-
২ | প্রতিশোধ নেবেন নাপ্রহরীদুর্গ (জনসাধারণের সংস্করণ)—২০২২ | নং ১
-
-
বাইবেলের শিক্ষা:
‘মন্দের পরিশোধে কারো মন্দ কোরো না। . . . যতটা সম্ভব, সমস্ত মানুষের সঙ্গে শান্তিতে বাস করার জন্য তোমাদের সর্বোত্তমটা করো। . . . তোমরা নিজেরা প্রতিশোধ নিয়ো না, . . . কারণ লেখা আছে: “যিহোবা বলেন, ‘প্রতিশোধ নেওয়া আমারই কাজ; আমিই প্রতিফল দেব।’”’—রোমীয় ১২:১৭-১৯.
এর অর্থ:
কেউ যখন আমাদের সঙ্গে অন্যায় আচরণ করে, তখন রেগে যাওয়া যদিও স্বাভাবিক কিন্তু তারপরও ঈশ্বর চান না, আমরা প্রতিশোধ নিই। এর পরিবর্তে, তিনি চান আমরা যেন ধৈর্য ধরে অপেক্ষা করি কারণ তিনি খুব শীঘ্রই অন্যায় ও অবিচার শেষ করে দেবেন।—গীতসংহিতা ৩৭:৭, ১০.
-