-
পুনরুত্থান—এক নিশ্চিত প্রত্যাশা!প্রহরীদুর্গ (অধ্যয়ন)—২০২০ | ডিসেম্বর
-
-
১২. প্রথম পিতর ৩:১৮, ২২ পদের সঙ্গে মিল রেখে কীভাবে যিশুর পুনরুত্থান, আগে যে-পুনরুত্থানগুলো হয়েছিল, সেগুলোর চেয়ে আলাদা ছিল?
১২ পৌল ব্যক্তিগতভাবে জানতেন, “খ্রিস্টকে পুনরুত্থিত করা” হয়েছিল। যিশুর পুনরুত্থান, আগে যে-পুনরুত্থানগুলো হয়েছিল, সেগুলোর চেয়ে অনেক শ্রেষ্ঠ ছিল কারণ যে-লোকদের পুনরুত্থিত করা হয়েছিল, তারা আবার মারা গিয়েছিল। পৌল বলেছিলেন, যিশুকে “প্রথম ফল হিসেবে . . . সেই ব্যক্তিদের মধ্য থেকে প্রথমে পুনরুত্থিত করা হয়েছে, যারা মৃত্যুতে ঘুমিয়ে পড়েছে।” কোন অর্থে যিশুর পুনরুত্থান প্রথম ছিল? তিনিই ছিলেন প্রথম ব্যক্তি, যাঁকে একজন আত্মিক ব্যক্তি হিসেবে পুনরুত্থিত করা হয়েছিল এবং মানবজাতির মধ্যে তিনিই ছিলেন প্রথম ব্যক্তি, যিনি স্বর্গে গিয়েছিলেন।—১ করি. ১৫:২০; প্রেরিত ২৬:২৩; পড়ুন, ১ পিতর ৩:১৮, ২২.
-
-
পুনরুত্থান—এক নিশ্চিত প্রত্যাশা!প্রহরীদুর্গ (অধ্যয়ন)—২০২০ | ডিসেম্বর
-
-
১৬. সেইসময় পৌল কী বুঝিয়েছিলেন, যখন তিনি যিশুকে “প্রথম ফল” হিসেবে উল্লেখ করেছিলেন?
১৬ পৌল লিখেছিলেন যে, খ্রিস্টকে “প্রথম ফল হিসেবে . . . সেই ব্যক্তিদের মধ্য থেকে প্রথমে” পুনরুত্থিত করা হয়েছে, “যারা মৃত্যুতে ঘুমিয়ে পড়েছে।” মনে রাখবেন, অন্যদের, যেমন লাসারকে পৃথিবীতে পুনরুত্থিত করা হয়েছিল, কিন্তু যিশুই ছিলেন প্রথম ব্যক্তি, যাঁকে আত্মিক ব্যক্তি হিসেবে পুনরুত্থিত করা হয়েছিল এবং যিনি অনন্তজীবন লাভ করেছিলেন। তাঁকে শস্যের সেই প্রথম ফলের সঙ্গে তুলনা করা হয়েছে, যা ইজরায়েলীয়েরা ঈশ্বরের কাছে উৎসর্গ করত। আর যিশুকে “প্রথম ফল” হিসেবে উল্লেখ করার মাধ্যমে পৌল বোঝাতে চেয়েছিলেন যে, যিশুর পরে অন্যদেরও স্বর্গে পুনরুত্থিত করা হবে। প্রেরিতেরা এবং পবিত্র শক্তির দ্বারা অভিষিক্ত খ্রিস্টের অন্য শিষ্যেরা যিশুর পরে পুনরুত্থিত হবে। পরিশেষে তাদেরও যিশুর মতোই স্বর্গে পুনরুত্থিত করা হবে।
-