আপনার কি মনে আছে?
আপনি কি গত কয়েক মাসের প্রহরীদুর্গ পত্রিকা মন দিয়ে পড়েছেন? যদি পড়ে থাকেন, তা হলে দেখুন আপনি নীচের এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারেন কি না:
অভিষিক্ত খ্রিস্টানদের সঙ্গে আমাদের কেমন আচরণ করা উচিত?
আমরা তাদের বিশ্বাসের জন্য তাদের প্রশংসা করি; কিন্তু আমরা তাদের প্রতি অতিরিক্ত মনোযোগ দিই না। আমরা ‘মনুষ্যদের তোষামোদ করা’ এড়িয়ে চলি। (যিহূদা ১৬) আমরা তাদের আশা সম্বন্ধে ব্যক্তিগত প্রশ্ন জিজ্ঞেস করি না।—প্রহরীদুর্গ ২০.০১, পৃষ্ঠা ২৯.
কেন আপনি নিশ্চিত থাকতে পারেন যে, যিহোবা ব্যক্তিগতভাবে আপনাকে লক্ষ করেন?
বাইবেল দেখায় যে, আপনি জন্মগ্রহণ করার আগে থেকেই তিনি আপনাকে লক্ষ করেছিলেন। তিনি আপনার প্রার্থনা শোনেন। তিনি জানেন, আপনি কী ভাবছেন ও আপনার হৃদয়ে কী রয়েছে এবং আপনার কাজ তাঁকে প্রভাবিত করে। (১ বংশা. ২৮:৯; হিতো. ২৭:১১) তিনি আপনাকে তাঁর দিকে আকর্ষণ করেছেন।—প্রহরীদুর্গ ২০.০২, পৃষ্ঠা ১২.
কখন কথা বলতে হবে এবং কখন নীরব থাকতে হবে, সেটার কয়েকটা উদাহরণ কী?
আমরা আনন্দের সঙ্গে যিহোবার বিষয়ে কথা বলি। আমরা যখন দেখি কেউ ভুল পথে চলেছে, তখন আমরা ইতস্তত না করে কথা বলি। প্রয়োজন হলে প্রাচীনরা পরামর্শ দেবেন। আমরা আমাদের কাজের উপর নিষেধাজ্ঞা রয়েছে, এমন দেশগুলোতে আমাদের কার্যকলাপ সম্বন্ধে তথ্য প্রকাশ করি না। আমরা গোপন বিষয়গুলো প্রকাশ করে দিই না।—প্রহরীদুর্গ ২০.০৩, পৃষ্ঠা ২০-২১.
যোয়েল ২ অধ্যায়ে উল্লেখিত পঙ্গপাল এবং প্রকাশিত বাক্য ৯ অধ্যায়ে উল্লেখিত পঙ্গপালের মধ্যে কোন পার্থক্য রয়েছে?
যোয়েল ২:২০-২৯ পদ বলে, ঈশ্বর পঙ্গপাল দূর করেন এবং তারা যে-ক্ষতি করে, সেটা পরিশোধ করার প্রতিজ্ঞা করেন। এরপর ঈশ্বর তাঁর আত্মা সেচন করেন। ভবিষ্যদ্বাণীর এই দিকগুলো বাবিলীয়দের দ্বারা ইস্রায়েল আক্রমণের সময়ে এবং এর পরবর্তী সময়ে পরিপূর্ণ হয়েছিল। প্রকাশিত বাক্য ৯:১-১১ পদে আমাদের সময়ের অভিষিক্ত খ্রিস্টানদের পঙ্গপাল হিসেবে বর্ণনা করা হয়েছে, যারা এই দুষ্ট বিধিব্যবস্থার বিরুদ্ধে ঈশ্বরের বিচার ঘোষণা করছে আর এর ফলে যারা এই জগতের পক্ষ নেয়, তারা সবাই অসন্তুষ্ট হয়।—প্রহরীদুর্গ ২০.০৪, পৃষ্ঠা ৩-৬.
বর্তমানে উত্তর দেশের রাজা কে?
রাশিয়া এবং তার সহযোগীরা। তারা প্রচার কাজের উপর নিষেধাজ্ঞা জারি করার দ্বারা এবং সাক্ষিদের প্রতি ঘৃণা প্রদর্শন করার দ্বারা ঈশ্বরের লোকদের উপর সরাসরি প্রভাব ফেলেছে। উত্তর দেশের রাজা দক্ষিণ দেশের রাজার সঙ্গে লড়াই করে চলেছে।—প্রহরীদুর্গ ২০.০৫, পৃষ্ঠা ১৩.
আমরা কি কেবল সেই নয়টা গুণকেই “আত্মার ফল” বলতে পারি, যেগুলোর বিষয়ে গালাতীয় ৫:২২, ২৩ পদে উল্লেখ করা হয়েছে?
না। পবিত্র আত্মা আমাদের আরও উত্তম গুণ গড়ে তুলতে সাহায্য করে, যেমন ধার্মিকতা। (ইফি. ৫:৮, ৯)—প্রহরীদুর্গ ২০.০৬, পৃষ্ঠা ১৭.
অনলাইনে নিজের বিষয়ে কিছু পোস্ট করার ক্ষেত্রে একটা বিপদ কী?
আপনি যা পোস্ট করেন, তা হয়তো এমন ধারণা না-ও দিতে পারে যে, আপনি একজন নম্র ব্যক্তি বরং তা এমন ধারণা দিতে পারে যে, আপনি নিজের বিষয়ে বড়াই করছেন।—প্রহরীদুর্গ ২০.০৭, পৃষ্ঠা ৬-৭.
দক্ষ জেলেদের কাছ থেকে খ্রিস্টান পরিচারকরা কী শিখতে পারেন?
তারা এমন জায়গায় ও এমন সময়ে কাজ করে, যখন মাছ পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তারা উপযুক্ত সরঞ্জাম ব্যবহার করার জন্য প্রশিক্ষিত। তারা পরিবর্তনশীল পরিস্থিতির মধ্যেও সাহসের সঙ্গে কাজ করে। আমরাও আমাদের পরিচর্যায় একই বিষয় করতে পারি।—প্রহরীদুর্গ ২০.০৯, পৃষ্ঠা ৫.
কয়েকটা উপায় কী, যেগুলোর মাধ্যমে আমরা বাইবেল ছাত্রদের যিহোবার প্রতি গভীর প্রেম গড়ে তুলতে সাহায্য করতে পারি?
আমরা তাদের প্রতিদিন বাইবেল পড়ার এবং যা পড়েন, সেটা নিয়ে ধ্যান করার জন্য উৎসাহিত করতে পারি। আর আমরা তাদের প্রার্থনা করতে শেখাতে পারি।—প্রহরীদুর্গ ২০.১১, পৃষ্ঠা ৪.
“খ্রিস্টের মাধ্যমে সকলকে জীবিত করা হবে,” এই মন্তব্যের মধ্যে কারা অন্তর্ভুক্ত?—১ করি. ১৫:২২.
প্রেরিত পৌল এটা বলছিলেন না যে, প্রত্যেক মানুষকে পুনরুত্থিত করা হবে। তিনি সেই অভিষিক্ত খ্রিস্টানদের নির্দেশ করছিলেন, যাদের “খ্রিস্টের সঙ্গে এক হওয়ার জন্য . . . পৃথক” করা হয়েছে। (১ করি. ১:২; ১৫:১৮)—প্রহরীদুর্গ ২০.১২, পৃষ্ঠা ৫-৬.
অভিষিক্ত খ্রিস্টানরা ‘শেষ তূরীধ্বনির সঙ্গেসঙ্গে চোখের পলকে পরিবর্তিত’ হওয়ার পর কী করবেন?—১ করি. ১৫:৫১-৫৩.
তারা খ্রিস্টের সঙ্গে লোহার দণ্ড দিয়ে লোকদের শাসন করবেন। (প্রকা. ২:২৬, ২৭)—প্রহরীদুর্গ ২০.১২, পৃষ্ঠা ১২-১৩.