-
আপনি কি ‘জাগিয়া থাকিবেন’?২০১৫ প্রহরীদুর্গ | মার্চ ১৫
-
-
৯. (ক) “ঢুলিতে” থাকার বিষয়ে যিশু কোন সাবধানবাণী দিয়েছিলেন? (খ) অভিষিক্ত ব্যক্তিরা এই উচ্চরবের প্রতি কেমন সাড়া দিয়েছে: “দেখ, বর!”? (এ ছাড়া, পাদটীকা দেখুন।)
৯ এ ছাড়া, সুবুদ্ধি কুমারীরা বর আসার জন্য তৈরি ছিল কারণ তারা সজাগ থেকেছিল। কিন্তু, দৃষ্টান্ত অনুসারে দশ কুমারীই বরের জন্য অপেক্ষা করার সময় ‘ঢুলিতে ঢুলিতে ঘুমাইয়া পড়িয়াছিল,’ যার আসতে দেরি হচ্ছে বলে মনে হয়েছিল। তাই, আজকে অভিষিক্ত ব্যক্তিদের পক্ষে কি ‘ঘুমাইয়া পড়া’ অর্থাৎ খ্রিস্টের আগমনের জন্য অপেক্ষা করার সময় বিক্ষিপ্ত হয়ে পড়া সম্ভব? হ্যাঁ। যিশু জানতেন, এমনকী একজন ইচ্ছুকমনা ও উৎসুক ব্যক্তিও তাঁর আগমনের জন্য অপেক্ষা করার সময় দুর্বল ও বিক্ষিপ্ত হয়ে পড়তে পারেন। তাই, বিশ্বস্ত অভিষিক্ত খ্রিস্টানরা সজাগ থাকার জন্য এমনকী আরও কঠোর প্রচেষ্টা করে। কীভাবে? দৃষ্টান্ত অনুসারে, দশ কুমারীই এই উচ্চরবে সাড়া দিয়েছিল: “দেখ, বর!” কিন্তু, কেবল সুবুদ্ধি কুমারীরাই সজাগ ছিল। (মথি ২৫:৫, ৬; ২৬:৪১) একইভাবে, শেষকালে বিশ্বস্ত অভিষিক্ত খ্রিস্টানরা এই উচ্চরবে সাড়া দিয়েছে, “দেখ, বর!” তারা এই দৃঢ় প্রমাণ গ্রহণ করেছে যে, যিশু আসতে যাচ্ছেন আর তাই তারা তাঁর আগমনের জন্য তৈরি।a আসুন আমরা যিশুর দৃষ্টান্তের শেষ অংশটা পরীক্ষা করে দেখি, যা এক নির্দিষ্ট সময়কালকে নির্দেশ করে।
-
-
আপনি কি ‘জাগিয়া থাকিবেন’?২০১৫ প্রহরীদুর্গ | মার্চ ১৫
-
-
a দৃষ্টান্তের মধ্যে “দেখ, বর!” (৬ পদ) এই উচ্চরব এবং বর আসার (১০ পদ) মধ্যে একটা সময়কাল রয়েছে। শেষকালজুড়ে অভিষিক্ত ব্যক্তিরা সজাগ রয়েছে। তারা যিশুর উপস্থিতির চিহ্ন শনাক্ত করতে পেরেছে আর তাই তারা জানে, তিনি ঈশ্বরের রাজ্যে রাজা হিসেবে শাসন করছেন। তা সত্ত্বেও, তিনি আসার আগে পর্যন্ত তাদের অবশ্যই সজাগ থাকতে হবে।
-