-
কোনোকিছু কি “ঈশ্বরের প্রেম হইতে আমাদিগকে পৃথক্ করিতে” পারবে?২০০৮ প্রহরীদুর্গ | অক্টোবর ১
-
-
ঈশ্বরের নিকটবর্তী হোন
কোনোকিছু কি “ঈশ্বরের প্রেম হইতে আমাদিগকে পৃথক্ করিতে” পারবে?
আমাদের মধ্যে কে না ভালবাসা পেতে চায়? সত্যিই, পরিবার ও বন্ধুবান্ধবের কাছ থেকে ভালবাসা পেয়ে আমরা সমৃদ্ধি লাভ করি। কিন্তু, দুঃখের বিষয় যে, মানবসম্পর্ক সহজেই ভেঙে যেতে ও বিভিন্ন পরিস্থিতিতে পরিবর্তিত হতে পারে। আমাদের প্রিয়জনরা হয়তো আমাদেরকে আঘাত দিতে পারে, আমাদের ছেড়ে চলে যেতে পারে অথবা এমনকি আমাদের প্রত্যাখ্যানও করতে পারে। কিন্তু, এমন একজন আছেন, যাঁর ভালবাসা কখনো পরিবর্তিত হয় না। তাঁর উপাসকদের জন্য যিহোবা ঈশ্বরের যে-ভালবাসা রয়েছে, তা রোমীয় ৮:৩৮, ৩৯ পদে সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে।
-
-
কোনোকিছু কি “ঈশ্বরের প্রেম হইতে আমাদিগকে পৃথক্ করিতে” পারবে?২০০৮ প্রহরীদুর্গ | অক্টোবর ১
-
-
“কি ঊর্দ্ধ্ব স্থান, কি গভীর স্থান।” যিহোবা তাঁর লোকেদের ভালবাসেন, তা তারা ভাল অথবা মন্দ যেধরনের পরিস্থিতির মধ্যেই থাকুক না কেন।
“কি অন্য কোন সৃষ্ট বস্তু।” এই কথাগুলো, যা সমস্ত সৃষ্টিকে অন্তর্ভুক্ত করে, সেগুলোর দ্বারা পৌল বলছেন যে, একেবারে কোনোকিছুই যিহোবার প্রেম থেকে তাঁর অনুগত উপাসকদের পৃথক করতে পারবে না।
মানুষের প্রেম, যা পরিবর্তিত অথবা ম্লান হয়ে যেতে পারে, তার বিপরীতে যারা বিশ্বাস সহকারে তাঁর শরণাপন্ন হয়, তাদের জন্য ঈশ্বরের প্রেম অপরিবর্তনীয় থাকে; এটা চিরস্থায়ী। এটা জানা নিশ্চিতভাবে আমাদেরকে যিহোবার আরও নিকটবর্তী হতে এবং তাঁর প্রতি আমাদের প্রেমকে প্রমাণ করার জন্য আমাদের যথাসাধ্য চেষ্টা করতে অনুপ্রাণিত করে। (w০৮ ৮/১)
-