-
প্রাচীন প্রতিলিপিকারীরা এবং ঈশ্বরের বাক্য২০০৭ প্রহরীদুর্গ | মার্চ ১৫
-
-
প্রাচীন ইস্রায়েলের প্রতিলিপিকারীরা
মোশি ফরৌণের পরিবারের একজন সদস্য হিসেবে বড় হয়েছিলেন। (যাত্রাপুস্তক ২:১০; প্রেরিত ৭:২১, ২২) মিশরীয় পুরাতত্ত্ববিদদের মতানুসারে, মোশির শিক্ষার অন্তর্ভুক্ত ছিল মিশরীয় লেখার পদ্ধতির ওপর এবং প্রতিলিপিকারীদের অন্তত কিছু কৌশল সম্বন্ধে দক্ষতা অর্জন করা। অধ্যাপক জেমস কে. হফমাইয়ার তার মিশরে ইস্রায়েলীয়রা (ইংরেজি) বইয়ে বলেন: “এইরকমটা মনে করার কারণ হচ্ছে, বাইবেলের যে-রীতিনীতিগুলো মোশি লিখেছেন, সেগুলোতে বিভিন্ন ঘটনা লিপিবদ্ধ করার, যাত্রার কাহিনি সংকলনের এবং প্রতিলিপি সংক্রান্ত অন্যান্য কার্যকলাপ রয়েছে।”b
-
-
প্রাচীন প্রতিলিপিকারীরা এবং ঈশ্বরের বাক্য২০০৭ প্রহরীদুর্গ | মার্চ ১৫
-
-
b মোশির লিপিবদ্ধ আইন সংক্রান্ত বিষয়ের উল্লেখ যাত্রাপুস্তক ২৪:৪, ৭; ৩৪:২৭, ২৮; ও দ্বিতীয় বিবরণ ৩১:২৪-২৬ পদে পাওয়া যায়। তার লিপিবদ্ধ একটা গীত দ্বিতীয় বিবরণ ৩১:২২ পদে উল্লেখ করা হয়েছে এবং প্রান্তরের পথে যাত্রার বৃত্তান্ত গণনাপুস্তক ৩৩:২ পদে উল্লেখ করা হয়েছে।
-