-
একজন আধ্যাত্মিকমনা ব্যক্তি হওয়ার অর্থ কী?প্রহরীদুর্গ (অধ্যয়ন)—২০১৮ | ফেব্রুয়ারি
-
-
একজন আধ্যাত্মিকমনা ব্যক্তি হওয়ার অর্থ কী?
৩. কীভাবে বাইবেল একজন প্রাণিক ব্যক্তি ও আধ্যাত্মিকমনা ব্যক্তির মধ্যে থাকা পার্থক্য সম্বন্ধে বর্ণনা করে?
৩ প্রেরিত পৌল আমাদের ‘আত্মিক মনুষ্য [“আধ্যাত্মিকমনা ব্যক্তি,” NW]’ এবং ‘প্রাণিক মনুষ্যের’ মধ্যে থাকা পার্থক্য বুঝতে সাহায্য করেন। (পড়ুন, ১ করিন্থীয় ২:১৪-১৬.) একজন প্রাণিক ব্যক্তি “ঈশ্বরের আত্মার বিষয়গুলি গ্রহণ করে না, কেননা তাহার কাছে সে সকল মূর্খতা; আর সে সকল সে জানিতে পারে না।” এর বিপরীতে, একজন আধ্যাত্মিকমনা ব্যক্তি “সমস্ত বিষয়ের বিচার করে” এবং তার “খ্রীষ্টের মন” রয়েছে অর্থাৎ তিনি খ্রিস্টের মতো করে চিন্তা করার জন্য কঠোর প্রচেষ্টা করেন। পৌল আমাদের আধ্যাত্মিকমনা ব্যক্তি হওয়ার জন্য উৎসাহিত করেন। অন্য আর কোন কোন উপায়ে প্রাণিক ব্যক্তিরা আধ্যাত্মিকমনা ব্যক্তিদের চেয়ে আলাদা?
-
-
একজন আধ্যাত্মিকমনা ব্যক্তি হওয়ার অর্থ কী?প্রহরীদুর্গ (অধ্যয়ন)—২০১৮ | ফেব্রুয়ারি
-
-
৬. কীভাবে আমরা একজন আধ্যাত্মিকমনা ব্যক্তিকে শনাক্ত করতে পারি?
৬ একজন প্রাণিক ব্যক্তির বিপরীতে একজন আধ্যাত্মিকমনা ব্যক্তি ঈশ্বরের সঙ্গে তার সম্পর্কের বিষয়ে গভীরভাবে চিন্তা করেন। তিনি নিজেকে ঈশ্বরের পবিত্র আত্মার দ্বারা নির্দেশিত হতে দেন এবং যিহোবাকে অনুকরণ করার জন্য কঠোর প্রচেষ্টা করেন। (ইফি. ৫:১) তিনি যিহোবার মতো করে চিন্তা করতে শেখার এবং বিভিন্ন বিষয়কে যিহোবার মতো করে দেখার প্রচেষ্টা করেন। ঈশ্বর তার কাছে খুবই বাস্তব একজন ব্যক্তি। একজন প্রাণিক ব্যক্তির বিপরীতে একজন আধ্যাত্মিকমনা ব্যক্তি তার জীবনের প্রতিটা ক্ষেত্রে যিহোবার মানগুলোর সম্মান করেন। (গীত. ১১৯:৩৩; ১৪৩:১০) তিনি “মাংসের কার্য্য সকল” না করে বরং “আত্মার ফল” গড়ে তোলার চেষ্টা করেন। (গালা. ৫:২২, ২৩) আধ্যাত্মিকমনা ব্যক্তি হওয়ার অর্থ কী, তা আরও ভালোভাবে ব্যাখ্যা করার জন্য এই তুলনাটা নিয়ে চিন্তা করুন: যে-ব্যক্তি ব্যাবসা করার ক্ষেত্রে খুবই দক্ষ, তাকে বলা হয় ব্যাবসায়িকমনা ব্যক্তি এবং যে-ব্যক্তি ঈশ্বরের প্রতি তার উপাসনার বিষয়ে সত্যিই চিন্তা করেন, তাকে বলা হয় আধ্যাত্মিকমনা ব্যক্তি।
৭. আধ্যাত্মিকমনা ব্যক্তিদের সম্বন্ধে বাইবেল কী বলে?
৭ যিশু বলেছিলেন যে, আধ্যাত্মিকমনা ব্যক্তিরা সুখী হয়। মথি ৫:৩ পদে আমরা পড়ি: “ধন্য” বা সুখী “যাহারা আত্মাতে দীনহীন [“আধ্যাত্মিক চাহিদা সম্বন্ধে সচেতন,” NW], কারণ স্বর্গ-রাজ্য তাহাদেরই।” রোমীয় ৮:৬ পদ ব্যাখ্যা করে যে, আমাদের জীবন যিহোবার মতো করে চিন্তা করার উপর নির্ভর করে: “মাংসের ভাব মৃত্যু, কিন্তু আত্মার ভাব জীবন ও শান্তি।” তাই, আমরা যদি আধ্যাত্মিকমনা ব্যক্তি হই, তা হলে এখনই আমরা ঈশ্বরের সঙ্গে ও নিজেদের মধ্যে শান্তি বজায় রাখতে পারি এবং অনন্তজীবনের আশা লাভ করতে পারি।
-