যে কারণে মানুষের একজন সহায়ের দরকার
‘আমি একজন অপমানকারী ও তাড়নাকারী ছিলাম,’ এই কথাগুলো এমন একজন ব্যক্তি বলেছিলেন, যিনি আগে অহংকারী ও হিংস্র ছিলেন। তিনি ধর্মনিন্দক ছিলেন ও কোন দয়ামায়া না করেই যীশু খ্রীষ্টের শিষ্যদের, যারা ঈশ্বরকে ভয় করতেন তাদেরকে তাড়না এবং মারধোর করতেন। পরে তিনি কৃতজ্ঞ হৃদয়ে বলেছিলেন, ‘কিন্তু আমি দয়া পাইয়াছি।’ আর অবিশ্বাস্য মনে হলেও এটা সত্যি যে এই হিংস্র তাড়নাকারী পরে একজন বিশ্বস্ত খ্রীষ্টান প্রেরিত পৌল হয়েছিলেন।—১ তীমথিয় ১:১২-১৬; প্রেরিত ৯:১-১৯.
এটা ঠিক যে সবাই হয়তো পৌলের মতো এইরকম কাজ করেননি। কিন্তু তবুও আমাদের মধ্যে এমন কেউই নেই, যিনি নিখুঁতভাবে ঈশ্বরের মান অনুযায়ী চলতে পারেন। কেন একথা বলা যায়? কারণ “সকলেই পাপ করিয়াছে এবং ঈশ্বরের গৌরব-বিহীন হইয়াছে।” (রোমীয় ৩:২৩) কখনও কখনও আমরা আমাদের পাপের কথা ভেবে এতটাই ভেঙে পড়ি যে আমাদের মনে হয়, আমরা বোধ হয় ঈশ্বরের দয়া পাওয়ার যোগ্য নই। পৌলও তার দুর্বলতার কথা ভেবে দুঃখ করে বলেছিলেন: “দুর্ভাগ্য মনুষ্য আমি! এই মৃত্যুর দেহ হইতে কে আমাকে নিস্তার করিবে?” তার এই প্রশ্নের উত্তরে তিনি নিজেই লিখেছিলেন: “আমাদের প্রভু যীশু খ্রীষ্ট দ্বারা আমি ঈশ্বরের ধন্যবাদ করি।”—রোমীয় ৭:২৪, ২৫.
কিন্তু কী করে একজন ন্যায়পরায়ণ ঈশ্বর পাপী মানুষদের সঙ্গে সম্পর্ক রাখতে পারেন? (গীতসংহিতা ৫:৪) দেখুন পৌল কী বলেছিলেন: “আমাদের প্রভু যীশু খ্রীষ্ট দ্বারা আমি ঈশ্বরের ধন্যবাদ করি।” (বাঁকা অক্ষরে মুদ্রণ আমাদের।) ঈশ্বরের দয়া পেয়েছিলেন এমন আরেকজন ব্যক্তি বলেছিলেন: “যদি কেহ পাপ করে, তবে পিতার কাছে আমাদের এক সহায় আছেন, তিনি ধার্ম্মিক যীশু খ্রীষ্ট। আর তিনিই আমাদের পাপার্থক প্রায়শ্চিত্ত, কেবল আমাদের নয়, কিন্তু সমস্ত জগতেরও পাপার্থক।”—১ যোহন ২:১, ২.
কেন যীশু খ্রীষ্টকে “পিতার কাছে . . . আমাদের এক সহায়” বলা হয়েছে? আর কীভাবে যীশু “পাপার্থক প্রায়শ্চিত্ত”?
যে কারণে একজন সহায়ের দরকার হয়েছিল
“অনেকের পরিবর্ত্তে আপন প্রাণ মুক্তির মূল্যরূপে দিতে” যীশু পৃথিবীতে এসেছিলেন। (মথি ২০:২৮) মুক্তির মূল্য হল আবার ফিরে পাওয়ার জন্য দাম দেওয়া বা কোন ব্যক্তি অথবা বস্তুকে মুক্ত করে আনার জন্য সমান মূল্য শোধ করা। যে ইব্রীয় ক্রিয়া পদ থেকে ‘মুক্তির মূল্য’ শব্দ অনুবাদ করা হয়েছে তার মানে হল পাপকে ঢেকে দেওয়া বা প্রায়শ্চিত্ত করা। (গীতসংহিতা ৭৮:৩৮) মথি ২০:২৮ পদে যে গ্রিক শব্দ পাওয়া যায় তা বিশেষ করে যুদ্ধবন্দি বা দাসদের মুক্ত করার মূল্যকে বোঝায়। তাই ন্যায়বিচারের দাবি মেটানোর জন্য কোন জিনিসের বদলে সমান মূল্যের আরেকটা জিনিস দেওয়ার দরকার ছিল।
প্রথম মানুষ ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল বলে মানবজাতি দাসত্বে চলে গিয়েছিল। আদিপুস্তক ৩ অধ্যায়ে যেমন বলা আছে, সিদ্ধ মানুষ আদম নিজের ইচ্ছায় চলতে চেয়ে যিহোবার অবাধ্য হয়েছিল। আর তা করে সে নিজেকে আর সেইসঙ্গে তার সমস্ত অজাত বংশধরদেরকে পাপ এবং মৃত্যুর দাস হিসেবে বিক্রি করে দিয়েছিল। আর এভাবেই আদম তার নিজের ও তার সন্তানদের সিদ্ধ মানব জীবনের উপহার হারিয়েছিল।—রোমীয় ৫:১২, ১৮, ১৯; ৭:১৪.
প্রাচীনকালে ঈশ্বর ইস্রায়েলীয়দের বলেছিলেন যে তারা যেন তাদের পাপকে ঢাকার জন্য বা প্রায়শ্চিত্ত করার জন্য পশু বলি দেয়। (লেবীয় পুস্তক ১:৪; ৪:২০, ৩৫) অর্থাৎ এর মানে ছিল পাপীদের জীবন বাঁচানোর জন্য পশুদের জীবন বলি দেওয়া দরকার। (লেবীয় পুস্তক ১৭:১১) আর তাই ইস্রায়েলীয়রা যে “প্রায়শ্চিত্তদিন” পালন করত তাকে আমরা ‘মুক্তির দিনও’ বলতে পারি।—লেবীয় পুস্তক ২৩:২৬-২৮.
কিন্তু, পশু মানুষের চেয়ে নিচু শ্রেণীর প্রাণী আর তাই “বৃষের কি ছাগের রক্ত যে [পুরোপুরিভাবে] পাপ হরণ করিবে, ইহা হইতেই পারে না।” (ইব্রীয় ১০:১-৪) একমাত্র তখনই মানুষের পাপের প্রায়শ্চিত্ত করা বা পাপকে চিরতরে দূর করা যেতে পারত যদি তার জন্য দেওয়া বলিদানের মূল্য ততখানিই হতো বা তার সমান হতো যা আদম হারিয়েছিল। এইজন্য সিদ্ধ মানুষ (আদম) যা হারিয়েছিল তার সমান মূল্য দেওয়ার জন্য একজন সিদ্ধ ব্যক্তির (যীশু খ্রীষ্টের) দরকার ছিল। তাই তাদের প্রথম পিতা আদম তার বংশধরদের যে দাসত্বে নিয়ে গিয়েছিল তার থেকে মুক্ত করার জন্য শুধু একজন সিদ্ধ ব্যক্তিই মূল্য দিতে পারত। ন্যায়বিচারের দাবি মেটানোর জন্য ‘প্রাণের পরিশোধে প্রাণই’ দিতে হতো।—যাত্রাপুস্তক ২১:২৩-২৫.
আদম যখন পাপ করেছিল এবং মৃত্যুদণ্ড পেয়েছিল, তার বংশধররা তখনও জন্মগ্রহণ করেনি আর তাই আদমের মতো তারাও মারা গিয়েছিল। সিদ্ধ মানুষ যীশু অর্থাৎ “শেষ আদম” ইচ্ছা করেই পরিবার গড়ে তোলেননি। (১ করিন্থীয় ১৫:৪৫) তিনি যখন সিদ্ধ মানুষ হিসেবে মারা গিয়ে পাপের প্রায়শ্চিত্ত করেছিলেন তখন তাঁর কোন সন্তান ছিল না। তাই বলা যেতে পারে যে তাঁর অজাত বংশধরেরা তাঁর সঙ্গেই মারা গিয়েছিল। কিন্তু যীশু আদমের পাপী মরণশীল পরিবারকে নিজের পরিবার করে নিয়েছিলেন। তিনি তাঁর নিজের জন্য পরিবার গড়ে তোলার অধিকারকে ছেড়ে দিয়েছিলেন। তাঁর সিদ্ধ মানব জীবন বলি দিয়ে যীশু আদমের সমস্ত বংশধরদের কিনে নিয়েছিলেন, যেন তারা তাঁর পরিবারের সদস্য হতে পারে এবং তিনি তাদের “সনাতন পিতা” হতে পারেন।—যিশাইয় ৯:৬, ৭.
যীশুর দেওয়া মুক্তির মূল্য বাধ্য মানবজাতির জন্য ঈশ্বরের দয়া এবং অনন্ত জীবন পাওয়ার রাস্তা খুলে দিয়েছে। তাই প্রেরিত পৌল লিখেছিলেন: “পাপের বেতন মৃত্যু; কিন্তু ঈশ্বরের অনুগ্রহ-দান আমাদের প্রভু যীশু খ্রীষ্টেতে অনন্ত জীবন।” (রোমীয় ৬:২৩) আমাদের মুক্তির জন্য এত বড় মূল্য দিয়ে যিহোবা ও তাঁর প্রিয় পুত্র আমাদেরকে যে ভালবাসা ও দয়া দেখিয়েছেন তার জন্য আমাদের মন তাঁদের প্রতি কৃতজ্ঞতায় ভরে যায়। (যোহন ৩:১৬) আর যীশু যখন পুনরুত্থিত হয়ে স্বর্গে গিয়েছিলেন ও পিতার কাছে মুক্তির মূল্য দিয়েছিলেন তখন তিনি আসলেই “পিতার কাছে . . . আমাদের এক সহায়” হয়েছিলেন।a (ইব্রীয় ৯:১১, ১২, ২৪; ১ পিতর ৩:১৮) কিন্তু যীশু খ্রীষ্ট এখন কীভাবে স্বর্গ থেকে আমাদের সহায় হচ্ছেন?
[পাদটীকাগুলো]
a ওয়াচটাওয়ার বাইবেল আ্যন্ড ট্র্যাক্ট সোসাইটির জ্ঞান যা অনন্ত জীবনে পরিচালিত করে বইয়ের ৪ এবং ৭ অধ্যায় দেখুন।
[৪ পৃষ্ঠার চিত্র]
আদমের বংশধরদের মুক্তির জন্য যীশু তাঁর সিদ্ধ জীবন বলি দিয়ে মূল্য শোধ করেছেন