-
আমাদের বিশ্বাসের পক্ষ সমর্থন করা১৯৯৮ প্রহরীদুর্গ | ডিসেম্বর ১
-
-
১২. কোন্ পরিস্থিতিগুলি পৌল ও বার্ণবাকে ইকনিয়াতে সাহসপূর্বক কথা বলতে পরিচালিত করেছিল?
১২ পৌল ও বার্ণবার উদাহরণটিও বিবেচনা করুন। প্রেরিত ১৪:১, ২ পদ উল্লেখ করে: “ইকনিয়ে তাঁহারা একসঙ্গে যিহূদীদের সমাজ-গৃহে প্রবেশ করিলেন, এবং এমন ভাবে কথা কহিলেন যে, যিহূদী ও গ্রীকদের বিস্তর লোক বিশ্বাস করিল। কিন্তু যে যিহূদীরা অবাধ্য হইল, তাহারা ভ্রাতৃগণের বিপক্ষে পরজাতীয়দের মনকে উত্তেজিত ও হিংসার্থী করিল।” দ্যা নিউ ইংলিশ বাইবেল বলে: “কিন্তু ধর্মান্তরিত হয়নি এমন যিহূদীরা পরজাতীয়দেরকে উত্তেজিত এবং খ্রীষ্টানদের বিরুদ্ধে তাদের মনকে বিষিয়ে তুলেছিল।” যিহূদী বিরোধীরা সেই বার্তা অগ্রাহ্য করেই সন্তুষ্ট হননি, তারা পরজাতীয়দের মধ্যে খ্রীষ্টানদের বিরুদ্ধে প্রতিকূল ধারণা সৃষ্টি করার চেষ্টায় অপপ্রচার চালিয়েছিলেন।a খ্রীষ্টধর্মের প্রতি কত তীব্র ঘৃণাই না তাদের ছিল! (প্রেরিত ১০:২৮ পদের সঙ্গে তুলনা করুন।) পৌল ও বার্ণবা অনুভব করেছিলেন যে তা ছিল “কথা কহিবার কাল,” নতুবা নতুন শিষ্যরা প্রকাশ্য কলঙ্কের দ্বারা নিরুৎসাহিত হয়ে পড়বেন। “এইরূপে তাঁহারা [পৌল ও বার্ণবা] সেই স্থানে অনেক দিন অবস্থিতি করিলেন, প্রভুর উপরে সাহস বাঁধিয়া কথা কহিতেন,” যিনি তাদেরকে অলৌকিক চিহ্ন সম্পাদন করার শক্তি দিয়ে দেখিয়েছিলেন যে তাদের উপর তাঁর অনুমোদন আছে। ফলে “এক দল যিহূদীদের পক্ষ, অন্য দল প্রেরিতদের পক্ষ হইল।”—প্রেরিত ১৪:৩, ৪.
-
-
আমাদের বিশ্বাসের পক্ষ সমর্থন করা১৯৯৮ প্রহরীদুর্গ | ডিসেম্বর ১
-
-
a সম্পূর্ণ বাইবেলের উপর ম্যাথিউ হ্যানরির মন্তব্য (ইংরাজি) ব্যাখ্যা করে যে যিহূদী বিরোধীরা “জেনেশুনে এইধরনের [পরজাতীয়দের] কাছে গিয়েছিলেন যারা তাদের সামান্যই চিনত এবং তারা নিজেদের তৈরি মিথ্যা ধারণা কিংবা বিদ্বেষ তাদেরকে বলেছিলেন যাতে সেই লোকেদের মধ্যে খ্রীষ্টধর্মের প্রতি কেবল ঘৃণাই নয় সেইসঙ্গে এক আপত্তিজনক ধারণাও গড়ে উঠে।”
-