পাঠকদের থেকে প্রশ্নসকল
যীশুর মা মরিয়ম তার আত্মীয়া ইলীশাবেতের গৃহে সাক্ষাৎ করতে যাবার আগে থেকেই কি গর্ভবতী ছিলেন?
হ্যাঁ, স্পষ্টতই তিনি ছিলেন।
লূক ১ অধ্যায়ে আমরা প্রথম যাজক সখরিয়ের স্ত্রী ইলীশাবেতের গর্ভবতী হওয়ার কথা পড়ি, যিনি যোহনকে (বাপ্তাইজক) জন্ম দিয়েছিলেন। যখন ইলীশাবেতের “ষষ্ঠ মাসে গাব্রিয়েল দূত” মরিয়মের সাক্ষাতে আবির্ভূত হন তাকে এই জানাবার জন্য যে “পরাৎপরের পুত্ত্র”-কে জন্ম দেওয়ার জন্য তিনি গর্ভবতী হবেন। (লূক ১:২৬, ৩০-৩৩) কিন্তু মরিয়ম ঠিক কখন গর্ভবতী হন?
লূকের বিবরণ আমাদের জানায় যে মরিয়ম অবিলম্বে তার গর্ভবতী আত্মীয়া ইলীশাবেতের সাথে সাক্ষাৎ করার জন্য যিহূদায় যাত্রা করেন। যখন দুই নারীর সাক্ষাৎ হয়, তখন ইলীশাবেতের গর্ভে শিশুটি (যোহন) নেচে উঠে। ইলীশাবেৎ ‘মরিয়মের জঠরের ফলকে’ ইঙ্গিত করেন এবং মরিয়মকে “আমার প্রভুর মাতা” বলে ডাকেন। (লূক ১:৩৯-৪৪) তাহলে যুক্তিপূর্ণ উপসংহার হল যে মরিয়ম ইতিমধ্যেই গর্ভবতী ছিলেন, অর্থাৎ যখন তিনি ইলীশাবেতের সাথে সাক্ষাৎ করতে যান, তখন তিনি গর্ভবতী ছিলেন।
লূক ১:৫৬ পদে পড়ি: “আর মরিয়ম মাস তিনেক ইলীশাবেতের নিকটে রহিলেন, পরে নিজ গৃহে ফিরিয়া গেলেন।” এই শাস্ত্রপদটি কিন্তু একেবারে সঠিক ক্যালেন্ডারের দিনের কথা জানায় না। এটি বলে “মাস তিনেক,” যার অর্থ হল যে ইলীশাবেৎ তখন নয় মাসের গর্ভবতী।
ইলীশাবেতের সাথে গর্ভাবস্থায় শেষ পর্যন্ত সাহায্যকারী হিসাবে থেকে মরিয়ম নাসরতে তার গৃহের দিকে যাত্রা করেন। সম্ভবত মরিয়ম উপলব্ধি করেছিলেন যে ইলীশাবেৎ (যোহনের) জন্ম দিলে পর হয়ত অনেক অতিথির সমাগম হবে, তাদের মধ্যে হয়ত কিছু হবে আত্মীয়। সেটা হয়ত একজন অবিবাহিত যুবতী নারী যে নিজেই গর্ভবতী তার পক্ষে খুব বেমানান দেখাবে। নাসরতের দিকে যাত্রা শুরু করার সময়ে মরিয়ম কতদিনের গর্ভবতী ছিলেন? যেহেতু তিনি ইলীশাবেতের সাথে “প্রায় তিন মাস” পর্যন্ত ছিলেন, তাহলে মরিয়ম সম্ভবত গর্ভাবস্থার তিন মাস অথবা চার মাসের প্রথম দিক পর্যন্ত ছিলেন, যখন তিনি নাসরতে ফিরে যান।