পাঠ ১৭
যিশু আসলে কেমন?
যিশু যে-সমস্ত কথা বলেছিলেন এবং যেভাবে আচরণ করেছিলেন, সেগুলো থেকে আমরা বুঝতে পারি যে, তাঁর কত অপূর্ব গুণ রয়েছে। এই গুণগুলো সম্বন্ধে জানা আমাদের যিশু এবং তাঁর পিতা যিহোবার নিকটবর্তী করে। যিশুর কোন কোন গুণ রয়েছে? আর কীভাবে আমরা এই গুণগুলো দেখাতে পারি? আসুন, তা দেখি।
১. যিশু কোন কোন দিক দিয়ে তাঁর পিতার মতো?
কোটি কোটি বছর ধরে যিশু তাঁর প্রেমময় পিতার সঙ্গে স্বর্গে ছিলেন এবং তাঁর কাছ থেকে অনেক কিছু শিখেছিলেন। তাই, যিশু তাঁর পিতার মতো করে চিন্তা করেন এবং বিভিন্ন কাজ করেন আর পিতার মতো তাঁরও একই অনুভূতি রয়েছে। (পড়ুন, যোহন ৫:১৯.) আসলে, যিশু তাঁর পিতার গুণগুলো এত নিখুঁতভাবে অনুকরণ করেছিলেন যে, তিনি বলেছিলেন, “যে আমাকে দেখেছে, সে পিতাকেও দেখেছে।” (যোহন ১৪:৯) তাই, যিশু সম্বন্ধে ভালোভাবে জানার মাধ্যমে আপনি তাঁর পিতা যিহোবাকে আরও ভালোভাবে জানতে পারবেন। উদাহরণস্বরূপ, আপনি যখন পড়েন, যিশু লোকদের প্রতি কতটা সমবেদনা দেখিয়েছিলেন, তখন আপনি বুঝতে পারেন, যিহোবা আপনার জন্য কতটা চিন্তা করেন।
২. যিশু কীভাবে দেখিয়েছিলেন যে, তিনি যিহোবাকে ভালোবাসেন?
যিশু পৃথিবীতে থাকার সময় তাঁর জীবনের প্রতিটা ক্ষেত্রে যিহোবার প্রতি বাধ্যতা দেখিয়েছিলেন, এমনকী সেই সময়ও যখন তা দেখানো তাঁর জন্য কঠিন ছিল। এভাবে তিনি দেখিয়েছিলেন, তিনি তাঁর পিতাকে খুব ভালোবাসেন। যিশু নিজেও বলেছিলেন, “এই জগৎ যেন জানতে পারে, আমি পিতাকে ভালোবাসি, তাই পিতা আমাকে যেমন আজ্ঞা দিয়েছেন, আমি সেইমতো কাজ করছি।” (যোহন ১৪:৩১) যিশু আরও একটা ক্ষেত্রে তাঁর এই প্রেম দেখিয়েছিলেন। তিনি সবসময় তাঁর পিতার সম্বন্ধে অন্যদের সঙ্গে কথা বলতে ভালোবাসতেন এবং তাঁর বন্ধু হওয়ার জন্য তিনি লোকদের সাহায্য করতেন।—যোহন ১৪:২৩.
৩. যিশু কীভাবে দেখিয়েছিলেন যে, তিনি লোকদের ভালোবাসেন?
বাইবেল জানায়, যিশু মানবজাতিকে খুব ভালোবাসেন। কীভাবে তিনি এই ভালোবাসা দেখিয়েছিলেন? তিনি লোকদের উৎসাহিত করেছিলেন এবং নিজের চেয়ে তাদের জন্য বেশি চিন্তা করেছিলেন আর তাদের সাহায্য করেছিলেন। তিনি অনেক অলৌকিক কাজও করেছিলেন। তবে, তিনি এই অলৌকিক কাজগুলো শুধুমাত্র তাঁর শক্তি দেখানোর জন্য করেননি, কিন্তু লোকদের প্রতি তাঁর যে গভীর সমবেদনা ছিল, তা দেখানোর জন্যও করেছিলেন। (মার্ক ১:৪০-৪২) যিশু লোকদের সঙ্গে সদয়ভাবে আচরণ করতেন এবং তিনি সবাইকে সমান চোখে দেখতেন। তিনি সৎহৃদয়ের ব্যক্তিদের তাঁর কথার মাধ্যমে সান্ত্বনা ও প্রত্যাশা জুগিয়েছিলেন। যিশু লোকদের এতটাই ভালোবাসতেন যে, তাদের জন্য ইচ্ছুক মনে কষ্টভোগ করেছিলেন এবং জীবন দিয়েছিলেন। তিনি এখনও লোকদের ভালোবাসেন, বিশেষভাবে যারা তাঁর শিক্ষাগুলো মেনে চলে।—পড়ুন, যোহন ১৫:১৩, ১৪.
গভীরভাবে গবেষণা করুন
যিশুর ব্যক্তিত্ব এবং তাঁর যে-গুণগুলো রয়েছে, সেই সম্বন্ধে আরও জানুন আর কীভাবে আমরা লোকদের প্রতি যিশুর মতো ভালোবাসা ও উদারতা দেখাতে পারি, তা শিখুন।
৪. যিশু তাঁর পিতাকে ভালোবাসেন
যিশু দেখিয়েছিলেন, তিনি ঈশ্বরকে ভালোবাসেন। যিশুর কাছ থেকে আমরা শিখতে পারি যে, কোন উপায়ে আমরা ঈশ্বরের প্রতি ভালোবাসা দেখাতে পারি। লূক ৬:১২ এবং যোহন ১৫:১০; ১৭:২৬ পদ পড়ুন এবং এরপর এই প্রশ্নটা নিয়ে আলোচনা করুন:
যিশুর মতো আমরা কীভাবে দেখাতে পারি, আমরা যিহোবাকে ভালোবাসি?
৫. যিশু লোকদের জন্য চিন্তা করেন
যিশু নিজের চেয়ে অন্যদের বিষয়ে বেশি চিন্তা করতেন। এমনকী ক্লান্ত থাকা সত্ত্বেও তিনি নিজের সময় ও শক্তি ব্যবহার করে লোকদের সাহায্য করতেন। মার্ক ৬:৩০-৪৪ পদ পড়ুন এবং এরপর এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করুন:
যিশু কোন উপায়ে দেখিয়েছিলেন, তিনি লোকদের জন্য চিন্তা করেন?—৩১, ৩৪, ৪১ ও ৪২ পদ দেখুন।
কোন বিষয়টা যিশুকে লোকদের সাহায্য করার জন্য অনুপ্রাণিত করেছিল?—৩৪ পদ দেখুন।
যিশু একেবারে তাঁর পিতার মতো। তাই, যিশু সম্বন্ধে আমরা যা পড়লাম, তা থেকে আমরা যিহোবা সম্বন্ধে কী শিখতে পারি?
যিশুর মতো আমরা কীভাবে দেখাতে পারি, আমরা অন্যদের জন্য চিন্তা করি?
৬. যিশু হলেন একজন উদার ব্যক্তি
যিশুর কাছে বেশি কিছু ছিল না, কিন্তু তাঁর কাছে যতটুকু ছিল, সেটা দিয়ে তিনি অন্যদের সাহায্য করেছিলেন এবং তিনি আমাদের উৎসাহিত করেন, যেন আমাদের কাছে যতটুকু আছে, তা দিয়ে অন্যদের সাহায্য করি। প্রেরিত ২০:৩৫ পদ পড়ুন এবং এরপর এই প্রশ্নটা নিয়ে আলোচনা করুন:
সুখী হওয়ার জন্য যিশু কোন পরামর্শ দিয়েছিলেন?
ভিডিওটা দেখুন এবং এরপর এই প্রশ্নটা নিয়ে আলোচনা করুন।
আমাদের কাছে বেশি কিছু না থাকলেও, কীভাবে আমরা হৃদয় থেকে অন্যদের সাহায্য করতে পারি?
আপনি কি জানেন?
বাইবেল বলে, আমরা যেন যিশুর নামে যিহোবার কাছে প্রার্থনা করি। (পড়ুন, যোহন ১৬:২৩, ২৪.) আমরা যাতে যিহোবার নিকটবর্তী হতে পারি, সেইজন্য যিশু অনেক কিছু করেছেন। আমরা যখন যিশুর নামে প্রার্থনা করি, তখন আমরা দেখাই যে, আমরা তাঁর প্রতি কত কৃতজ্ঞ!
কেউ কেউ বলে থাকে: “আমাদের দুঃখকষ্ট দেখে ঈশ্বরের কিছু যায়-আসে না, তিনি আমাদের জন্য কোনো চিন্তা করেন না।”
পৃথিবীতে যিশু যা-কিছু করেছিলেন, কীভাবে সেগুলো আমাদের বুঝতে সাহায্য করে যে, যিহোবা আমাদের জন্য চিন্তা করেন?
সারাংশ
যিশু তাঁর পিতা যিহোবাকে এবং লোকদের খুব ভালোবাসেন। যিশু একেবারে তাঁর পিতার মতো, তাই যিশু সম্বন্ধে আপনি যত ভালোভাবে জানবেন, যিহোবা সম্বন্ধে আপনি তত ভালোভাবে জানতে পারবেন।
পুনরালোচনা
যিশুর মতো কীভাবে আমরা দেখাতে পারি, আমরা যিহোবাকে ভালোবাসি?
যিশুর মতো কীভাবে আমরা দেখাতে পারি, আমরা লোকদের ভালোবাসি?
যিশুর কোন গুণটা আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে?
আরও জানুন
আসুন, যিশুর কয়েকটা গুণ নিয়ে বিবেচনা করি আর দেখি কীভাবে আমরা সেগুলো দেখাতে পারি।
“যিশুকে অনুকরণ করুন” (যিশুই পথ, সত্য ও জীবন পৃষ্ঠা ৩১৭, ইংরেজি)
যিহোবার কাছে প্রার্থনা করার সময় কেন আমাদের অবশ্যই যিশুর নামে প্রার্থনা করতে হবে, তা জানুন।
“কেন যিশুর নামে প্রার্থনা করব?” (প্রহরীদুর্গ, ফেব্রুয়ারি ১, ২০০৮, ইংরেজি)
বাইবেল কি আমাদের জানায়, যিশু দেখতে কেমন ছিলেন?
যিশু নারীদের সঙ্গে যেভাবে আচরণ করতেন, সেখান থেকে আমরা কী শিখতে পারি?
“ঈশ্বর চান যেন নারীদের সম্মান করা হয়” (প্রহরীদুর্গ, সেপ্টেম্বর ১, ২০১২, ইংরেজি)