-
সমস্যা থাকা সত্ত্বেও আমরা যিহোবার সাহায্যে আনন্দে থাকতে পারি!প্রহরীদুর্গ (অধ্যয়ন)—২০২২ | নভেম্বর
-
-
যিহোবা আমাদের সঠিক পথ দেখান
৮. অতীতে যিশাইয় ৩০:২০, ২১ পদে লেখা ভবিষ্যদ্বাণী কীভাবে পরিপূর্ণ হয়েছিল?
৮ যিশাইয় ৩০:২০, ২১ পদ পড়ুন। ব্যাবিলনের সৈন্যেরা দেড় বছর ধরে জেরুসালেম নগরকে ঘিরে রেখেছিল। সেই সময়টা যিহুদিদের জন্য অনেক কঠিন ছিল। ঠিক যেমন, আমরা প্রতিদিন খাবার খাই এবং জল পান করি, একইভাবে প্রত্যেক দিন তাদের দুঃখ এবং সমস্যাগুলোর সঙ্গে লড়াই করতে হত। কিন্তু, ২০ ও ২১ পদে যেমনটা বলা হয়েছে, যিহোবা যিহুদিদের কাছে প্রতিজ্ঞা করেছিলেন, যদি তারা অনুতপ্ত হয় এবং নিজেদের পরিবর্তন করে, তা হলে তিনি তাদের রক্ষা করবেন। যিশাইয় যিহোবাকে একজন মহান ‘শিক্ষক’ বলে উল্লেখ করেছিলেন এবং যিহুদিদের আশ্বাস দিয়েছিলেন, যিহোবা তাদের শেখাবেন যে, কীভাবে তাঁর উপাসনা করা উচিত। যিহুদিরা যখন ব্যাবিলন থেকে মুক্ত হয়েছিল, তখন যিশাইয়ের ভবিষ্যদ্বাণী পরিপূর্ণ হয়েছিল। আর যিহোবা তাঁর লোকদের সঠিক পথ দেখিয়েছিলেন এবং তারা আবারও বিশুদ্ধ উপাসনা শুরু করেছিল। ইজরায়েলীয়েরা দেখতে পেরেছিল, যিহোবা একজন মহান শিক্ষক। আমরা খুব খুশি যে, আজ যিহোবা একজন মহান শিক্ষক হিসেবে আমাদেরও ক্রমাগত শিক্ষা দিচ্ছেন।
-
-
সমস্যা থাকা সত্ত্বেও আমরা যিহোবার সাহায্যে আনন্দে থাকতে পারি!প্রহরীদুর্গ (অধ্যয়ন)—২০২২ | নভেম্বর
-
-
১০. আজ আমরা কীভাবে পিছন থেকে যিহোবার কথা শুনতে পাই?
১০ এরপর যিশাইয় আরেকটা উপায় সম্বন্ধে বলেন, যেটার মাধ্যমে যিহোবা আমাদের শিক্ষা দেন। তিনি লিখেছিলেন, “তোমার কর্ণ পশ্চাৎ হইতে এই [কথা] শুনিতে পাইবে।” যিশাইয় আসলে বলতে চাইছিলেন, যিহোবা যেন একজন শিক্ষকের মতো, যিনি ছাত্রদের পিছনে পিছনে রয়েছেন আর তাদের বলছেন, কোন পথে তাদের চলা উচিত। আজ আমরাও যখন বাইবেল পড়ি, তখন যেন পিছন থেকে আমরা যিহোবার কথা শুনতে পাই। কেন? এর কারণ হল, বাইবেল আজ থেকে হাজার হাজার বছর আগে লেখা হয়েছিল। তাই, আমরা যখন এটিতে লেখা কথাগুলো পড়ি, তখন বলতে গেলে পিছন থেকে আমরা যিহোবার কথা শুনতে পাই।—যিশা ৫১:৪.
১১. সমস্যা এলেও ধৈর্য ধরার জন্য এবং আনন্দে থাকার জন্য আমাদের কী করতে হবে আর কেন?
১১ আজ যিহোবা আমাদের বাইবেল এবং তাঁর সংগঠনের মাধ্যমে শেখানোর জন্য যে-ব্যবস্থা করেছেন, তা থেকে কীভাবে আমরা পুরোপুরি উপকার লাভ করতে পারি? লক্ষ করুন, যিশাইয় দুটো বিষয় লিখেছিলেন। তিনি লিখেছিলেন, “এই পথ।” আর এরপর তিনি লিখেছিলেন, “তোমরা এই পথেই চল।” (যিশা ৩০:২০, ২১) এর অর্থ হল, আমাদের জানতে হবে, আমাদের কোন পথে চলা উচিত। তবে, শুধু এতটুকুই যথেষ্ট নয়, আমাদের সেই পথে চলতেও হবে। বাইবেল এবং ঈশ্বরের সংগঠনের মাধ্যমে আমরা জানতে পারি, যিহোবা আমাদের কাছ থেকে কী আশা করেন। আমরা এও জানতে পারি, কীভাবে আমরা ঈশ্বরের পথে চলতে পারি। তবে, এই বিষয়গুলো শুধু জানাই যথেষ্ট নয়, আমরা যে-বিষয়গুলো শিখি, সেগুলো আমাদের মেনে চলতেও হবে। আমরা যখন তা করব, তখন সমস্যা এলেও আমরা ধৈর্য ধরতে পারব এবং আনন্দের সঙ্গে যিহোবার সেবা করে যেতে পারব। এর ফলে, যিহোবা নিশ্চয়ই আমাদের অনেক আশীর্বাদও করবেন।
-