-
পাঠক-পাঠিকাদের থেকে প্রশ্নসকল২০০৪ প্রহরীদুর্গ | ডিসেম্বর ১
-
-
পাঠক-পাঠিকাদের থেকে প্রশ্নসকল
পুনরুত্থিত যিশু কেন থোমাকে বলেছিলেন, যেন তিনি তাঁকে স্পর্শ করেন অথচ এর আগে মগ্দলীনী মরিয়মকে তা করতে বারণ করেছিলেন?
-
-
পাঠক-পাঠিকাদের থেকে প্রশ্নসকল২০০৪ প্রহরীদুর্গ | ডিসেম্বর ১
-
-
যিশু এবং থোমার মধ্যে যে-আলোচনা হয়েছিল, সেটা ছিল আলাদা। যিশু যখন কিছু শিষ্যকে দেখা দিয়েছিলেন, তখন থোমা সেখানে উপস্থিত ছিলেন না। পরবর্তী সময়ে, এই কথা বলার মাধ্যমে থোমা যিশুর পুনরুত্থান নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন যে, যতক্ষণ না তিনি যিশুর হাতে প্রেকের ক্ষতচিহ্ন দেখেন এবং যিশুর বর্শাবিদ্ধ স্থানে হাত দেন, ততক্ষণ তিনি তা বিশ্বাস করবেন না। আট দিন পর, যিশু আবারও শিষ্যদের দেখা দেন। এই সময় থোমা উপস্থিত ছিলেন এবং যিশু তাকে তাঁর ক্ষত স্পর্শ করতে বলেছিলেন।—যোহন ২০:২৪-২৭.
তাই, মগ্দলীনী মরিয়মের ক্ষেত্রে যিশু, তাঁকে যেতে বাধা দেওয়ার ভুল আকাঙ্ক্ষার বিষয়টা নিয়ে কথা বলেছিলেন; থোমার ক্ষেত্রে যিশু এমন একজনকে সাহায্য করছিলেন, যার সন্দেহ ছিল। উভয় ক্ষেত্রেই যিশু যেভাবে কাজ করেছিলেন, তা করার উত্তম কারণ তাঁর ছিল।
-