-
যিহোবা তাঁর লোকেদের জ্যোতি দিয়ে বিভূষিত করেন২০০২ প্রহরীদুর্গ | জুলাই ১
-
-
৪, ৫. (ক) যিহোবা একজন স্ত্রীলোককে কী করার জন্য আদেশ দিয়েছিলেন এবং তিনি কোন্ প্রতিজ্ঞা করেছিলেন? (খ) যিশাইয় ৬০ অধ্যায়ে কোন্ রোমাঞ্চকর তথ্য রয়েছে?
৪ যিশাইয় ৬০ অধ্যায়ের শুরুর কথাগুলো একজন স্ত্রীলোকের উদ্দেশে বলা হয়েছে, যিনি করুণ অবস্থার মধ্যে রয়েছেন—ঘুটঘুটে অন্ধকারে, মাটিতে উপুড় হয়ে শুয়ে আছেন। হঠাৎ করে, অন্ধকারে জ্যোতি দেখা যায় আর যিহোবা ডেকে বলেন: “উঠ, হে স্ত্রীলোক দীপ্তিমতী হও, কেননা তোমার দীপ্তি উপস্থিত, সদাপ্রভুর প্রতাপ তোমার উপরে উদিত হইল।” (যিশাইয় ৬০:১) ওই স্ত্রীলোকের উঠে দাঁড়িয়ে ঈশ্বরের আলো অর্থাৎ তাঁর প্রতাপ প্রতিফলিত করার সময় এসেছে। কেন? এর উত্তর আমরা পরের পদে পাই: “দেখ, অন্ধকার পৃথিবীকে, ঘোর তিমির জাতিগণকে, আচ্ছন্ন করিতেছে, কিন্তু তোমার উপরে সদাপ্রভু উদিত হইবেন, এবং তাঁহার প্রতাপ তোমার উপরে দৃষ্ট হইবে।” (যিশাইয় ৬০:২) ওই স্ত্রীলোক যখন যিহোবার আদেশ মেনে চলেন, তখন তাকে এক চমৎকার ফলাফলের বিষয়ে আশ্বাস দেওয়া হয়। যিহোবা বলেন: “জাতিগণ তোমার দীপ্তির কাছে আগমন করিবে, রাজগণ তোমার অরুণোদয়ের আলোর কাছে আসিবে।”—যিশাইয় ৬০:৩.
৫ এই তিনটে পদের রোমাঞ্চকর কথাগুলো থেকে যিশাইয় ৬০ অধ্যায়ের বাকি পদগুলোতে কী বলা আছে, তার ভূমিকা এবং সারাংশ পাওয়া যায়। এটা ভবিষ্যদ্বাণীতে বলা স্ত্রীলোকের অভিজ্ঞতা সম্বন্ধে জানায় ও সেইসঙ্গে বর্ণনা করে যে, মানবজাতির মধ্যে অন্ধকার থাকা সত্ত্বেও আমরা কীভাবে যিহোবার জ্যোতিতে থাকতে পারি। কিন্তু, শুরুর এই তিনটে পদে যে-প্রতীকগুলো রয়েছে, তার মানে আসলে কী?
৬. যিশাইয় ৬০ অধ্যায়ে বলা ওই স্ত্রীলোক কে এবং পৃথিবীতে কারা তার প্রতিনিধিত্ব করেন?
৬ যিশাইয় ৬০:১-৩ পদে বলা স্ত্রীলোক হল সিয়োন অর্থাৎ আত্মিক প্রাণীদের নিয়ে গঠিত যিহোবার স্বর্গীয় সংগঠন। আজকে, পৃথিবীতে ‘ঈশ্বরের ইস্রায়েল’ অর্থাৎ আত্মায় অভিষিক্ত খ্রীষ্টানদের আন্তর্জাতিক মণ্ডলীর অবশিষ্ট ব্যক্তিরা, যাদের স্বর্গে খ্রীষ্টের সঙ্গে রাজত্ব করার আশা আছে, তারা সিয়োনকে প্রতিনিধিত্ব করেন। (গালাতীয় ৬:১৬) এই আত্মিক জাতির সদস্য সংখ্যা ১,৪৪,০০০ এবং এদের মধ্যে আজকে পৃথিবীতে এই “শেষ কালে” যারা বেঁচে আছেন তাদের ঘিরেই যিশাইয় ৬০ অধ্যায়ের ভবিষ্যদ্বাণী পরিপূর্ণ হচ্ছে। (২ তীমথিয় ৩:১; প্রকাশিত বাক্য ১৪:১) শুধু তাই নয়, এই ভবিষ্যদ্বাণীতে অভিষিক্ত খ্রীষ্টানদের সঙ্গী, ‘অপর মেষদের’ “বিস্তর লোক” সম্বন্ধে অনেক কিছু বলার আছে।—যোহন ১০:১৬ক, NW; প্রকাশিত বাক্য ৭:৯.
-
-
যিহোবা তাঁর লোকেদের জ্যোতি দিয়ে বিভূষিত করেন২০০২ প্রহরীদুর্গ | জুলাই ১
-
-
৮. কোন্ নাটকীয় পরিবর্তন ১৯১৯ সালে ঘটে এবং এর ফল কী হয়?
৮ কিন্তু, ১৯১৯ সালে এক নাটকীয় পরিবর্তন ঘটে। যিহোবা সিয়োনের ওপর জ্যোতি বর্ষণ করেন! ঈশ্বরের ইস্রায়েলের রক্ষাপ্রাপ্ত লোকেরা ঈশ্বরের জ্যোতি প্রতিফলিত করার জন্য উঠে দাঁড়ান এবং আবারও নির্ভীকভাবে সুসমাচার ঘোষণা করতে শুরু করেন। (মথি ৫:১৪-১৬) এই খ্রীষ্টানদের নবোদ্যগের কারণে অন্যেরা যিহোবার জ্যোতিতে এসেছিলেন। প্রথমে, নবাগতদের ঈশ্বরের ইস্রায়েলের অতিরিক্ত সদস্য হিসেবে অভিষিক্ত করা হয়েছিল। যিশাইয় ৬০:৩ পদে তাদের রাজগণ হিসেবে বর্ণনা করা হয়েছে, কারণ তারা ঈশ্বরের স্বর্গীয় রাজ্যে খ্রীষ্টের সহ উত্তরাধিকারী হবেন। (প্রকাশিত বাক্য ২০:৬) পরে, অপর মেষদের এক বিরাট জনতা যিহোবার জ্যোতিতে আসতে শুরু করে। এরাই ভবিষ্যদ্বাণীতে বলা “জাতিগণ।”
-