অধ্যায় বাইশ
তিনি পরীক্ষার মধ্যেও অনুগত ছিলেন
১, ২. যিশু যখন কফরনাহূমে কথা বলছিলেন, তখন পিতর হয়তো কী আশা করেছিলেন, তবুও কী ঘটেছিল?
পিতর উদ্বিগ্ন হয়ে যিশুর শ্রোতাদের দিকে তাকান। তারা কফরনাহূমের সমাজগৃহে ছিল। পিতর এই নগরেই থাকতেন; গালীল সমুদ্রের উত্তর তীরে তার মাছের ব্যাবসা ছিল; তার অনেক বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন ও ব্যাবসায়িক অংশীদাররাও এখানে থাকত। নিঃসন্দেহে, পিতর আশা করেছিলেন যে, সেই নগরের লোকেরাও যিশুকে তার মতো করেই দেখবে এবং সর্বমহান এই শিক্ষকের কাছ থেকে ঈশ্বরের রাজ্য সম্বন্ধে শিখে, তারাও তার মতো রোমাঞ্চিত হবে। কিন্তু সেই দিন এমনটা ঘটেনি।
২ অনেকেই যিশুর কথা শোনা বন্ধ করে দিয়েছিল। কেউ কেউ জনসমক্ষে যিশুর বিরুদ্ধে বচসা করেছিল এবং তাঁর বার্তার বিষয় নিয়ে সমালোচনা করেছিল। কিন্তু, যে-বিষয়টা পিতরকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছিল, তা হল যিশুর নিজের কিছু শিষ্যের প্রতিক্রিয়া। তাদের চোখে-মুখে আর আগের মতো নতুন জ্ঞান লাভ করার আনন্দ, নতুন কিছু আবিষ্কার করার রোমাঞ্চ ও সত্য শেখার পরিতৃপ্তি ছিল না। তারা হতাশ হয়ে পড়েছিল, এমনকী রেগে গিয়েছিল। কেউ কেউ বলেছিল যে, যিশুর কথা সহ্য করা সম্ভব নয়। তাঁর কথা আর শুনতে না চেয়ে তারা সমাজগৃহ ছেড়ে চলে গিয়েছিল—আর যিশুকে অনুসরণ করাও বন্ধ করে দিয়েছিল।—পড়ুন, যোহন ৬:৬০, ৬৬.
৩. পিতরের বিশ্বাস তাকে বার বার কী করতে সাহায্য করেছিল?
৩ পিতর ও তার সহপ্রেরিতদের জন্য এটা এক কঠিন সময় ছিল। সেই দিন যিশু যা বলেছিলেন, পিতর তা পুরোপুরিভাবে বুঝতে পারেননি। তবে তিনি এটা বুঝতে পেরেছিলেন যে, আক্ষরিক অর্থে নিলে যিশুর কথাকে কেন আপত্তিকর বলে মনে হতে পারে। পিতর কী করবেন? প্রভুর প্রতি আনুগত্য প্রমাণ করার ক্ষেত্রে এটাই তার জন্য প্রথম পরীক্ষা ছিল না; পরেও তাকে অনেক পরীক্ষার সম্মুখীন হতে হয়েছিল। আসুন আমরা দেখি যে, পিতরের বিশ্বাস কীভাবে তাকে এই ধরনের প্রতিদ্বন্দ্বিতা কাটিয়ে উঠতে ও অনুগত থাকতে সাহায্য করেছিল।
অন্যেরা আনুগত্য হারিয়ে ফেললেও তিনি অনুগত ছিলেন
৪, ৫. যিশু যেভাবে কাজ করেছিলেন এবং লোকেরা তার কাছ থেকে যা প্রত্যাশা করেছিল, সেটা কীভাবে আলাদা ছিল?
৪ পিতর প্রায়ই যিশুর কথা শুনে আশ্চর্য হয়ে যেতেন। প্রায়ই তার প্রভু এমন কিছু করতেন এবং এমনভাবে কথা বলতেন, যা লোকেদের কাছে একেবারে অপ্রত্যাশিত ছিল। আগের দিনই, যিশু অলৌকিকভাবে হাজার হাজার লোককে খাইয়েছিলেন। এর ফলে, তারা তাঁকে রাজা করতে চেয়েছিল। কিন্তু, তিনি অনেককে অবাক করে দিয়ে সেখান থেকে চলে গিয়েছিলেন আর শিষ্যদের একটা নৌকায় করে কফরনাহূমে চলে যেতে বলেছিলেন। সেই রাতে শিষ্যেরা যখন নৌকায় করে যাচ্ছিলেন, তখন যিশু উত্তাল গালীল সমুদ্রের ওপর দিয়ে হেঁটে গিয়ে তাদের আবারও অবাক করে দিয়েছিলেন আর পিতরকে বিশ্বাসের এক গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছিলেন।
৫ সকাল বেলায় তারা দেখেছিলেন, সেই জনতা নৌকায় করে তাদের অনুসরণ করছে। আসলে, আধ্যাত্মিক সত্যের প্রতি তাদের কোনো আকাঙ্ক্ষা ছিল না বরং যিশু অলৌকিকভাবে আরও খাদ্য জোগাবেন এই আকাঙ্ক্ষা নিয়ে তারা সেখানে এসেছিল। কিন্তু, যিশু তাদের বস্তুবাদী মনোভাবের জন্য তিরস্কার করেছিলেন। (যোহন ৬:২৫-২৭) সেই আলোচনা কফরনাহূমের সমাজগৃহ পর্যন্ত চলে গিয়েছিল, যেখানে যিশু আবারও অতীব গুরুত্বপূর্ণ অথচ কঠিন সত্য সম্বন্ধে শিক্ষা দেওয়ার চেষ্টায় লোকেদের প্রত্যাশার বিপরীতে কাজ করেছিলেন।
৬. যিশু কোন দৃষ্টান্ত দিয়েছিলেন আর তাঁর শ্রোতারা কেমন প্রতিক্রিয়া দেখিয়েছিল?
৬ যিশু চেয়েছিলেন যেন এই লোকেরা তাঁকে শারীরিক খাদ্যের উৎস হিসেবে নয় বরং ঈশ্বরের কাছ থেকে আধ্যাত্মিক খাদ্য অর্থাৎ এমন একজন ব্যক্তি হিসেবে দেখে, যাঁর জীবন ও মৃত্যু অন্যদের জন্য অনন্তজীবনের পথ খুলে দেয়। সেইজন্য একটা দৃষ্টান্তে তিনি নিজেকে মান্নার সঙ্গে তুলনা করেছিলেন, যে-খাদ্য মোশির সময়ে স্বর্গ থেকে নেমে এসেছিল। কিছু ব্যক্তি আপত্তি করায়, তিনি এক সুস্পষ্ট উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করেছিলেন, জীবন পেতে হলে একজনকে অবশ্যই তাঁর মাংস ভোজন ও তাঁর রক্ত পান করতে হবে। ঠিক এখানেই, প্রতিবাদের ঝড় উঠেছিল। কিছু ব্যক্তি বলেছিল: “এ কঠিন কথা, কে ইহা শুনিতে পারে?” যিশুর অনেক শিষ্যও তাঁকে অনুসরণ করা বন্ধ করে দিয়েছিল।a—যোহন ৬:৪৮-৬০, ৬৬.
৭, ৮. (ক) যিশুর ভূমিকা সম্বন্ধে পিতর তখনও কী বুঝতে পারেননি? (খ) যিশু প্রেরিতদের যে-প্রশ্ন করেছিলেন, পিতর কীভাবে সেটার উত্তর দিয়েছিলেন?
৭ পিতর কী করবেন? যিশুর কথা শুনে তিনিও নিশ্চয়ই হতভম্ব হয়ে গিয়েছিলেন। তিনি তখনও বুঝে উঠতে পারেননি যে, ঈশ্বরের ইচ্ছা সম্পাদন করার জন্য যিশুকে অবশ্যই মারা যেতে হবে। সেই দিন যে-শিষ্যেরা যিশুর প্রতি অনুগত না থেকে তাঁকে ছেড়ে চলে গিয়েছিল, তাদের মতো পিতরও কি যিশুকে অনুসরণ করা বন্ধ করে দেওয়ার জন্য প্রলোভিত হয়েছিলেন? না; একটা গুরুত্বপূর্ণ বিষয় পিতরকে সেই ব্যক্তিদের থেকে আলাদা করেছিল। সেটা কী ছিল?
৮ যিশু তাঁর প্রেরিতদের দিকে ঘুরে জিজ্ঞেস করেছিলেন: “তোমরাও কি চলিয়া যাইতে ইচ্ছা করিতেছ?” (যোহন ৬:৬৭) তিনি ১২ জনের উদ্দেশেই প্রশ্ন করেছিলেন কিন্তু পিতরই কথা বলেছিলেন। প্রায়ই এমনটা ঘটত। পিতর হয়তো বয়সে তাদের মধ্যে সবচেয়ে বড়ো ছিলেন। যেকোনো ক্ষেত্রে, তিনি নিশ্চিতভাবেই শিষ্যদের মধ্যে স্পষ্টবক্তা ছিলেন; খুব সম্ভবত, অধিকাংশ সময়ই তার মনের কথা বলতে দ্বিধা বোধ করতেন না। কিন্তু এই ক্ষেত্রে, পিতরের মনে এই সুন্দর ও স্মরণীয় কথাটা ছিল: “প্রভু, কাহার কাছে যাইব? আপনার নিকটে অনন্ত জীবনের কথা আছে।”—যোহন ৬:৬৮.
৯. পিতর কীভাবে যিশুর প্রতি আনুগত্য দেখিয়েছিলেন?
৯ এই কথাগুলো কি আপনার হৃদয় স্পর্শ করে না? যিশুর ওপর পিতরের বিশ্বাস তাকে এক অসাধারণ গুণ গড়ে তুলতে সাহায্য করেছিল, যা হল আনুগত্য। পিতর স্পষ্টভাবে বুঝতে পেরেছিলেন যে, যিশু ছাড়া আর কোনো পরিত্রাতা নেই আর যিশু তাঁর কথার দ্বারা—ঈশ্বরের রাজ্য সম্বন্ধে তাঁর শিক্ষার দ্বারা লোকেদের পরিত্রাণলাভ সম্ভব করেছিলেন। পিতর জানতেন যে, যদিও কিছু বিষয় তাকে হতভম্ব করেছিল, তবুও তিনি যদি ঈশ্বরের অনুগ্রহ ও অনন্তজীবনের আশীর্বাদ পেতে চান, তাহলে যিশু ছাড়া তার আর কোথাও যাওয়ার জায়গা নেই।
যিশুর শিক্ষাগুলোর প্রতি আমাদের অনুগত থাকা উচিত, এমনকী সেই সময়েও, যখন সেগুলো আমাদের প্রত্যাশা অথবা আমাদের ব্যক্তিগত পছন্দ-অপছন্দের সঙ্গে মেলে না
১০. আজকে কীভাবে আমরা পিতরের আনুগত্য অনুকরণ করতে পারি?
১০ আপনিও কি এমনটা মনে করেন? দুঃখের বিষয় যে, আজকের দিনেও অনেকে যিশুকে ভালোবাসে বলে দাবি করে, কিন্তু তারা তাঁর প্রতি অনুগত থাকে না। খ্রিস্টের প্রতি প্রকৃত আনুগত্য দেখানোর জন্য যিশুর শিক্ষাগুলোর প্রতি আমাদেরও পিতরের মতো দৃষ্টিভঙ্গি থাকা প্রয়োজন। আমাদের সেগুলো শিখতে হবে, সেগুলোর অর্থ বুঝতে হবে এবং সেগুলোর সঙ্গে মিল রেখে জীবনযাপন করতে হবে—এমনকী সেই সময়ও, যখন সেগুলো আমাদের প্রত্যাশা অথবা আমাদের ব্যক্তিগত পছন্দ-অপছন্দের সঙ্গে মেলে না। একমাত্র অনুগত থাকার দ্বারাই, আমরা সেই অনন্তজীবন লাভ করার আশা করতে পারি, যা যিশু আমাদের দিতে চান। বাইবেল বলে, “তিনি আপন সাধুবর্গের [“অনুগত ব্যক্তিদের,” NW] প্রাণ রক্ষা করেন।”—গীত. ৯৭:১০.
সংশোধন করার পরেও অনুগত ছিলেন
১১. যিশু তাঁর অনুসারীদের নিয়ে কোথায় গিয়েছিলেন? (এ ছাড়া, পাদটীকা দেখুন।)
১১ সেই ব্যস্ত সময়ের কিছু পরেই, যিশু তাঁর প্রেরিতদের ও কিছু শিষ্যদের নিয়ে উত্তর দিকে যাওয়ার জন্য দীর্ঘ যাত্রা করেছিলেন। প্রতিজ্ঞাত দেশের উত্তর সীমায় অবস্থিত হর্মোণ পর্বতের তুষারে আবৃত শৃঙ্গটা কখনো কখনো এমনকী গালীল সমুদ্র থেকেও দেখা যেত। ধীরে ধীরে, তারা যখন চড়াই পথ ধরে কৈসরিয়া-ফিলিপীর গ্রামগুলোর কাছাকাছি এসে পৌঁছেছিলেন, তখন সেখান থেকে পর্বতটা আরও উঁচু বলে মনে হয়েছিল।b এত সুন্দর পরিবেশে, যেখান থেকে দক্ষিণ দিকে প্রতিজ্ঞাত দেশের বেশিরভাগ অংশ দেখা যেত, সেখানে যিশু তাঁর অনুসারীদের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন জিজ্ঞেস করেছিলেন।
১২, ১৩. (ক) কেন যিশু তাঁর সম্বন্ধে জনতার ও তাঁর শিষ্যদের দৃষ্টিভঙ্গি জানতে চেয়েছিলেন? (খ) যিশুকে বলা তার কথায় কীভাবে পিতর প্রকৃত বিশ্বাস দেখিয়েছিলেন?
১২ তিনি জানতে চেয়েছিলেন, “আমি কে, এ বিষয়ে লোকসমূহ কি বলে?” আমরা হয়তো কল্পনা করতে পারি যে, পিতর আবারও তার প্রভুর তীক্ষ্ণ চোখের দিকে তাকিয়ে তাঁর দয়া ও তাঁর স্পষ্ট বুদ্ধির প্রখরতা বোঝার চেষ্টা করছিলেন। যিশু এটা জানতে উৎসুক ছিলেন যে, তাঁর শ্রোতারা যা দেখেছিল ও যা শুনেছিল, তা থেকে তারা কোন উপসংহারে পৌঁছেছিল। উত্তরে যিশুর শিষ্যরা, তাঁর পরিচয় সম্বন্ধে কিছু প্রচলিত ভুল ধারণার বিষয়ে বলেছিল। কিন্তু, যিশু আরও কিছু জানতে চেয়েছিলেন। তাঁর ঘনিষ্ঠ অনুসারীরাও কি একই ভুল করছিল? তিনি জিজ্ঞেস করেছিলেন, “তোমরা কি বল, আমি কে?”—লূক ৯:১৮-২০.
১৩ আবারও পিতর সঙ্গেসঙ্গে উত্তর দিয়েছিলেন। সেখানে অনেকের মনে যে-ধারণা ছিল, তা স্পষ্ট ও জোরালো কথার দ্বারা প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন, “আপনি সেই খ্রীষ্ট, জীবন্ত ঈশ্বরের পুত্ত্র।” আমরা কল্পনা করতে পারি, যিশু আন্তরিকভাবে পিতরের প্রশংসা করার সময় তার দিকে তাকিয়ে মাথা নেড়ে হাসছেন। যিশু পিতরকে মনে করিয়ে দিয়েছিলেন যে, কোনো মানুষ নয় বরং যিহোবা ঈশ্বরই সেই ব্যক্তিদের কাছে এই গুরুত্বপূর্ণ সত্য প্রকাশ করেছিলেন, যাদের প্রকৃত বিশ্বাস রয়েছে। যিহোবার দ্বারা এখন পর্যন্ত প্রকাশিত সবচেয়ে মহান এক সত্য বুঝতে পিতরকে সাহায্য করা হয়েছিল আর তা হল দীর্ঘ-প্রতিজ্ঞাত মশীহ বা খ্রিস্টের পরিচয়!—পড়ুন, মথি ১৬:১৬, ১৭.
১৪. যিশু পিতরকে কোন বিশেষ সুযোগ দিয়েছিলেন?
১৪ এই খ্রিস্টই হলেন সেই ব্যক্তি, যাঁকে প্রাচীন ভবিষ্যদ্বাণীতে এমন এক প্রস্তর বলে অভিহিত করা হয়েছিল, যেটাকে গাঁথকেরা অগ্রাহ্য করবে। (গীত. ১১৮:২২; লূক ২০:১৭) সেই ভবিষ্যদ্বাণীর কথা মাথায় রেখে যিশু প্রকাশ করেছিলেন যে, যাঁকে পিতর সবেমাত্র খ্রিস্ট বলে শনাক্ত করেছেন, সেই প্রস্তরের ওপরেই যিহোবা তাঁর মণ্ডলী গঠন করবেন। এরপর, তিনি পিতরের ওপর সেই মণ্ডলীর কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করেছিলেন। তিনি পিতরকে অন্য প্রেরিতদের থেকে বেশি প্রাধান্য দেননি, যেমনটা অনেকে মনে করে থাকে কিন্তু তিনি তাকে দায়িত্ব দিয়েছিলেন। তিনি পিতরকে “স্বর্গ-রাজ্যের চাবিগুলিন” দিয়েছিলেন। (মথি ১৬:১৯) তিনটে জাতির—প্রথমে যিহুদি, পরে শমরিয় ও অবশেষে পরজাতীয় বা ন-যিহুদিদের—কাছে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করার আশা উন্মুক্ত করা পিতরের জন্য এক বিশেষ সুযোগ বলে প্রমাণিত হবে।
১৫. কেন পিতর যিশুকে অনুযোগ করেছিলেন আর তিনি যিশুকে কী বলেছিলেন?
১৫ কিন্তু, পরে যিশু বলেছিলেন যে, যাকে বেশি দেওয়া হবে, তার কাছ থেকে বেশি আশা করা হবে আর পিতরের ক্ষেত্রে তা সত্য বলে প্রমাণিত হয়েছিল। (লূক ১২:৪৮) যিশু মশীহ সম্বন্ধে অনেক গুরুত্বপূর্ণ সত্য প্রকাশ করেছিলেন, যার মধ্যে তাঁকে যে সামনে যিরূশালেমে দুঃখভোগ ও মৃত্যুবরণ করতে হবে, সেই বিষয়টাও ছিল। এই কথা শুনে পিতর কষ্ট পেয়েছিলেন। তিনি যিশুকে একদিকে নিয়ে গিয়ে অনুযোগ করে বলেছিলেন: “প্রভু, ইহা আপনা হইতে দূরে থাকুক, ইহা আপনার প্রতি কখনও ঘটিবে না।”—মথি ১৬:২১, ২২.
১৬. যিশু কীভাবে পিতরকে সংশোধন করেছিলেন আর যিশুর কথা থেকে আমরা সকলে কোন ব্যবহারিক পরামর্শ খুঁজে পাই?
১৬ পিতর যেহেতু ভালো উদ্দেশ্য নিয়েই কথা বলেছিলেন, তাই যিশুর উত্তর শুনে তিনি নিশ্চয়ই আশ্চর্য হয়ে গিয়েছিলেন। তিনি পিতরের দিক থেকে মুখ ঘুরিয়ে অন্য শিষ্যরা—যারা হয়তো একইরকম চিন্তা করছিলেন—তাদের দিকে তাকিয়ে পিতরকে বলেছিলেন: “আমার পিছনে চলে যাও, শয়তান! তুমি আমার পথের বাধা; কেননা যা ভাবছ, তা ঈশ্বরের নয়, মানুষেরই ভাবনা।” (মথি ১৬:২৩, জুবিলী বাইবেল; মার্ক ৮:৩২, ৩৩) যিশুর বাক্যে আমাদের সকলের জন্য এক ব্যবহারিক পরামর্শ রয়েছে। ঈশ্বরের চিন্তাভাবনার চেয়ে মানুষের চিন্তাভাবনাকে প্রাধান্য দেওয়া খুব সহজ। কিন্তু, আমরা যদি এমনকী সাহায্য করার উদ্দেশ্য নিয়েও তা করি, তবুও আমরা হয়তো অজান্তেই ঈশ্বরের পরিবর্তে শয়তানের উদ্দেশ্যসাধন করতে পারি। যাই হোক, সেই পরিস্থিতিতে পিতর কেমন প্রতিক্রিয়া দেখিয়েছিলেন?
১৭. পিতরকে “পিছনে চলে যাও” বলার দ্বারা যিশু কী বোঝাতে চেয়েছিলেন?
১৭ পিতর নিশ্চয়ই বুঝতে পেরেছিলেন, যিশু তাকে আক্ষরিক অর্থে শয়তান দিয়াবল বলছিলেন না। যিশু শয়তানের সঙ্গে যেভাবে কথা বলেছিলেন, পিতরের সঙ্গে সেইভাবে কথা বলেননি। যিশু শয়তানকে বলেছিলেন: “দূর হও”; অথচ পিতরকে বলেছিলেন: “আমার পিছনে চলে যাও।” (মথি ৪:১০) যিশু এই প্রেরিতকে তাড়িয়ে দেননি, যার মধ্যে তিনি অনেক ভালো বিষয় দেখেছিলেন বরং এই ক্ষেত্রে পিতরের ভুল চিন্তাধারাকে শুধুমাত্র সংশোধন করেছিলেন। এটা বোঝা কঠিন নয় যে, পিতরকে তার প্রভুর সামনে এক বাধা হিসেবে না দাঁড়িয়ে থেকে, একজন অনুগত অনুসারীর মতো তাঁর পিছনে থাকতে হবে।
একমাত্র নম্রতার সঙ্গে শাসন গ্রহণ করে এবং তা থেকে শিক্ষা নিয়ে, আমরা যিশু খ্রিস্টের এবং তাঁর পিতা যিহোবা ঈশ্বরের আরও নিকটবর্তী হতে পারব
১৮. কীভাবে পিতর আনুগত্য দেখিয়েছিলেন আর কীভাবে আমরা তাকে অনুকরণ করতে পারি?
১৮ পিতর কি তর্ক করেছিলেন, রেগে গিয়েছিলেন অথবা অভিমান করেছিলেন? না; তিনি নম্রতার সঙ্গে সেই সংশোধন মেনে নিয়েছিলেন। তা করার দ্বারা তিনি আবারও আনুগত্য দেখিয়েছিলেন। যারা খ্রিস্টকে অনুসরণ করে, তাদের সকলেরই কখনো কখনো সংশোধনের প্রয়োজন হয়। একমাত্র নম্রতার সঙ্গে শাসন গ্রহণ করে এবং তা থেকে শিক্ষা নিয়ে আমরা যিশু খ্রিস্টের এবং তাঁর পিতা যিহোবা ঈশ্বরের আরও নিকটবর্তী হতে পারব।—পড়ুন, হিতোপদেশ ১৯:২০.
আনুগত্যের জন্য পুরস্কৃত হয়েছিলেন
১৯. যিশু কোন গুরুত্বপূর্ণ মন্তব্য করেছিলেন আর পিতর হয়তো কী মনে করেছিলেন?
১৯ ঠিক এর পরেই, যিশু আরেকটা গুরুত্বপূর্ণ মন্তব্য করেছিলেন: “আমি তোমাদিগকে সত্য কহিতেছি, যাহারা এখানে দাঁড়াইয়া রহিয়াছে, তাহাদের মধ্যে এমন কয়েক জন আছে, যাহারা কোন মতে মৃত্যুর আস্বাদ পাইবে না, যে পর্য্যন্ত মনুষ্যপুত্ত্রকে আপনার রাজ্যে আসিতে না দেখিবে।” (মথি ১৬:২৮) কোনো সন্দেহ নেই, এই কথাগুলো পিতরকে কৌতূহলী করে তুলেছিল। যিশু সম্ভবত কী বোঝাতে চেয়েছিলেন? খুব সম্ভবত পিতর মনে করেছিলেন যে, তাকে সবেমাত্র কঠোরভাবে সংশোধন করার পর, তিনি হয়তো আর এইরকম কোনো বিশেষ সুযোগ পাবেন না।
২০, ২১. (ক) পিতর যে-দর্শন দেখেছিলেন, তা বর্ণনা করুন। (খ) দর্শনে যারা আবির্ভূত হয়েছিল, তাদের কথাবার্তা কীভাবে পিতরকে তার চিন্তাধারা শুধরে নিতে সাহায্য করেছিল?
২০ কিন্তু, যিশু প্রায় এক সপ্তাহ পর যাকোব, যোহন ও পিতরকে “এক উচ্চ পর্ব্বতে”—হয়তো কাছাকাছি অবস্থিত হর্মোণ পর্বতে—নিয়ে গিয়েছিলেন। সম্ভবত তখন রাত হয়ে গিয়েছিল কারণ সেই তিন জন জেগে থাকতে পারছিলেন না। কিন্তু যিশু যখন প্রার্থনা করছিলেন, তখন এমনকিছু ঘটেছিল, যার ফলে তাদের ঘুম উড়ে গিয়েছিল।—মথি ১৭:১; লূক ৯:২৮, ২৯, ৩২.
২১ তাদের চোখের সামনে যিশু পরিবর্তিত হতে শুরু করেছিলেন। ধীরে ধীরে তাঁর মুখ উজ্জ্বল হতে শুরু করেছিল ও সূর্যের মতো দেদীপ্যমান হয়েছিল। তাঁর পোশাকও ধবধবে সাদা হয়ে গিয়েছিল। এরপর যিশুর পাশে দু-জন ব্যক্তির আবির্ভাব ঘটেছিল, একজন মোশিকে ও অন্যজন এলিয়কে চিত্রিত করেছিল। তারা তাঁর সঙ্গে “সেই যাত্রার বিষয়”—স্পষ্টতই তাঁর মৃত্যু ও পুনরুত্থানের বিষয়ে—“কথা কহিতে লাগিলেন, যাহা তিনি যিরূশালেমে সমাপন করিতে উদ্যত ছিলেন।” যিশুর সামনে এক দুঃখজনক পরিস্থিতি অপেক্ষা করছে, তা অস্বীকার করে তিনি যে বড়ো ভুল করেছিলেন, তা পিতরের কাছে কতই-না স্পষ্ট হয়ে উঠেছিল!—লূক ৯:৩০, ৩১.
২২, ২৩. (ক) পিতর কীভাবে উদ্যোগী মনোভাব ও আন্তরিকতা দেখিয়েছিলেন? (খ) পিতর, যাকোব ও যোহন সেই রাতে আর কোন পুরস্কার পেয়েছিলেন?
২২ পিতর কোনো-না-কোনোভাবে এই অসাধারণ দর্শনে জড়িত হওয়ার ও খুব সম্ভবত এটার সময়সীমা বাড়ানোর বাধ্যবাধকতা অনুভব করেছিলেন। মনে হয়েছিল যেন, মোশি ও এলিয় যিশুকে ছেড়ে চলে যাচ্ছিলেন। তাই, পিতর বলে উঠেছিলেন: “নাথ, এখানে আমাদের থাকা ভাল; আমরা তিনটী কুটীর নির্ম্মাণ করি; একটী আপনার জন্য, একটী মোশির জন্য, আর একটী এলিয়ের জন্য।” অবশ্য, দর্শনে আবির্ভূত হওয়া যিহোবার এই দু-জন দাস, যারা অনেকদিন আগেই মারা গিয়েছিলেন, তাদের জন্য কোনো কুটিরের প্রয়োজন ছিল না। পিতর আসলে কী বলেছিলেন, তা তিনি নিজেই বুঝতে পারেননি। তবুও, তার এইরকম উদ্যোগী মনোভাব ও আন্তরিকতার জন্য আপনি কি এই ব্যক্তির প্রতি আকর্ষিত হন না?—লূক ৯:৩৩.
২৩ সেই রাতে পিতর, যাকোব ও যোহন আরেকটা পুরস্কার পেয়েছিলেন। একটা মেঘ তৈরি হয়েছিল ও সেই পর্বতে এসে তাদের ওপর ছায়া করেছিল। সেই মেঘের ভিতর থেকে এক স্বর শোনা গিয়েছিল, যেটা ছিল যিহোবা ঈশ্বরের নিজের স্বর। তিনি বলেছিলেন: “ইনিই আমার পুত্ত্র, আমার মনোনীত, ইহাঁর কথা শুন।” এরপর সেই দর্শন শেষ হয়ে গিয়েছিল আর পর্বতে তাদের সঙ্গে শুধুমাত্র যিশুই ছিলেন।—লূক ৯:৩৪-৩৬.
২৪. (ক) কীভাবে রূপান্তরের দর্শন পিতরকে উপকৃত করেছিল? (খ) আজকে আমরা হয়তো কীভাবে রূপান্তরের দর্শন থেকে উপকৃত হতে পারি?
২৪ রূপান্তরের এই দর্শন, পিতর ও আমাদের জন্য কতই-না সুন্দর এক উপহার! কয়েক দশক পর, তিনি সেই রাতে যিশুর গৌরবান্বিত স্বর্গীয় রাজা হওয়ার পূর্বাভাস দেখার এবং “তাঁহার মহিমার চাক্ষুষ সাক্ষী” হওয়ার বিশেষ সুযোগের বিষয়ে লিখেছিলেন। সেই দর্শন ঈশ্বরের বাক্যের অনেক ভবিষ্যদ্বাণীকে সত্য বলে প্রমাণিত করেছিল এবং পিতরের বিশ্বাসকে দৃঢ় করেছিল, যাতে তিনি ভবিষ্যতে আরও বেশি পরীক্ষা সহ্য করতে পারেন। (পড়ুন, ২ পিতর ১:১৬-১৯.) এই দর্শন আমাদের ওপরও একই প্রভাব ফেলতে পারে, যদি আমরা আমাদের প্রভু, যাঁকে যিহোবা আমাদের ওপর নিযুক্ত করেছেন, তাঁর কাছ থেকে শিক্ষা নেওয়ার, তাঁর শাসন ও সংশোধন গ্রহণ করার এবং প্রতিনিয়ত নম্রভাবে তাঁকে অনুসরণ করার দ্বারা পিতরের মতো তাঁর প্রতি অনুগত থাকি।
a আমরা যদি যিশুর কথার পর এখানে লোকেদের প্রতিক্রিয়ার সঙ্গে আগের দিনের লোকেদের অনুভূতি তুলনা করি, যখন তারা তাঁকে উদ্যোগের সঙ্গে ঈশ্বরের একজন ভাববাদী বলে ঘোষণা করেছিল, তখন আমরা প্রমাণ পাই যে, সমাজগৃহে থাকা এই জনতা কতটা পরিবর্তিত হতে পারে।—যোহন ৬:১৪.
b তাদেরকে সমুদ্রপৃষ্ঠের প্রায় ২১০ মিটার নীচ থেকে সমুদ্রপৃষ্ঠের ৩৫০ মিটার ওপর পর্যন্ত যেতে হয়েছিল। গালীল সমুদ্রের তীর থেকে ৫০ কিলোমিটার দীর্ঘ এই পথ প্রাকৃতিক সৌন্দর্যে পূর্ণ ছিল।