ঈশ্বরের বাক্যের গুপ্তধন | মথি ১৬-১৭
আপনি কার মতো করে চিন্তা করছেন?
নিঃসন্দেহে পিতর ভালো উদ্দেশ্য নিয়েই মন্তব্য করেছিলেন, কিন্তু যিশু দ্রুত পিতরের ভুল চিন্তাভাবনা সংশোধন করেছিলেন
যিশু জানতেন, তখন ‘ইহা হইতে দূরে থাকিবার [‘নিজের প্রতি সদয় হওয়ার’ NW]’ সময় নয়। এই চরম মুহূর্তে যিশু যদি জেগে না থাকতেন, তা হলে শয়তান খুশি হতো
যিশু এমন তিনটে বিষয় শনাক্ত করেছিলেন, যেগুলো ঈশ্বরের ইচ্ছা দ্বারা পরিচালিত হওয়ার জন্য আমাদের অবশ্যই করতে হবে। প্রত্যেকটা বিষয়ের সঙ্গে কী জড়িত?
নিজেকে অস্বীকার করা
নিজের “ক্রুশ [‘যাতনাদণ্ড,’ NW]” তুলে নেওয়া
যিশুর পশ্চাদ্গমন বা যিশুকে অনুসরণ করা