-
ঈশ্বরের বাক্য পড়ুন ও সত্যে তাঁর সেবা করুন১৯৯৬ প্রহরীদুর্গ | মে ১৫
-
-
৫. যদি আমরা ঈশ্বরের সত্য খুঁজি তাহলে কিসের প্রয়োজন?
৫ ঈশ্বরের সত্য এক অমূল্য সম্পদ। এটি খুঁজে পাওয়ার জন্য খনন করা, অনবরত শাস্ত্রকে অনুসন্ধান করা প্রয়োজন। একমাত্র মহান্ নির্দেশদাতার কাছে শিশুতুল্য ছাত্র হওয়ার দ্বারা আমরা প্রজ্ঞা অর্জন করতে ও যিহোবা বিষয়ক শ্রদ্ধাযুক্ত ভয় সম্বন্ধে বুঝতে পারি। (হিতোপদেশ ১:৭; যিশাইয় ৩০:২০, ২১) অবশ্যই, শাস্ত্র অনুযায়ী আমাদের নিজেদের তা প্রমাণ করা উচিত। (১ পিতর ২:১, ২) বিরয়ার যিহূদীদের সম্বন্ধে বলা হয় “থিষলনীকীর যিহূদীদের অপেক্ষা ইহারা ভদ্র ছিল; কেননা ইহারা সম্পূর্ণ আগ্রহপূর্ব্বক বাক্য গ্রহণ করিল, আর এ সকল [পৌল দ্বারা কথিত] বাস্তবিকই এইরূপ কি না তাহা জানিবার জন্য প্রতিদিন শাস্ত্র পরীক্ষা করিতে লাগিল।” তিনি বিরয়াবাসীদের এই বিষয় করার জন্য প্রশংসা করেছিলেন, তিরস্কার নয়।—প্রেরিত ১৭:১০, ১১.
-
-
ঈশ্বরের বাক্য পড়ুন ও সত্যে তাঁর সেবা করুন১৯৯৬ প্রহরীদুর্গ | মে ১৫
-
-
৭. বাইবেলের বোধগম্যতায় বৃদ্ধি পেতে কিসের প্রয়োজন এবং কেন?
৭ বাইবেল সম্বন্ধে আমাদের বোধগম্যতা বৃদ্ধি করতে, আমাদের ঈশ্বরের আত্মা অথবা কার্যকারী শক্তির পরিচালনার প্রয়োজন। “আত্মা সকলই অনুসন্ধান করেন, ঈশ্বরের গভীর বিষয় সকলও অনুসন্ধান করেন” যেন সেগুলির অর্থ প্রকাশিত হয়। (১ করিন্থীয় ২:১০) থিষলনীকীয়ের খ্রীষ্টানেরা, যে কোন ভবিষ্যদ্বাণী শুনত তারা ‘সর্ব্ববিষয়ের পরীক্ষা করত।’ (১ থিষলনীকীয় ৫:২০, ২১) যখন পৌল থিষলনীকীয়দের লিখেছিলেন (সা.শ. ৫০ সালের কাছাকাছি সময়ে), গ্রীক শাস্ত্রের একমাত্র অংশ মথি লিখিত সুসমাচার ইতিমধ্যেই লেখা হয়েছিল। সুতরাং থিষলনীকীয় ও বিরয়াবাসীরা সর্ববিষয়ে পরীক্ষা করতে পেরেছিল সম্ভবত ইব্রীয় শাস্ত্রের গ্রীক সেপ্টুয়াজেন্ট ভারসন থেকে অনুসন্ধান করে। তাদের প্রয়োজন হয়েছিল শাস্ত্র পাঠ ও অধ্যয়ন করার এবং আমাদের ক্ষেত্রেও তা প্রযোজ্য।
-