ঈশ্বরের বাক্যের গুপ্তধন | যিশাইয় ২৯-৩৩
“এক রাজা ধার্ম্মিকতায় রাজত্ব করিবেন”
রাজা যিশু, “শাসনকর্ত্তৃগণ” অর্থাৎ প্রাচীনদের জুগিয়েছেন, যারা পালের যত্ন নেন
“ঝটিকা” বা ঝড় ‘হইতে অন্তরালের’ মতো, তারা তাড়না ও নিরুৎসাহিতার ঝড় থেকে পালকে সুরক্ষিত রাখার জন্য কাজ করেন
‘শুষ্ক স্থানে জলস্রোতের’ মতো, তারা বিশুদ্ধ সত্যের বাক্যের মাধ্যমে আধ্যাত্মিকভাবে তৃষ্ণার্ত ব্যক্তিদের সতেজ করেন
‘শ্রান্তিজনক ভূমিতে কোন প্রকাণ্ড শৈলের ছায়ার’ মতো, তারা আধ্যাত্মিক নির্দেশনা ও উৎসাহ প্রদান করার মাধ্যমে পালের মেষদের জন্য স্বস্তি নিয়ে আসেন