-
কে আপনার চিন্তাভাবনার ওপর প্রভাব ফেলে?১৯৯৯ প্রহরীদুর্গ | এপ্রিল ১
-
-
তাই পৌল তার খ্রীষ্টান ভাইবোনদের অনুরোধ করেছিলেন “এই যুগের অনুরূপ হইও না।” (রোমীয় ১২:২) বাইবেলের একজন অনুবাদক পৌলের এই কথাগুলোকে একটু ঘুরিয়ে এইভাবে বলেছিলেন: “তোমার চারপাশের জগৎকে তার মতো করে তোমাকে গড়তে দিও না।” (রোমীয় ১২:২, ফিলিপস্) আপনাকে তার মতো করে গড়ার জন্য শয়তান মনে প্রাণে চেষ্টা করবে, ঠিক যেমন প্রাচীনকালে কুমোররা মাটিকে নিজেদের ইচ্ছামতো আকার দিতেন ও তারা যা চাইতেন তা তৈরি করার জন্য ছাঁচে ঢালতেন। আর এই কাজে সফল হওয়ার জন্য শয়তান এই জগতের রাজনীতি, বাণিজ্য, ধর্ম এবং আমোদপ্রমোদকে ব্যবহার করার জন্য পুরোপুরি তৈরি হয়ে আছে। আর এর প্রভাব কতদূর পর্যন্ত ছড়িয়েছে? এটা পুরো জগতে ছড়িয়ে আছে যেমন প্রেরিত যোহনের দিনে ছিল। যোহন বলেছিলেন যে “সমস্ত জগৎ সেই পাপাত্মার মধ্যে শুইয়া রহিয়াছে।” (১ যোহন ৫:১৯; এছাড়াও ২ করিন্থীয় ৪:৪ পদ দেখুন।) যদি লোকেদের লোভ দেখানো ও তাদের চিন্তাধারাকে নোংরা করায় শয়তানের ক্ষমতা সম্বন্ধে আপনার কিছুমাত্র সন্দেহ থাকে, তাহলে মনে করে দেখুন যে কীভাবে সে ঈশ্বরের প্রতি উৎসর্গীকৃত, গোটা ইস্রায়েল জাতিকে পুরোপুরি বিপথে নিয়ে গিয়েছিল। (১ করিন্থীয় ১০:৬-১২) আপনার ক্ষেত্রেও কি এইরকম হতে পারে? হ্যাঁ, হতে পারে যদি আপনি আপনার মনকে শয়তানের ছলনার সামনে খুলে দেন।
-
-
কে আপনার চিন্তাভাবনার ওপর প্রভাব ফেলে?১৯৯৯ প্রহরীদুর্গ | এপ্রিল ১
-
-
বেছে নেওয়ার ভার আপনার। এই জগতের দর্শনবিদ্যা ও মূল্যবোধকে আপনার চিন্তাধারার ওপর প্রভাব ফেলতে দিয়ে আপনি “এই যুগের অনুরূপ” হওয়াকে বেছে নিতে পারেন। (রোমীয় ১২:২) কিন্তু এই জগৎ একেবারেই আপনার ভাল চায় না। তাই পৌল সতর্ক করেন “দেখিও, দর্শনবিদ্যা ও অনর্থক প্রতারণা দ্বারা কেহ যেন তোমাদিগকে বন্দি করিয়া লইয়া না যায়; তাহা মনুষ্যদের পরম্পরাগত শিক্ষার অনুরূপ।” (কলসীয় ২:৮) এইভাবে শয়তানের ইচ্ছামতো গড়ে ওঠা অর্থাৎ, ‘তার বন্দি’ হয়ে পড়ার জন্য বিশেষ কোন চেষ্টার দরকার হয় না। এটা পাশে বসে সিগারেটের ধোঁয়া নেওয়ার মতো। আপনি হয়ত সিগারেট খাচ্ছেন না কিন্তু সেই দূষিত বাতাসে নিঃশ্বাস নেওয়াই আপনার জন্য ক্ষতিকারক।
-