আলোচনা করুন।
কেন যিহোবা এই পৃথিবী এত সুন্দর করে সৃষ্টি করেছেন?
উপদেশক ৩:১১ পদ পড়ুন এবং এরপর এই প্রশ্নটা নিয়ে আলোচনা করুন:
এই শাস্ত্রপদ থেকে আমাদের জন্য যিহোবার যে-উদ্দেশ্য রয়েছে, সেই সম্বন্ধে আপনি কী শিখতে পারেন?
৪. যিহোবার উদ্দেশ্য বদলে যায়নি
গীতসংহিতা ৩৭:১১, ২৯ এবং যিশাইয় ৫৫:১১ পদ পড়ুন এবং এরপর এই প্রশ্নটা নিয়ে আলোচনা করুন:
কেন আমরা বলতে পারি, যিহোবা যে-উদ্দেশ্য নিয়ে আমাদের সৃষ্টি করেছেন, তা বদলে যায়নি?
৫. যিহোবার উপাসনা করার মাধ্যমে আমরা জীবনের প্রকৃত উদ্দেশ্য খুঁজে পাই
আমরা যখন জানতে পারব যে, ঈশ্বর আমাদের কোন উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন, তখন আমরা প্রকৃত সুখ লাভ করব। ভিডিওটা দেখুন এবং এরপর এই প্রশ্নটা নিয়ে আলোচনা করুন।
জীবনের উদ্দেশ্য সম্বন্ধে জেনে টেরোমি কীভাবে উপকৃত হয়েছিলেন?
উপদেশক ১২:১৩ পদ পড়ুন এবং এরপর এই প্রশ্নটা নিয়ে আলোচনা করুন:
যিহোবা যেহেতু আমাদের জন্য অনেক কিছু করেছেন, তাই এখন আমাদের কর্তব্য কী?
কেউ কেউ বলে থাকে: “জন্মালে মরতে হবে।”
এই বিষয়ে আপনি কী বলবেন?
সারাংশ
যিহোবা চান আমরা যেন কোনোরকম দুঃখকষ্ট ছাড়াই চিরকাল ধরে এই পৃথিবীতে বেঁচে থাকি। আমরা যখন সমস্ত হৃদয় দিয়ে তাঁর উপাসনা করব, তখন আমরা বর্তমানেও প্রকৃত সুখ এবং জীবনের উদ্দেশ্য খুঁজে পাব।
পুনরালোচনা
প্রথম মানব দম্পতি আদম ও হবার জন্য যিহোবার কোন উদ্দেশ্য ছিল?
কেন আমরা বলতে পারি, যিহোবার উদ্দেশ্য বদলে যায়নি?
কীভাবে আপনি বর্তমানে প্রকৃত সুখ এবং জীবনের উদ্দেশ্য খুঁজে পেতে পারেন?
আরও জানুন
এদন উদ্যান যে সত্যিই ছিল, সেই বিষয়ে আসুন কিছু প্রমাণ লক্ষ করি।
“এদন উদ্যান—এটা কি সত্যিই ছিল?” (প্রহরীদুর্গ, জানুয়ারি ১, ২০১১, ইংরেজি)
কেন আমরা বলতে পারি যে, পৃথিবী কখনো ধ্বংস হবে না? আসুন তা জানি।
আমাদের জীবনের উদ্দেশ্য সম্বন্ধে বাইবেল কী বলে? তা জানুন।
একজন ব্যক্তির কাছে সমস্ত কিছু থাকা সত্ত্বেও তার মনে হয়েছিল তার জীবনে কোনো কিছুর অভাব রয়েছে। কীভাবে তিনি জানতে পেরেছিলেন যে, তার জীবনে কীসের অভাব রয়েছে, তা ভিডিওতে দেখুন।
a পরের পাঠে আমরা শিখব, যিহোবা যেমন চেয়েছিলেন, কেন আজ আমাদের জীবন তেমন নয়।