-
যে-মহাযাজক যিশুকে দোষারোপ করেছিলেন২০০৬ প্রহরীদুর্গ | জানুয়ারি ১৫
-
-
কায়াফার দুষ্টতা প্রকাশ পেয়েছিল, যখন তিনি তার সহশাসকদের বলেছিলেন: “তোমরা . . . বিবেচনাও কর না যে, তোমাদের পক্ষে এটী ভাল, যেন প্রজাগণের জন্য এক ব্যক্তি মরে, আর সমস্ত জাতি বিনষ্ট না হয়।” বিবরণ আরও বলে: “এই কথা যে তিনি আপনা হইতে বলিলেন, তাহা নয়, কিন্তু সেই বৎসরের মহাযাজক হওয়াতে তিনি এই ভাববাণী বলিলেন যে, সেই জাতির জন্য যীশু মরিবেন। আর কেবল সেই জাতির জন্য নয়, কিন্তু ঈশ্বরের যে সকল সন্তান ছিন্ন ভিন্ন হইয়াছিল, সেই সকলকে যেন একত্র করিয়া এক করেন, এই জন্য। অতএব সেই দিন অবধি তাহারা [যিশুকে] বধ করিবার মন্ত্রণা করিতে লাগিল।”—যোহন ১১:৪৯-৫৩.
কায়াফা তার নিজের কথাগুলোর সম্পূর্ণ তাৎপর্য সম্বন্ধে জানতেন না। মহাযাজক হিসেবে সেবা করায় তিনি ভবিষ্যদ্বাণী করেছিলেন।b যিশুর মৃত্যু উপকারজনক হবে—কিন্তু কেবল যিহুদিদের জন্য নয়। তাঁর মুক্তির মূল্যরূপ বলিদান সকল মানবজাতিকে পাপ এবং মৃত্যুর দাসত্ব থেকে মুক্ত করার জন্য উপায় জোগাবে।
-
-
যে-মহাযাজক যিশুকে দোষারোপ করেছিলেন২০০৬ প্রহরীদুর্গ | জানুয়ারি ১৫
-
-
b যিহোবা অতীতে দুষ্ট বিলিয়মকে ইস্রায়েলীয়দের সম্বন্ধে সত্য ভবিষ্যদ্বাণীগুলো বলার জন্য ব্যবহার করেছিলেন।—গণনাপুস্তক ২৩:১–২৪:২৪.
-