-
যখন সশস্ত্র ডাকাতদল হামলা করে১৯৯৮ প্রহরীদুর্গ | ডিসেম্বর ১৫
-
-
যখন সশস্ত্র ডাকাতদল আসে
কিন্তু আপনি কী করবেন যদি ডাকাতেরা আপনার ঘরে ঢুকে পড়ে এবং আপনাকে ঘিরে ফেলে? মনে রাখবেন আপনার জীবন সম্পদের তুলনায় অনেক বেশি মূল্যবান। যীশু খ্রীষ্ট বলেছিলেন: “তোমরা দুষ্টের প্রতিরোধ করিও না; বরং যে কেহ তোমার দক্ষিণ গালে চড় মারে, অন্য গাল তাহার দিকে ফিরাইয়া দেও। আর যে . . . তোমার আঙ্রাখা লইতে চায়, তাহাকে চোগাও লইতে দেও।”—মথি ৫:৩৯, ৪০.
এটি একটি বিজ্ঞ পরামর্শ। যদিও খ্রীষ্টানেরা তাদের বিষয়সম্পত্তি কোথায় আছে তা ডাকাতদের বলতে বাধ্য নন কিন্তু ডাকাতরা যদি টের পায় যে তাদের সবকিছু ঠিক-ঠিক বলা হচ্ছে না বা কিছু লুকানো হচ্ছে অথবা তাদের ধোকা দেওয়ার চেষ্টা করা হচ্ছে তাহলে তারা আরও হিংস্র হয়ে উঠতে পারে। তাদের মধ্যে অনেকেই “অসাড় হইয়া, [সম্পূর্ণ হিতাহিত জ্ঞান হারিয়ে]” সহজেই নৃশংস, নির্মম হয়ে ওঠে।—ইফিষীয় ৪:১৯.
স্যামুয়েল একটি এপার্টমেন্ট কমপ্লেক্স-এ থাকেন। ডাকাতেরা বিল্ডিং ঘেরাও করে একটির পর একটি ফ্ল্যাটে ডাকাতি করতে থাকে। স্যামুয়েল গুলির আওয়াজ, দরজা ভাঙ্গার শব্দ আর চিৎকার, কান্না ও আর্তনাদ শুনতে পান। পালানো সম্ভব ছিল না। স্যামুয়েল তার স্ত্রী এবং তিন ছেলেকে মেঝের ওপর হাঁটু গেড়ে, হাত উপরে উঠিয়ে চোখ বন্ধ করে অপেক্ষা করতে বলেন। ডাকাতরা যখন ঝড়ের বেগে ঘরের মধ্যে ঢোকে স্যামুয়েল নিচের দিকে তাকিয়ে তাদের সঙ্গে কথা বলেন, এই চিন্তা করে যে যদি তিনি তাদের দিকে তাকিয়ে কথা বলেন তাহলে তারা হয়ত মনে করতে পারে যে পরে তিনি তাদের চিনতে পারবেন। তিনি বলেন: “ভিতরে আসুন।” “যা কিছু আপনারা চান, নিন। আপনাদের ইচ্ছামতো যে কোন জিনিস নিতে পারেন। আমরা যিহোবার সাক্ষী, আমরা আপনাদের বাধা দেব না।” তা শুনে ডাকাতরা অবাক হয়ে যায়। এক ঘন্টার মধ্যে মোট ১২ জনের সশস্ত্র একটি দল আসে। যদিও তারা গয়না, টাকাপয়সা এবং বৈদ্যুতিক সামগ্রী নিয়ে যায় কিন্তু বিল্ডিংয়ের অন্যান্যদের মতো এই পরিবারটিকে মারধর কিংবা ছুরি দিয়ে আঘাত করেনি। তাদের জীবন রক্ষার জন্য স্যামূয়েলের পরিবার যিহোবার কাছে কৃতজ্ঞ।
এই উদাহরণটি দেখায় যে টাকা এবং বস্তুসামগ্রী নেওয়ার সময় গৃহকর্তা যদি ডাকাতদের বাধা না দেন তবে তা আঘাতের সম্ভাবনাকে কমিয়ে দেয়।a
-
-
যখন সশস্ত্র ডাকাতদল হামলা করে১৯৯৮ প্রহরীদুর্গ | ডিসেম্বর ১৫
-
-
a তবে এটা ঠিক যে আমরা সবসময় ডাকাতদের কথা মেনে নিতে পারি না। যিহোবার সাক্ষীরা ডাকাতদের কথা শুনে কোন ভাবেই ঈশ্বরের আইন ভঙ্গ করবে না। উদাহরণস্বরূপ, একজন খ্রীষ্টান কখনও স্বেচ্ছায় ধর্ষণ করতে দেবেন না।
-