পাঠ ২৮
যিহোবা ও যিশুর দেখানো প্রেমের প্রতি কৃতজ্ঞতা দেখান
কোনো বন্ধু যদি আপনাকে একটা সুন্দর উপহার দেয়, তা হলে আপনার কেমন লাগবে? আপনি কি খুশি হবেন না? আর আপনি কি কোনো-না-কোনোভাবে এটা দেখাতে চাইবেন না যে, আপনি সেই উপহারের জন্য কতটা কৃতজ্ঞ? যিহোবা ও যিশুর কাছ থেকেও আমরা একটা উপহার পেয়েছি। এটার চেয়ে মূল্যবান উপহার আর কিছুই হতে পারে না। সেই উপহারটা কী এবং কীভাবে আমরা দেখাতে পারি যে, আমরা এটার জন্য কৃতজ্ঞ? আসুন তা জানি।
১. যিহোবা ও যিশুর প্রতি কৃতজ্ঞতা দেখানোর একটা উপায় কী?
বাইবেল প্রতিজ্ঞা করে, ‘যে-কেউ যিশুর উপর বিশ্বাস করবে,’ সে অনন্তজীবন পাবে। (যোহন ৩:১৬) এর অর্থ কী? এর অর্থ, আমাদের শুধু এটা বিশ্বাস করলেই হবে না যে, যিশু আমাদের জন্য মারা গিয়েছিলেন। কিন্তু সেইসঙ্গে, আমাদের কথা, কাজ এবং সিদ্ধান্তের মাধ্যমে নিজেদের বিশ্বাস প্রকাশ করতে হবে। (যাকোব ২:১৭) আমরা যখন এটা করব, তখন যিশু এবং তাঁর পিতা যিহোবার সঙ্গে আমাদের সম্পর্ক দৃঢ় হবে।—পড়ুন, যোহন ১৪:২১.
২. যিহোবা ও যিশুর প্রতি আমরা কোন বিশেষ উপায়ে কৃতজ্ঞতা দেখাতে পারি?
যিশু তাঁর শিষ্যদের আরেকটা উপায় সম্বন্ধে বলেছিলেন, যেটার মাধ্যমে তারা দেখাতে পারে যে, তাঁর বলিদানের জন্য তারা কৃতজ্ঞ। যিশু মারা যাওয়ার আগের সন্ধ্যায় প্রথমবার এক বিশেষ সভার আয়োজন করেছিলেন, যেটাকে বাইবেলে “প্রভুর সান্ধ্যভোজ” বলা হয়েছে। এই সভা যিশুর মৃত্যু স্মরণ করার জন্য রাখা হয় বলে, এটাকে স্মরণার্থ সভাও বলে। (১ করিন্থীয় ১১:২০) যিশু এই সভা এইজন্য প্রবর্তন করেছিলেন, যাতে তাঁর প্রেরিতেরা এবং তাদের পরে সত্য খ্রিস্টানেরা এটা স্মরণ করে যে, যিশু তাদের জন্য জীবন দিয়েছিলেন। সেইসময়, যিশু তাদের এই আজ্ঞা দিয়েছিলেন: “আমার স্মরণে এটা কোরো।” (লূক ২২:১৯) আপনি এই সভায় যোগ দেওয়ার মাধ্যমে দেখাতে পারেন, যিহোবা ও যিশু আপনার প্রতি যে-প্রেম দেখিয়েছেন, সেটার জন্য আপনি কৃতজ্ঞ।
গভীরভাবে গবেষণা করুন
আমরা আর কোন উপায়ে দেখাতে পারি, যিহোবা ও যিশু আমাদের প্রতি যে-প্রেম দেখিয়েছেন, সেটার জন্য আমরা কৃতজ্ঞ? কেন স্মরণার্থ সভায় যোগ দেওয়া গুরুত্বপূর্ণ? আসুন তা জানি।
৩. কৃতজ্ঞতাপূর্ণ হৃদয় থাকলে আমরা কী করব?
কল্পনা করুন, আপনি জলে ডুবে যাচ্ছেন আর কেউ এসে আপনার জীবন বাঁচায়। সেই ব্যক্তি আপনার প্রতি যা করলেন, আপনি কি সেটা ভুলে যাবেন? না কি তার প্রতি কৃতজ্ঞতা দেখানোর জন্য কিছু করবেন?
যিহোবা আমাদের জীবন বাঁচিয়ে এবং চিরকাল বেঁচে থাকার সুযোগ দিয়ে আমাদের প্রতি দয়া দেখিয়েছেন। ১ যোহন ৪:৮-১০ পদ পড়ুন এবং এরপর এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করুন:
যিশুর বলিদান কেন এক মূল্যবান উপহার?
যিহোবা ও যিশু আপনার জন্য যা-কিছু করেছেন, সেই বিষয়ে আপনি কেমন অনুভব করেন?
যিহোবা ও যিশুর প্রতি আমরা যদি কৃতজ্ঞতা দেখাতে চাই, তা হলে আমরা কী করব? ২ করিন্থীয় ৫:১৫ এবং ১ যোহন ৪:১১; ৫:৩ পদ পড়ুন। প্রতিটা শাস্ত্রপদ পড়ার পর এই প্রশ্নটা নিয়ে আলোচনা করুন:
এই পদ অনুযায়ী, যিহোবা ও যিশুর প্রতি কৃতজ্ঞতা দেখানোর জন্য আমরা কী করতে পারি?
৪. যিশুকে অনুকরণ করুন
আমরা আরও একটা উপায়ে দেখাতে পারি যে, আমরা যিশুর প্রতি কৃতজ্ঞ। আর সেটা হল, তাঁকে অনুকরণ করা। ১ পিতর ২:২১ পদ পড়ুন এবং এরপর এই প্রশ্নটা নিয়ে আলোচনা করুন:
আপনি কোন উপায়ে পুঙ্খানুপুঙ্খভাবে যিশুর পদচিহ্ন অনুসরণ করতে পারেন?
৫. খ্রিস্টের মৃত্যুর স্মরণার্থ সভায় যোগ দিন
প্রথম বার যখন প্রভুর সান্ধ্যভোজ পালন করা হয়েছিল, তখন সেখানে কী হয়েছিল, তা জানার জন্য লূক ২২:১৪, ১৯, ২০ পদ পড়ুন এবং এরপর এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করুন:
প্রভুর সান্ধ্যভোজে কী করা হয়েছিল?
রুটি ও দ্রাক্ষারস কোন বিষয়কে চিত্রিত করে?—১৯ ও ২০ পদ দেখুন।
যিশু চেয়েছিলেন তাঁর শিষ্যেরা যেন বছরে একবার প্রভুর সান্ধ্যভোজ পালন করে। আর তারা যেন সেটা সেই তারিখেই করে, যে-তারিখে যিশু মারা গিয়েছিলেন। সেইজন্য, যিহোবার সাক্ষিরা প্রতি বছর যিশুর মৃত্যু স্মরণ করার জন্য একত্রিত হয়ে থাকে। আর তারা সেভাবেই সেটা পালন করে, যেভাবে যিশু তা করার আজ্ঞা দিয়েছিলেন। এই বিশেষ সভার বিষয়ে জানার জন্য ভিডিওটা দেখুন। এরপর এই প্রশ্নটা নিয়ে আলোচনা করুন।
স্মরণার্থ সভায় কী করা হয়?
রুটি ও দ্রাক্ষারস হল কেবলমাত্র প্রতীক। রুটি যিশুর নিখুঁত দেহকে চিত্রিত করে, যা তিনি আমাদের জন্য বলি দিয়েছিলেন। আর দ্রাক্ষারস তাঁর রক্তকে চিত্রিত করে
কেউ কেউ বলে থাকে: “রক্ষা পাওয়ার জন্য শুধু যিশুকে বিশ্বাস করলেই হবে।”
কীভাবে আপনি যোহন ৩:১৬ এবং যাকোব ২:১৭ পদ থেকে দেখাতে পারেন যে, যিশুকে বিশ্বাস করা ছাড়াও আরও বেশি কিছু করতে হবে?
সারাংশ
আমরা যখন আমাদের কথা, কাজ ও সিদ্ধান্তের মাধ্যমে বিশ্বাস প্রকাশ করি এবং স্মরণার্থ সভায় যোগ দিই, তখন আমরা দেখাই যে, যিশুর বলিদানের জন্য আমরা কৃতজ্ঞ।
পুনরালোচনা
যিশুর উপর বিশ্বাস করার অর্থ কী?
যিহোবা ও যিশুর প্রতি আপনি যে খুবই কৃতজ্ঞ, তা আপনি কোন উপায়ে দেখাতে চান?
স্মরণার্থ সভায় যোগ দেওয়া কেন এত গুরুত্বপূর্ণ?
আরও জানুন
যিশুর বলিদান আমাদের কী করার জন্য উৎসাহিত করে?
যিহোবাকে সম্মান করার জন্য তিনি তাঁর দেহ ব্যবহার করেছিলেন (৯:২৮)
বিশ্বাস কী এবং কীভাবে আমরা দেখাতে পারি, আমাদের বিশ্বাস রয়েছে? আসুন তা জানি।
“যিহোবার প্রতিজ্ঞায় বিশ্বাস করে চলুন” (প্রহরীদুর্গ, অক্টোবর ২০১৬)
“আমি এখন খুশি এবং আমার এক শুদ্ধ বিবেক রয়েছে” এই জীবনকাহিনীতে একজন মহিলা যখন জানতে পেরেছিলেন, যিশু তার জন্য জীবন দিয়েছেন, তখন তার কেমন লেগেছিল? আসুন তা জানি।
“বাইবেল জীবনকে পরিবর্তন করে” (প্রহরীদুর্গ, আগস্ট ১, ২০১১, ইংরেজি)
কেন স্মরণার্থ সভায় অল্প কিছু ব্যক্তি রুটি ও দ্রাক্ষারস খায়? তা জানুন।
“কেন যিহোবার সাক্ষিরা অন্যদের চেয়ে ভিন্ন উপায়ে প্রভুর সান্ধ্যভোজ পালন করে থাকে?” (অনলাইন প্রবন্ধ)