আপনার কি মনে আছে?
আপনি কি গত কয়েক মাসের প্রহরীদুর্গ পত্রিকা মন দিয়ে পড়েছেন? যদি পড়ে থাকেন, তা হলে দেখুন আপনি নীচের এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারেন কি না:
আমরা যদি সময় বের করে যিহোবার সঙ্গে কথা বলি, তাঁর কথা শুনি এবং তাঁর বিষয়ে চিন্তা করি, তা হলে আমরা কোন উপকার পাব?
আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারব, অন্যদের ভালোভাবে শেখাতে পারব, আমাদের বিশ্বাস দৃঢ় হবে এবং যিহোবার প্রতি আমাদের ভালোবাসা আরও বেড়ে যাবে।—প্রহরীদুর্গ ২২.০১, পৃষ্ঠা ৩০-৩১.
আজ যিহোবা এবং নেতৃত্ব নেয় এমন ভাইদের প্রতি আস্থা রাখা কেন গুরুত্বপূর্ণ?
এটা খুবই গুরুত্বপূর্ণ, আজ আমরা যেন প্রাচীনদের দেওয়া নির্দেশনা মেনে চলি এবং এইরকম চিন্তা না করি যে, তারা নিজেদের ইচ্ছামতো নির্দেশনা দিচ্ছেন। এভাবে আমরা দেখাতে পারব, যিহোবার কাজ করার পদ্ধতির উপর আমাদের আস্থা রয়েছে। আর আমরা যদি আজ তাদের দেওয়া নির্দেশনা মেনে চলি, তা হলে মহাক্লেশের সময়ে তাদের দেওয়া নির্দেশনা মেনে চলার জন্য প্রস্তুত থাকব, তা সেটা আমাদের কাছে যতই অদ্ভুত ও অযৌক্তিক বলে মনে হোক না কেন।—প্রহরীদুর্গ ২২.০২, পৃষ্ঠা ৪-৬.
স্বর্গদূত যখন সখরিয়কে বলেছিলেন, রাজ্যপাল “সরুব্বাবিলের হস্তে ওলোন দেখিয়া” লোকেরা “আনন্দ করিবে,” তখন এর অর্থ কী ছিল? (সখ. ৪:৮-১০)
সেই দর্শন থেকে লোকেরা নিশ্চিত হত, যে-মন্দির তৈরি হচ্ছে, সেটা যদিও দেখতে সুন্দর হবে না, তবে সেটা যিহোবার ইচ্ছা অনুযায়ী তৈরি হবে। আর যিহোবা এই মন্দির দেখে আনন্দিত হবেন।—প্রহরীদুর্গ ২২.০৩, পৃষ্ঠা ১৬-১৭.
কীভাবে আমরা কথা বলার ব্যাপারে উদাহরণযোগ্য হতে পারি? (১ তীম. ৪:১২)
প্রচার করার সময় আমাদের লোকদের সঙ্গে প্রেম ও সম্মান সহকারে কথা বলা উচিত। আমাদের সভাগুলোতে উদ্যোগের সঙ্গে গান গাওয়া এবং উত্তর দেওয়া উচিত। আমাদের কথার দ্বারা অন্যদের শক্তি লাভ করতে সাহায্য করা উচিত, সত্য কথা বলা উচিত এবং কখনো গালিগালাজ করা উচিত নয় আর সেইসঙ্গে কারো অপমান করাও উচিত নয়।—প্রহরীদুর্গ ২২.০৪, পৃষ্ঠা ৬-৯.
কেন প্রকাশিত বাক্য ১৩:১, ২ পদে বলা হিংস্র পশু দানিয়েল ৭ অধ্যায়ে বলা চারটে পশুর মতো দেখতে?
প্রকাশিত বাক্য ১৩ অধ্যায়ে যে-হিংস্র পশুর বিষয়ে বলা হয়েছে, সেটা কোনো একটা সরকারকে চিত্রিত করে না, যেমন রোম। এর পরিবর্তে, সেটা এখন পর্যন্ত আসা সমস্ত সরকারকে চিত্রিত করে।—প্রহরীদুর্গ ২২.০৫, পৃষ্ঠা ৯.
কীভাবে আমরা দেখাতে পারি যে, আমরা নিশ্চিত যিহোবা আমাদের ন্যায়বিচার করবেন?
কেউ যদি আমাদের নিয়ে ঠাট্টা করে, আমাদের দুঃখ দেয় কিংবা আমাদের বিরুদ্ধে পাপ করে, তা হলে আমরা রাগ পুষে রাখব না বরং বিষয়টা যিহোবার হাতে ছেড়ে দেব। সঠিক সময়ে তিনি সব কিছু ঠিক করে দেবেন।—প্রহরীদুর্গ ২২.০৬, পৃষ্ঠা ১০-১১.
একজন ভাইকে যদি সভাতে প্রার্থনা করতে বলা হয়, তা হলে তিনি কোন বিষয়টা মনে রাখতে পারেন?
প্রার্থনা করার সময় তার ভাই-বোনদের উদ্দেশে না কোনো পরামর্শ দেওয়া উচিত, না কোনো ঘোষণা করা উচিত। তার এই বিষয়ে খেয়াল রাখা উচিত, তিনি যেন “অনেক কথা” না বলেন, বিশেষ করে যখন তাকে সভার শুরুর প্রার্থনা করতে বলা হয়। (মথি ৬:৭)—প্রহরীদুর্গ ২২.০৭, পৃষ্ঠা ২৪-২৫.
যারা মারা যাওয়ার আগে “মন্দ কাজ করেছে,” তাদের বিচারের জন্য পুনরুত্থিত করা হবে, এর অর্থ কী? (যোহন ৫:২৯)
এর অর্থ এই নয়, তারা মারা যাওয়ার আগে যে-কাজগুলো করেছে, সেগুলোর উপর ভিত্তি করে তাদের শাস্তি দেওয়ার জন্য পুনরুত্থিত করা হবে। বরং এর অর্থ হল, পুনরুত্থিত করার পর তাদের কাজের উপর লক্ষ রাখা হবে এবং পরীক্ষা করা হবে যে, তারা নিজেদের পরিবর্তন করছে কি না। এরপর, সেই অনুযায়ী তাদের বিচার করা হবে।—প্রহরীদুর্গ ২২.০৯, পৃষ্ঠা ১৮.
১৯২২ সালে সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত একটা সম্মেলনে ভাই জোসেফ এফ. রাদারফোর্ড সবাইকে কোন উৎসাহ প্রদান করেছিলেন?
যুক্তরাষ্ট্রের ওহাইওর সিডার পয়েন্টে অনুষ্ঠিত একটা সম্মেলনে ভাই উচ্চস্বরে এই কথাগুলো বলেন: “রাজা রাজত্ব করছেন! জনসাধারণ্যে তাঁর সম্বন্ধে ঘোষণা করার জন্য আপনারাই হচ্ছেন তাঁর প্রতিনিধি। তাই, রাজা এবং তাঁর রাজ্য সম্বন্ধে ঘোষণা করুন, ঘোষণা করুন, ঘোষণা করুন।”—প্রহরীদুর্গ ২২.১০, পৃষ্ঠা ৩-৫.
যিশাইয় ৩০ অধ্যায়ে কোন তিনটে উপায় সম্বন্ধে বলা হয়েছে, যেগুলোর মাধ্যমে যিহোবা আমাদের সমস্যাগুলো সহ্য করার জন্য সাহায্য করেন?
এই অধ্যয়নে বলা হয়েছে যে, যিহোবা (১) আমাদের প্রার্থনা মন দিয়ে শোনেন এবং সেটার উত্তর দেন, (২) আমাদের সঠিক পথ দেখান এবং (৩) আমাদের আশীর্বাদ দেন এবং সবসময় তা দেবেন।—প্রহরীদুর্গ ২২.১১, পৃষ্ঠা ৯.
কেন আমরা বলতে পারি, গীতসংহিতা ৩৭:১০, ১১, ২৯ পদে লেখা কথাগুলো অতীতেও পরিপূর্ণ হয়েছিল এবং ভবিষ্যতেও পরিপূর্ণ হবে?
দায়ূদ যে-ভালো পরিস্থিতির বিষয়ে লিখেছিলেন, ইজরায়েল দেশে ঠিক সেইরকমই পরিস্থিতি ছিল, বিশেষ করে শলোমনের শাসনের সময়। আর যিশু যখন লোকদের বলেছিলেন, নতুন জগতে লোকেরা কীভাবে থাকবে, তখন তিনি ১১ পদে লেখা কথাগুলো থেকে উদ্ধৃতি করেছিলেন। (মথি ৫:৫; লূক ২৩:৪৩)—প্রহরীদুর্গ ২২.১২, পৃষ্ঠা ৮-১০, ১৪.