-
ঈশ্বরের ভবিষ্যদ্বাণীর বাক্যে মনোযোগ দিন২০০০ প্রহরীদুর্গ | এপ্রিল ১
-
-
৬. (ক) কেন যীশু রূপান্তরকে দর্শন বলেছিলেন? (খ) রূপান্তর কোন্ বিষয়ের ঝলক ছিল?
৬ এই অদ্ভুত ঘটনাটা সম্ভবত হর্ম্মোণ পর্বতে ঘটেছিল, যেখানে যীশু এবং তাঁর তিনজন প্রেরিত রাত কাটিয়েছিলেন। তাই কোন সন্দেহ নেই যে সেই ঘটনা রাতের বেলায় ঘটেছিল, যাতে যীশুর মহিমা খুবই স্পষ্ট ও জীবন্ত হয়ে দেখা যায়। যীশু এটাকে একটা দর্শন বলেছিলেন কারণ মোশি ও এলিয় যারা অনেক আগেই মারা গিয়েছিলেন, তারা সত্যি সত্যিই সেখানে উপস্থিত ছিলেন না। আসলে শুধু খ্রীষ্ট একাই সেখানে ছিলেন। (মথি ১৭:৮, ৯) এইরকম চোখ ধাঁধানো দর্শনে পিতর, যাকোব এবং যোহন রাজ্যের ক্ষমতায় যীশুর গৌরবময় উপস্থিতির এক ঝলক দেখেছিলেন। মোশি ও এলিয় অভিষিক্ত খ্রীষ্টানদের বোঝায়, যারা যীশুর সঙ্গে রাজত্ব করবেন। এছাড়াও, এই দর্শন এ কথার জোরালো প্রমাণ ছিল যে যীশু তাঁর রাজ্য এবং ভবিষ্যতে তাঁর রাজা হওয়া সম্বন্ধে যা বলেছিলেন তা সত্যি হবেই।
-
-
ঈশ্বরের ভবিষ্যদ্বাণীর বাক্যে মনোযোগ দিন২০০০ প্রহরীদুর্গ | এপ্রিল ১
-
-
৮. (ক) ঈশ্বর তাঁর পুত্র সম্বন্ধে যে ঘোষণা করেছিলেন তা কী দেখিয়েছিল? (খ) রূপান্তরে যে মেঘ ছায়া করেছিল তার মানে কী ছিল?
৮ দর্শনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল ঈশ্বরের এই ঘোষণা: “ইনিই আমার প্রিয় পুত্ত্র, ইহাঁতেই আমি প্রীত, ইহাঁর কথা শুন।” এই ঘোষণা দেখিয়েছিল যে সারা পৃথিবীর লোকেদের যীশুর কথা মানা উচিত কারণ যিহোবা তাঁকে রাজা হিসেবে নিযুক্ত করেছেন। দর্শনে যে মেঘ ছায়া করেছিল তার মানে ছিল যে এই দর্শন অদৃশ্যভাবে পরিপূর্ণ হবে। যারা রাজ্যের ক্ষমতায় যীশুর অদৃশ্য উপস্থিতির ‘চিহ্নকে’ চিনতে পারবেন, শুধু তারাই তাদের জ্ঞানচক্ষু দিয়ে তা দেখতে পাবেন। (মথি ২৪:৩) যীশু প্রেরিতদের বলেছিলেন তারা যেন তিনি মৃত্যু থেকে না ওঠা পর্যন্ত এই দর্শনের কথা কাউকে না বলেন, যেটা দেখায় যে পুনরুত্থানের পরই তিনি রাজ্যের ক্ষমতা পাবেন ও গৌরবান্বিত হবেন।
-