ঈশ্বরের বাক্যের গুপ্তধন | লূক ৮-৯
আমার অনুসারী হও—এর জন্য কী প্রয়োজন?
একজন চাষি যদি একেবারে সোজাভাবে লাঙল চালাতে চাইতেন, তা হলে তিনি পিছনের বিষয়ের দ্বারা নিজেকে বিক্ষিপ্ত করতে পারতেন না। একইভাবে, একজন খ্রিস্টান পিছনে ফেলে আসা বিষয়গুলোর দ্বারা নিজেকে বিক্ষিপ্ত করতে পারেন না।—ফিলি ৩:১৩.
আমরা যখন কঠিন পরিস্থিতির মধ্যে থাকি, তখন আমাদের মধ্যে খুব সহজেই ‘হারিয়ে যাওয়া সোনালি দিন’—হতে পারে সত্যে আসার আগের সময়—ফিরে পাওয়ার প্রবল আকাঙ্ক্ষা জেগে উঠতে পারে। সেই সময়ে, আমরা প্রায়ই অতীতের বিভিন্ন আনন্দময় ঘটনাকে অতিরঞ্জিত করে এবং সমস্যাকে ছোটো করে তুলে ধরতে পারি। মিশর ত্যাগ করার পর ইস্রায়েলীয়রা ঠিক এটাই করেছিল। (গণনা ১১:৫, ৬) আমরা যদি ক্রমাগত এই ধরনের চিন্তা করতাম, তা হলে আমাদের আগের জীবনধারায় ফিরে যাওয়ার জন্য প্রলোভিত হতাম। আমাদের বর্তমান আশীর্বাদ নিয়ে চিন্তা করা এবং রাজ্যের অধীনে ভবিষ্যতের আনন্দময় ঘটনার প্রতি মনোযোগ কেন্দ্রীভূত রাখা কতই-না উত্তম!—২করি ৪:১৬-১৮.