-
“যিহোবা, করুণাময় ও কৃপাময় ঈশ্বর”১৯৯৮ প্রহরীদুর্গ | অক্টোবর ১
-
-
৯, ১০. (ক) অপব্যয়ীর পরিস্থিতিতে কীধরনের পরিবর্তন এসেছিল এবং সে কিভাবে প্রতিক্রিয়া দেখিয়েছিল? (খ) আজকে যারা সত্য উপাসনা ত্যাগ করেন তাদের কিছুজন কিভাবে অপব্যয়ীর মত একই অবস্থা অভিজ্ঞতা করে থাকেন তা ব্যাখ্যা করুন।
৯ “সে সমস্ত ব্যয় করিয়া ফেলিলে পর সেই দেশে ভারী আকাল হইল, তাহাতে সে কষ্টে পড়িতে লাগিল। তখন সে গিয়া সেই দেশের এক জন গৃহস্থের আশ্রয় লইল; আর সে তাহাকে শূকর চরাইবার জন্য আপনার মাঠে পাঠাইয়া দিল; তখন, শূকরে যে শুটী খাইত, তাহা দিয়া সে উদর পূর্ণ করিতে বাঞ্ছা করিত, আর কেহই তাহাকে দিত না।”—লূক ১৫:১৪-১৬.
-
-
“যিহোবা, করুণাময় ও কৃপাময় ঈশ্বর”১৯৯৮ প্রহরীদুর্গ | অক্টোবর ১
-
-
১১. কিভাবে অপব্যয়ীর সংকটময় পরিস্থিতি আরও খারাপ হয়েছিল এবং আজকে কিভাবে কিছুজন জগতের প্রলোভনগুলিকে “অনর্থক প্রতারণা” হিসাবে দেখতে পেয়েছেন?
১১ অপব্যয়ীর সংকটময় পরিস্থিতি আরও খারাপ হয়েছিল এই কারণে যে “কেহই তাহাকে দিত না।” তার নতুন বন্ধুরা তখন কোথায় গিয়েছিল? যেহেতু তখন তার কাছে পয়সা ছিল না, তাই সে যেন তাদের কাছে “ঘৃণিত” ছিল। (হিতোপদেশ ১৪:২০) একইভাবে, আজকে অনেকে যারা বিশ্বাস থেকে ভ্রষ্ট হয়েছেন তারা দেখতে পান যে এই জগতের প্রলোভন এবং দৃষ্টিভঙ্গিগুলি “অনর্থক প্রতারণা”-র সমান। (কলসীয় ২:৮) “আমি যিহোবার নির্দেশনা ছাড়া অনেক মানসিক যন্ত্রণা এবং দুঃখ পেয়েছি,” একজন যুবতী বলেন যিনি কিছুদিনের জন্য ঈশ্বরের সংগঠন ছেড়ে দিয়েছিলেন। “আমি জগতের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে চেয়েছিলাম কিন্তু যেহেতু আমি প্রকৃতই অন্যদের মত ছিলাম না, তাই তারা আমাকে গ্রহণ করেনি। আমি নিজেকে এক হারানো সন্তানের মত মনে করেছিলাম যাকে পরিচালনার জন্য একজন পিতার প্রয়োজন ছিল। আর আমি তখনই উপলব্ধি করেছিলাম যে যিহোবাকে আমার প্রয়োজন। আমি আর কখনই তাঁকে ছেড়ে স্বাধীনভাবে জীবনযাপন করতে চাইনি।” যীশুর গল্পের সেই অপব্যয়ী একই বিষয় উপলব্ধি করতে পেরেছিল।
-