-
জগতের গুপ্ত শাসক প্রকাশ হয়ে পড়েছে২০১২ প্রহরীদুর্গ | জানুয়ারি ১
-
-
সেই সময় থেকে দিয়াবল জানে যে, তার ধ্বংস হওয়ার আগের অবশিষ্ট সময় খুবই অল্প। যদিও ‘সমস্ত জগৎ তাহার মধ্যে শুইয়া রহিয়াছে’ কিন্তু আজকে লক্ষ লক্ষ লোক তাদেরকে নিয়ন্ত্রণ করার তার সর্বাত্মক প্রচেষ্টা সত্ত্বেও তার দ্বারা ভ্রান্ত হয়নি। বাইবেল তার প্রকৃত পরিচয় এবং তার কল্পনা বা চাতুরীগুলোর বিষয়ে তাদের চোখ খুলে দিয়েছে। (২ করিন্থীয় ২:১১) তারা সহখ্রিস্টানদের প্রতি পৌলের কথাগুলো থেকে এই আশা লাভ করে: “শান্তির ঈশ্বর ত্বরায় শয়তানকে তোমাদের পদতলে দলিত করিবেন।”b—রোমীয় ১৬:২০.
-
-
জগতের গুপ্ত শাসক প্রকাশ হয়ে পড়েছে২০১২ প্রহরীদুর্গ | জানুয়ারি ১
-
-
b এখানে পৌলের কথাগুলো আদিপুস্তক ৩:১৫ পদে লিপিবদ্ধ বাইবেলের প্রথম ভবিষ্যদ্বাণীকে প্রতিধ্বনিত করে, যা পরিশেষে দিয়াবলের ধ্বংসকে নির্দেশ করে।
-